ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে নীতিগত সিদ্ধান্ত

আরটিভি নিউজ

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ০৪:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

চলতি বছরের ১৯ মে এসএসসি ও সমমান এবং ১৮ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার সময় ও নম্বর কমাতে রোববার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড বৈঠকে বসেছে। এতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ করতে আজ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভা হচ্ছে। এই সভা শেষে পরীক্ষা এবং নম্বরপত্র কমানোর বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, কোন কোন বিষয় বাদ দেওয়া হতে পারে, পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের মোট নম্বর কত থাকবে এসব চূড়ান্ত করতে আজ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভা ডাকা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |