• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
ঢাবিতে ছুটি কমলো
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দক্ষ করতে দুই দিনব্যাপী কর্মশালা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষ করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‌‘ফুডজেন ফিউচার ১.০’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-২ এ ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মারুফ আহমেদ, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আনোয়ারা আক্তার খাতুন। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম কামরুল হাসান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পারফেট্টি ভ্যান মেলের কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ম্যানেজার জনাব ইখতিয়ার আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিগ্রির তিনটি বিভাগের শিক্ষকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ফুডজেন ফিউচার ১.০ এর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন আহ্বায়ক মো. জাভেদ হোসেন। তার বক্তব্যে শিক্ষক, ছাত্র, এলামনাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডিগ্রির উন্নতি সাধনের প্রতিশ্রুতি প্রকাশ পায়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার বলেন, বর্তমান বিশ্বে চাকরির বাজার ক্রমাগত প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। স্কিল ডেভলপমেন্ট বিষয়ক এই ধরনের কর্মশালা চাকরির বাজারে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই ধরনের সেমিনারের মাধ্যমে পারস্পরিক দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রযুক্তিগত দক্ষতা, শিল্পক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা, একাডেমিক সহযোগিতা, স্কিল ডেভলপমেন্টসহ অন্যান্য বিষয় কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাগুলো পরিচালনা করবেন শিল্পক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রথম দিনে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, ফুড সেফটি, শিল্পক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা, তত্ত্বীয় জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান এর মধ্যে যোগসূত্র  ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মক ভাইভা, সিভি রাইটিং, ভাইভা প্রস্তুতি, বাংলাদেশ ও বিদেশে চাকরির ক্ষেত্র ইত্যাদি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। আরটিভি/এফএ
চবিতে ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে র‌্যালি
এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়ল ফি
যে ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি 
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া একটি সাব ডোমেইন ওয়েবসাইট (www.ssl.du.ac.bd) হ্যাক হয়েছে। এটি হ্যাক করে ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার আহ্বান জানিয়ে একটি বার্তা জুড়ে দিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর এই ওয়েবসাইটটি হ্যাক হয় বলে জানান শিক্ষার্থীরা। তবে নির্দিষ্ট সময় জানা যায়নি। এ খবর ছড়িয়ে পড়ার পর ‘Ssl.du.ac.bd’ লিংকে প্রবেশ করলে ঢুকলে শুরুতেই কালেমা লেখা দেখাচ্ছে।  সেখানে একটি বার্তা দেওয়া হয়েছে। এতে ইংরেজিতে লেখা- হ্যাকড বাই সিস্টেম এডমিনবিডি। উই আর মুসলিম ব্ল্যাকহ্যাটস এন্ড স্পাই এজেন্টস।  এতে বাংলায় লেখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তা: আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশ বিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।  তারা আরও লিখেছে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনও দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনও ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।  নিচে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়।  #banISKCON #banProthomAlo #justiceshouldbeserved বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশাকে জানালে তিনি তাৎক্ষণিক আইসিটি সেলের পরিচালককে জানাচ্ছেন বলে জানান।    এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার এবং অতিরিক্ত পরিচালক মোস্তাক আহমেদকে কল দিয়ে পাওয়া যায়নি। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। আরটিভি/কেএইচ
বিসিএস প্রিলি-লিখিতের প্রশ্ন নিয়ে নতুন সিদ্ধান্ত পিএসসির
এখন থেকে বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর প্রশ্নপত্র সঙ্গে নিয়ে বের হতে পারবেন না প্রার্থীরা। প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিয়ে পরীক্ষা কক্ষ ছাড়তে হবে। পরীক্ষা-পরবর্তী সময়ে জালিয়াত-চক্রের কারসাজি রোধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে প্রশ্নপত্র জমা দেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ১৮.৫ ধারায় বলা হয়েছে, ‘প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিয়ে দিতে হবে। ১৮.৩ ধারায় বলা হয়, ‘প্রিলিমিনারি টেস্টের এমসিকিউ উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনোভাবে প্রদর্শন করা হবে না। প্রিলিমিনারি টেস্টের নম্বর কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না। তাছাড়া প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনঃনিরীক্ষণের সুযোগও থাকবে না। ২৬ ধারায় লিখিত পরীক্ষার প্রশ্নপত্রও জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে। ২৬.৩ ধারায় বলা হয়েছে, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সঙ্গে জমা দিতে হবে। লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি পরবর্তী সময়ে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পিএসসির কর্মকর্তারা বলছেন, পরীক্ষার প্রশ্নপত্র জমা নিয়ে নিলে তাতে প্রার্থীর কোনো ক্ষতি হবে না। প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে পড়লে পরীক্ষা-পরবর্তী সময়ে জালিয়াত-চক্র নানাভাবে কারসাজি করার চেষ্টা করে। সেটা রুখতে এ সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিশন।  আরটিভি/এসএপি/এস
সব উপাচার্যকে শিক্ষা উপদেষ্টার ৬ নির্দেশনা
সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ছয় নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টার সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।  চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে সংঘর্ষ-সহিংসতা এড়িয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে কিছু পরামর্শও দেন শিক্ষা উপদেষ্টা। উপাচার্যদের যে ৬ নির্দেশনা দিলেন উপদেষ্টা ১. শিক্ষার্থীদের মধ্যে শান্তি ও শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কর্মশালা, সেমিনার ও আলোচনার আয়োজন। পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রম যেমন- বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহ প্রদান, রাজনৈতিক ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি থেকে তাদেরকে বিরত রাখা এবং মব জাস্টিসের মতো কর্মকাণ্ডের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে অবহিতকরণ। ২. ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন। ক্যাম্পাসের প্রবেশ ও প্রস্থান পয়েন্টগুলোতে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালুকরণ। ৩. সংঘর্ষ এড়াতে সবপক্ষের সঙ্গে সময়োপযোগী আলোচনা চালিয়ে যাওয়া। সহিংসতা বা আইনবিরোধী আচরণের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা। ৪. অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে বিদ্যমান আইনানুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কমিটিতে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। ৫. শিক্ষার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ। ক্লাস পুনর্নির্ধারণের মতো কার্যকর পন্থা প্রয়োগ। ৬. বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরি এবং তা প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠাতে হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আরটিভি/আরএ/এস
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের জরুরি ৯ নির্দেশনা
দেশের অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বড় ধরনের সহিংসতায় জড়িয়েছে। এসব ঘটনায় কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন। এতে উদ্বিগ্ন অভিভাবকরা, জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে স্কুল-কলেজে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মধ্যে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে, শিক্ষার্থীর শিক্ষামুখি বা শ্রেণিকক্ষমুখি রাখা এবং বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি কার্যক্রম ও কো-কারিকুলার কার্যক্রম জোরদার করবেন। কার্যক্রমের নমুনা হিসেবে ৯টি কর্মসূচিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান; বিজয়ের ৩৬ জুলাই ভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ গ্রাফিতি পুরস্কার প্রদান; ক্রান্তিকালে তারুণ্য দুর্জয় ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশন, সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ থিম সং পুরস্কার প্রদান; গার্লস স্কুল ও কলেজ পার্সোনাল হাইজিন বিষয়ক প্রশিক্ষণ; জাতীয় দিবসে আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ (বিএনসিসি স্কাউট-রোভার সহযোগিতা); জুলাই বিপ্লব কী, কেন, কীভাবে— ছাত্র শিক্ষক অভিভাবকদের আলোচনা সভা; তরুণ চোখে নৈসর্গ দর্শন, শিক্ষা প্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান (নদীতীর বা চর বা উপকূল বা পাহাড় বা টিলা বা ফসলি মাঠ) দলবদ্ধ ভ্রমণ); দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্য উৎসব ২৫’কে আনন্দময় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল ও ফুটবল খেলার আয়োজন; তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে জেন-জি উদ্যোক্তা শীর্ষক বির্তক প্রতিযোগিতা আয়োজন। আরটিভি/এসএপি
এবার প্রকাশ্যে এলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারি
এবার প্রকাশ্যে এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়। সংগঠনটির সভাপতি মো. সোহেল রানা। তিনি সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারির নাম মো. সুমন সরকার। তিনি ইংরেজি বিভাগের মাস্টার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (২৭ নভেম্বর) রংপুর মহানগর শিবিবের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষ্যে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল শেষে রংপুর মডার্ন মোড়ে বক্তব্যের সময় মো. সোহেল রানাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়া সেক্রেটারিরও পরিচয় প্রকাশ করা হয়। ছাত্রসমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে মন্তব্য করে বেরোবি শিবির সভাপতি মো. সোহেল রানা বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চাই আমাদের ছাত্রসমাজ ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকবে। আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ে একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্রসমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে।  বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না জানিয়ে সোহেল রানা বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদীরা শ্রমিক লীগ, রিকশা ও ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপেই ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে।  আরটিভি/কেএইচ
হাসনাত-সারজিসের গাড়িবহরে দুর্ঘটনা: ঢাবিতে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি।’ আরটিভি/এসএপি