ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

থাই স্যুপ বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯ , ০৭:৪২ পিএম


loading/img

থাই স্যুপ খেতে ইচ্ছা করছে। কিন্তু জানেন না কিভাবে বানাতে হয়। সমস্যা নেই, দেখে নিন থাই স্যুপ বানানোর পদ্ধতি আর নিজেই ঘরে বানান সহজে।

বিজ্ঞাপন

উপকরণ

মুরগির বুকের মাংস ১ কাপ (কুচি), আদা ৪ টুকরা, কাঁচামরিচ পরিমাণমতো, ডিম ২টি, লবণ পরিমাণমতো, চিকেন স্টক ৬ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, চিংড়ি আধাকাপ, চিনি দেড় টেবিল চামচ, কেচাপ ৩ টেবিল চামচ, সাদা ভিনেগার ১ টেবিল চামচ, সুইট চিনি সস ২ টেবিল চামচ, লেমনগ্রাস কয়েক স্টিক।

বিজ্ঞাপন

প্রণালি

শুরুতেই মুরগির বুকের মাংস সামান্য আদা ও রসুন দিয়ে সেদ্ধ করে নিন। হাঁড়িতে চিকেন স্টক দিন। এর মধ্যে সেদ্ধ করা মুরগির মাংস, আদা, কাঁচামরিচ ও চিংড়ি দিয়ে দিন। ডিম দুটো ফেটিয়ে দিন। কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলে দিয়ে দিন। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। লেমনগ্রাস দিয়ে দিন।

সব ভালো করে মেশানোর পর হাঁড় চুলায় দিয়ে দিন। মিশ্রণটি গরম হয়ে এলে কেচাপ ও সুইট চিলি সস দিয়ে দিন। এবার খুন্তি দিয়ে নাড়ুন। পরিমাণমতো লবণ ও চিনি দিন। ৫ থেকে ৭ মিনিট পর মিশ্রণটি ঘন হয়ে আসবে। চিংড়িও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

বিজ্ঞাপন

ডি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |