• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা কেমন কমবে, জানাল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা কেমন কমবে, জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি।

দেশের অধিকাংশ জায়গায় শীতের তীব্রতা কমে এসেছে। তবে, আগামী ৭২ ঘণ্টায় ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে পারে। শেষ রাত থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ববঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
কবে শৈত্যপ্রবাহ শুরু, জানাল আবহাওয়া অফিস
শীতে টমেটো খেলে যে প্রভাব পড়ে শরীরে