ঢাকাThursday, 15 May 2025, 1 Jyoishţho 1432

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মশাল মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০১:৩৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

সারাদেশে ধর্ষণ ও হত্যাসহ নারীর ওপর সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়-ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। 

সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী সুবর্ণা, ছাত্র অধিকারের ক্যাম্পাস শাখার আহ্বায়ক জসিম কৃষি, ছাত্র গণমঞ্চের নেতা রুদ্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পাস শাখার সদস্য-সচিব শরিফ প্রমুখ। 

বিজ্ঞাপন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ অথর্ব হয়ে আছে। প্রতিটি ধর্ষণ ঘটনার প্রকাশ্যে ফাঁসি দাবি জানিয়ে তারা আরও বলেন, আগামী ৭দিনের মধ্যে বিচার না হলে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে মানুষ। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |