• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo
কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল
সরকার সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে: সড়ক উপদেষ্টা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ড. ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্রিয়েটিভ এবং কম্পিউটারে দক্ষ শিক্ষার্থীরা এগিয়ে যাবে। ডিগ্রি থাকলেও কিন্তু মার্কেটে তোমাকে প্রমাণ করতে হবে। অন্যের কাজ করো। মূল্যবোধ, দক্ষ হয়ে উঠতে হবে। ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সমাবর্তনে রাষ্ট্রপতির পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার। সমাবর্তন বক্তা ছিলেন শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুংধ। এ সময় বক্তারা গ্রাজুয়েটদের জন্য শুভ কামনা জানান এবং কর্মজীবনে নিজেদের প্রজ্ঞা মেধা দিয়ে সফলতা কামনা করেন। সিআইইউ’র বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। তারমধ্যে ১ হাজার ৪৫২ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক এবং ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের ফলস্বরূপ ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আরটিভি/এএএ/এস
‘লাল সন্ত্রাস’ ঘোষণাকারী মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবি সমন্বয়ক মাহিনের
মধ্যরাতে শিক্ষার্থীদের আলটিমেটাম
জাবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
জাবি ছাত্রদলের ৩ নেতাকে অব্যাহতি, ছয় জনকে বহিষ্কার
শাবিপ্রবিতে কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গত ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভা কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় রসায়ন বিভাগের প্রথম ব্যাচের সাবেক ছাত্র ও রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।   ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বলেন, কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার ব্যাপারে সাবেক শিক্ষার্থীদের আর দেরি না করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অ্যালামনাইয়ের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগের মেলবন্ধন প্রতিষ্ঠা হয়। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা দেশে এবং উন্নত বিশ্বের অনেক নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ব্যাপারে সাবেক শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে শাবিপ্রবি অ্যালামনাই প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাজেদুল করিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্ষেত্রে ফ্যাসিলিটেটর হিসেবে সহায়তা করতে প্রস্তুত। সকলের সম্মিলিত প্রয়াসে বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে আরও এগিয়ে নিতে শাবিপ্রবি অ্যালামনাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় তিন যুগ পার হয়ে গেলেও কেন্দ্রীয় অ্যালামনাই করতে না পারাটা হতাশা ও অত্যন্ত দুঃখের বিষয়। তাই আর দেরি না করে শাবিপ্রবি অ্যালামনাই প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। অ্যালামনাই প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করে আরও বৃহৎ পরিসরে সকলকে অবহিত করতে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে একটি সভা আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী দেলোয়ার ইসমাইল টিটু, ড. মুজিবুর রহমান, মকদ্দুস আলী, সেলিম মোহাম্মদ আলী আসগর, ফয়সল আহমদ, মো. তৌফিক ইজদানী চৌধুরী, নাসিমা হক খান, রাহিমা পারভীন লিলি, আব্দুল মালিক, দিদার চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সুরঞ্জিত রয়, মো মুখলিসুর রহমান, সৈয়দ জয়নুল হক, সৈয়দ এ এস  সুলতান, তানভীর বখত চৌধুরী রাফি, প্রফেসর মো সাইফুল ইসলাম, প্রফেসর মো মুস্তাবুর রহমান, প্রফেসর মো মুনিম জোয়ারদার, প্রফেসর মো মাহবুবুল আলম, প্রফেসর মো. আনোয়ার হোসেন, প্রফেসর মো. খালিদুর রহমান, প্রফেসর আবু হায়াত মিঠু, কাশ্মীর রেজা, মখলিছুর রহমান পারভেজ, প্রফেসর পাবেল শাহরিয়ার, প্রফেসর রেদোয়ান আহমদ, প্রফেসর মো. মহিবুল আলম, মো. দেলোয়ার হোসেন শামীম, সৈয়দা আফসানা মুন, তানভীর রহমান বন্ধন, সুদীপ্ত জ্যুতি, সরকার জসিম উদ্দিন সম্রাট, মোস্তাক আহমেদ কায়েস, দিদারুল ইসলাম, আরিফ মাহমুদ, শ্রী বিশ্বজিৎ পাল ও ফয়জুল রহমান ফয়েজ প্রমুখ। আরটিভি/আরএ/এআর
বশেমুরবিপ্রবির নতুন ট্রেজারার ড. মোহাম্মদ নাজমুল আহসান
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১) (গ) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন। আরটিভি/এএএ
শেষ হলো মেডিকেলের ভর্তি পরীক্ষা
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরে পরীক্ষা শেষে বের হয়ে পরীক্ষার্থীরা ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।  এর আগে, সকাল ৮টা থেকে খুলে দেওয়া হয় কেন্দ্রগুলো। তবে সাড়ে নয়টার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জানা গেছে, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। তবে কোটাসহ মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে চলতি বছর একটি আসন নিশ্চিত করতে লড়ছেন ২৫ জন শিক্ষার্থী। এদিকে, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, আসন বৃদ্ধি নয় বরং কলেজগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। প্রসঙ্গত, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। আরটিভি/আইএম/এস
ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন
নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে তাদের দক্ষ ও প্রশিক্ষিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’। শুক্রবার (১৭ জানুয়ারি) মহাখালীতে অবস্থিত এই ইন্সটিটিউটের নবনির্মিত নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি অনুষ্ঠানে নার্সিং শিক্ষার বিস্তৃত পরিসরে শিক্ষকের অভাবজনিত সমস্যা ও এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা. একেএম জাফরউল্লাহ, ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন, হাসপাতাল এর নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানাসহ অনেকে।  বর্তমানে বাংলাদেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। তবে, এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এই চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। বক্তারা বলেন, এই ইনস্টিটিউট বাংলাদেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আগ্রহী শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশের নার্সিং শিক্ষার ভবিষ্যতকে আরও সমৃদ্ধ করবে। আরটিভি/এএইচ
চবিতে দেশীয় মদসহ আটক ২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন কলা ভবনের ক্যান্টিনে অভিযান চালিয়ে দেশীয় মদসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পালিয়ে যান এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়। আটক শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের নুর মোহাম্মদ ইমন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের মোহাম্মদ আশিকুর রহমান। তবে এসময় সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন পালিয়ে যান।   বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় তারা গাঁজা সেবনরত অবস্থায় আটক হন। তাদের কাছ থেকে প্রায় এক লিটারের দেশীয় মদ এবং গাঁজার বড় চালান উদ্ধার করা হয়েছে।    তিনি আরও বলেন, এটি স্বাভাবিক মাদকসেবন নয় বরং বড় ধরনের মাদকের চালান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।    আরটিভি/এএএ/এস
মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। এর আগে, সকাল ৮টা থেকে খুলে দেওয়া হয় কেন্দ্রগুলো। তবে সাড়ে নয়টার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জানা গেছে, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। তবে কোটাসহ মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে চলতি বছর একটি আসন নিশ্চিত করতে লড়ছেন ২৫ জন শিক্ষার্থী। এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকার কিছু সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় মোট ১৬টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সড়কে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণি, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে গাড়ির আধিক্য হবে। তাই জনসাধারণকে এসব সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে অনুরোধ করা হচ্ছে। প্রসঙ্গত, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। আরটিভি/আইএম
এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জানা গেছে, এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। তবে কোটাসহ মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে চলতি বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন। এদিকে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো হলো— ১. পরীক্ষাকেন্দ্র বা ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায়। পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে পরীক্ষার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসতে হবে। ২. কেন্দ্র বা ভেন্যুতে পরীক্ষার্থীদের (ছেলে ও মেয়ে) পৃথক পৃথক তল্লাশির ব্যবস্থা থাকবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়িসহ অন্য ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। ৩. ভর্তি পরীক্ষার কেন্দ্র বা ভেন্যুতে সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা প্রবেশ করতে ইনভিজিলেটররা (কক্ষ পরিদর্শক) সকাল ৮টা থেকে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কক্ষে অবস্থান করে প্রবেশপত্রে পরীক্ষার্থীর ছবির জলছাপ ও রঙিন ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশের অনুমতি দেবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করবেন। ৪. পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও ভেন্যুর কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রণালয় বা অধিদপ্তরের কর্মকর্তারা কোনোভাবেই মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ব্লুটুথ, এয়ারফোন ইত্যাদি বহন করবেন না। ভর্তি পরীক্ষার হলে ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। ৫. ভর্তি পরীক্ষার কেন্দ্র বা ভেন্যুতে ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রগুলোয় আশপাশের ফটোকপি মেশিন বন্ধ থাকবে; পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ, প্রতারণা বা গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, দেশে মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।  আরটিভি/আইএম/এস