• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo
বুকের ব্যথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু
রাবিতে শিক্ষার্থীদের অনশন, সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবি
সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে অনশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী। বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা অনশন শুরু করেন। পরে দুপুর আড়াইটার দিকে উপাচার্য একাডেমিক কমিটির মিটিং ডেকে বিষয়টি নিয়ে আবারও আলোচনা করার আশ্বাস দিলে অনশন ভঙ্গ করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সেমিস্টার সিস্টেমে আইন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের জটিলতায় পড়তে হচ্ছে। এখানে কারিকুলামে ৩০ শতাংশ জেনারেল কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিষয়ভিত্তিক পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন। এসব তাত্ত্বিক কোর্সগুলো আমাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সময় স্বল্পতার কারণে আমাদের আইনের মেজর কোর্স ও নন-মেজর কোর্সের ভারসাম্য রক্ষা হয়নি। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা বলেন, শিক্ষকেরা বিস্তৃত সিলেবাস স্বল্প সময়ে শেষ করতে দ্রুতগতিতে পাঠদান করেন। ফলে শিক্ষকরা যেমন স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, তেমনি আমরাও প্রায়োগিক ও বিষয়ভিত্তিক পরিপূর্ণ জ্ঞান লাভে বাধাগ্রস্ত হচ্ছি। এই পদ্ধতির বর্তমান কাঠামো আইন অনুষদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কার সৃষ্টি করছে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা অতীতের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মান ধরে রাখতে পারব কি না সন্দিহান! কিন্তু প্রশাসন আমাদের দাবির কোনো কর্ণপাত করছেন না। এই চাপিয়ে দেওয়া পদ্ধতি বাতিল চাই।  এ সময় প্রশাসন ভবনের সামনে আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অনশনে অংশগ্রহণ করেন ৫০-৬০ জন শিক্ষার্থী। আরটিভি/এফএ/এসএ
রাবির সাংবাদিকতা বিভাগে তালা
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা
আজও শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, ভোগান্তি চরমে
৩৫ বছর পর জাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ ফলাফল ও ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থী ১ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটের নির্দিষ্ট পেজে ৩০ অক্টোবর-১ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। আগামী ২ নভেম্বর ফলাফল নিরীক্ষণের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হবে। এর আগে, গত শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া কৃষি গুচ্ছের এই ভর্তি পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা। তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ১৭ জন। এবার প্রতি আসনের জন্য লড়ছেন ২০ জন।  কৃষি গুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। আরটিভি/এসএ
কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এ ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড় ছাড়েন তারা। সন্ধ্যায় সাইন্সল্যাবে ব্লকেড কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাত কলেজ আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা না হলে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় আবারও অবরোধ করা হবে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, যেন আমাদের দাবি দ্রুত মেনে নেয়। যদি সরকার আমাদের দাবি না মেনে নেয় আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করা হবে। তিনি আরও বলেন, আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে আমাদের বৈঠকের সম্ভাবনা আছে। যদি বৈঠক হয়, শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের ডাকে, আমরা ৭ থেকে ১৪ জন প্রতিনিধি সেখানে যাব। অপরদিকে অবরোধ থাকবে। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না করলে আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সায়েন্সল্যাবে ব্লকেড কর্মসূচি পালন করা হবে। গত শনিবার শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা সোমবার পার হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার তারা সড়কে নামেন। এর আগে, সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় ৫ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। এর ফলে রাজধানীজুড়েই দেখা দেয় তীব্র যানজট। বারবার শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তুষ্টি দেখা দিয়েছে। দাবি আদায়ের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে। আরটিভি/এফএ/এসএ
গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
জুলাই ও আগস্ট মাসে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহত শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ফি দিতে হবে না। মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন বা টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। এতে আরও বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন বা টিউশন ফি মওকুফের-এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আরটিভি/এমএ-টি  
বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সোহেল হাসান। আগামী চার বছরের জন্য তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য পদ শূন্য হওয়ার দুই মাস পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলো। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকাবিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হোসেইন উদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপ-উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও একই তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের দাবির মুখে গত ২০ আগস্ট পদত্যাগ করেন বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম। আরটিভি/এএএ 
হাবিপ্রবিকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিং ও মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে ডিভিএম গেইট হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।  র‍্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা।  এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।  র‍্যালির শুরুতে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা বলেন, আজকের র‍্যাগিং ও মাদক বিরোধী এই র‍্যালি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য, কিন্ত আমরা এই বিষয়টাকে শুধু র‍্যালির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা সবাই এই বিষয়টিকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে এইটা পালন করার চেষ্টা করবো।  আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা আপনারা যারাই আছেন আমরা এই জিনিসটাকে অন্তর থেকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। কেউ যদি কোথাও র‍্যাগিংয়ের কোনো আলামত পান কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবেন, আমরা কঠোর হস্তে তা দমন করবো।  নবীন শিক্ষার্থীরা তোমরা যদি কেউ মনে করো তোমাদের বড় ভাইরা তোমাদেরকে র‍্যাগ দিচ্ছে বা র‍্যাগিংয়ের শিকার হচ্ছে সঙ্গে সঙ্গে তোমরা ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগে জানাবা, পাশাপাশি আমাকে জানাবা আমি কঠোর ব্যবস্থা নিবো। আপনাদের সহায়তায় আজ থেকে আমি আমাদের ক্যাম্পাসকে র‍্যাগিং ও মাদক মুক্ত ক্যাম্পাস ঘোষণা করলাম।  আরটিভি/এএএ 
স্কুলে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, লটারি ডিসেম্বরে
দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবে। এ প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আবেদন শেষে ডিসেম্বরে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। সোমবার (২৮ অক্টোবর) মাউশির মাধ্যমিক শাখার পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় আবেদন গ্রহণের এ সময় নির্ধারণ করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। এরপর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ভর্তির লটারি। এ প্রক্রিয়ায় ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে শূন্য আসনের তথ্য চেয়েছে মাউশি। ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে এসব তথ্য দিতে হবে। কোনো শ্রেণি শাখার জন্য শিক্ষার্থীর চাহিদাসংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠানপ্রধানেরা প্রতিষ্ঠান–সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে (পুলিশ স্টেশন) ‘ক্যাচমেন্ট’ এলাকা হিসেবে নির্ধারণ করবেন। সভার তথ্য বলছে, ডিজিটাল লটারি শেষে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম। যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এবার কোটায় ভর্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন এতদিন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল। তবে নতুন সিদ্ধান্ত হলো বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। না পাওয়া গেলে এই আসনে মেধাতালিকা থেকে ভর্তি করতে হবে। ২০২০ সাল পর্যন্ত শুধুমাত্র প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হতো। করোনাভাইরাসের কারণে ২০২১ সাল থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। এবছরও অন্তর্বর্তী সরকার সেই নিয়ম বহাল রেখেছে। ফলে ডিজিটাল লটারির মাধ্যমেই কে, কোন স্কুলে ভর্তির সুযোগ পাবে; তা নির্ধারণ করা হবে। আরটিভি/এমএ-টি
বেরোবির উপহারের বাস বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত উপহারের একটি বাস বিক্রির অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। তিনি বলেন, বিশেষ উন্নয়ন প্রকল্প নিয়ে যে সকল অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখতে এবং পরিবহনপুলের বাস বিক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তেও তিন সদস্যের আরেকটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উপহারের বাস গায়েব কিংবা উধাও নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ করার পর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তাই এই বাস বিক্রির অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য এবং বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, সদস্য সচিব করা হয়েছে পরিবহন পরিচালক, অন্য একজন সদস্য হলেন নির্বাহী প্রকৌশলী। এর আগে সোমবার প্রশাসনিক ভবনে সিন্ডিকেট রুমে ১০৮তম সভা অনুষ্ঠিত হয়। এখানে সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিউর রহমান উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে-টি