ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ধর্ষকের শাস্তির দাবিতে জবিতে মশাল মিছিল

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০১:৪৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে এসে পৌঁছালে ছাত্রীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বোনের কান্না, আর না আর না’-সহ নানা স্লোগান দেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, সামাজিকভাবে নারীদের যে হেয় করা হয় তার প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। সারাদেশে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারলে আর কেউ ধর্ষণ বা এরকম অপরাধ করার সাহস পাবে না। আমরা ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার দাবি জানাই।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সুলতানা বলেন, সারাদেশে নারীদের ওপরে সংঘটিত নিপীড়নের খবরে মেয়েরা শঙ্কিত। আমাদের পরিবার শঙ্কিত। এভাবে চলতে পারে না। আমরা এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এসব ঘটনার যদি বিচার না হয় তাহলে এরকম কাজ করার উৎসাহ আরও বাড়বে। আমরা সকল নারীদের নিরাপত্তা চাই। অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |