ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

মেসিকে সমীহ করার কারণ জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০১:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে গুঞ্জন চলছে এক সঙ্গে ক্লাব বিশ্বকাপ মাতাবেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে ভিন্ন তথ্য ফাঁস করলেন পর্তুগিজ মহাতারকা। মেসিকে কেনো সমীহ করেন তা জানালেন রোনালদো। উয়েফা নেশন্স লিগের ফাইনালের আগের দিন নিজেই এই কথা জানালেন তিনি।  

বিজ্ঞাপন

মেসি ও রোনালদোর সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে। তবে রোনালদো জানিয়ে দিলেন, দু’জনেই একে অপরকে সমীহ করেন। রোনালদোর কথায়, ‘মেসির প্রতি আমার ভালবাসা রয়েছে। যদিও আমরা অনেক বছর একে অপরের শত্রু ছিলাম। আগে অনেক সাক্ষাৎকারে বলেছি, আমরা ১৫ বছর বড় মঞ্চে খেলেছি। পুরস্কারের অনুষ্ঠানে ওর হয়ে ইংরেজিতে তর্জমা করে গিয়েছি। ওর প্রতি ভালবাসা রয়েছে কারণ, ও আমাকে সমীহ করে।’

আসন্ন ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে এক দলে দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউটিউবার স্পিডের শো আইশোস্পিডে এমন প্রত্যাশার কথা জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘মেসি-রোনালদোকে এক দলে খেলতে দেখলে ভীষণ ভালো লাগবে। ভাবুন তো, ক্লাব বিশ্বকাপে দুজন একই দলে খেলছে। এটা হবে খুবই বিশেষ একটা ব্যাপার।’

বিজ্ঞাপন

এদিকে ক্লাব বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগের ফাইনালের আগের দিন নিজেই এই কথা জানিয়েছেন।

রোনালদোর ক্লাব আল নাসের ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। তার পরেই রোনালদোর একটি পোস্টে জল্পনা উঠেছিল, তিনি হয়তো সৌদি আরবের ক্লাব ছাড়তে পারেন। সেই সম্ভাবনা আপাতত নাকচ করেছেন রোনালদো নিজেই। তার দাবি, আর্জেন্টিনার ক্লাবের তরফ থেকেও ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ছিল। 

রোনালদো বলেন, ‘অনেক প্রস্তাব ছিল। কিছু ভাল, কিছু খারাপ। সব ক্লাবে তো যাওয়া যায় না। সবাইকে ছোট, মাঝারি এবং বড় মাপের পরিকল্পনা রাখতে হয়। এই সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। ক্লাব বিশ্বকাপে খেলব না। তবে প্রস্তাব অনেক ছিল।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা থেকেও প্রস্তাব এসেছিল। রোনালদোর মতে, ‘আর্জেন্টিনা থেকে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলাম। তবে কখন কী হয় কিছু বলা যায় না। কখনও আর্জেন্টিনায় যাইনি। এক বার যাওয়ার ইচ্ছা রয়েছে।’

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |