ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝি হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা 

আরটিভি নিউজ

সোমবার, ১০ জানুয়ারি ২০২২ , ০৩:২২ পিএম


loading/img
সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, ছবি : আরটিভি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এবার নির্ধারিত সময়ে এসব পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝি এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। সীমিত পরিসরে ক্লাস চলবে।

বিজ্ঞাপন

সচিবালয়ে আজ সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। 

দীপু মনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। কতগুলো বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো বছরের মাঝামাঝি গিয়ে পরীক্ষা নিতে পারব। এখনই তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা পর্যবেক্ষণ করতে থাকব। পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হলে পরীক্ষা হবে। দু-তিন মাস আগে হয়তো পরীক্ষার তারিখ বলতে পারব। পরিস্থিতি অনুকূলে না থাকলে তারিখ পেছাবে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না দিয়ে অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এবং সংক্ষিপ্ত সিলেবাসে গত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করা হয়। 
পি/টিআই
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |