ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

এসএসসি-এইচএসসির নতুন সিলেবাস প্রকাশ

আরটিভি নিউজ

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:০২ পিএম


loading/img
শিক্ষার্থী

২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের সিলেবাস পরিমার্জন করে নতুন করে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২০ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে আর এইচএসসি পরীক্ষা হবে আগস্টে।

বিজ্ঞাপন

২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়। নতুন পুনর্বিন্যাসে বাংলা ২য় পত্রের ব্যাকরণ থেকে ১৫ নম্বর থাকবে। আর নির্মিতি হিসেবে থাকবে ৩৫ নম্বর।

উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। আর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে আগস্টে।

বিজ্ঞাপন

নতুন সিলেবাস দেখতে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |