ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিধ্বস্ত ফিলিস্তিনের পাশে বিশ্ব ক্রীড়াঙ্গন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৬:৩৫ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ সদস্যসহ আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এই নৃশংসতার বিরুদ্ধে আজ এক হয়ে প্রতিবাদ জানাচ্ছে পুরো বিশ্ব। ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পিছিয়ে নেই বিশ্ব ক্রীড়াঙ্গন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ক্রীড়াবিদরা নিজ নিজ জায়গা থেকে ফিলিস্তিনিদের জন্য সংহতি প্রকাশ করছেন।      

বিজ্ঞাপন

ইউরোপীয় ফুটবলের সেলটিক ক্লাবের গ্রীন ব্রিগেড সবসময় প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে।যার ফলে গেল এক দশকে বেশ কয়েকবার তাদের জরিমানা গুণতে হয়েছে।জরিমানা দিয়েও তারা থেমে থাকেনি।পল পগবা থেকে শুরু করে করিম বেনজেমা, মেসুত ওজিল ও রিয়াদ মাহরেজ গাজাবাসীদের পাশে দাঁড়িয়ে নিজ নিজ অবস্থানের কথা জানিয়েছেন। ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মাঠে নেমে দৃষ্টান্ত নজির স্থাপন করেন, যার জন্য হামজাকেও শাস্তির মুখোমুখি হতে হয়।    

এরিক কঁতোয়া বলেন, প্রতিবার যুদ্ধের পর গাজাবাসীরা নতুন করে জেগে উঠে। কিন্তু এবারের নৃশংসতা সম্পূর্ণ ভিন্ন। বিশ্ব যদি এখনই পাশে না দাঁড়ায়, তাহলে তাদের অস্তিত্বই থাকবে না।

বিজ্ঞাপন

ফুটবলের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও প্রতিবাদ থেমে নেই। অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা থেকে শুরু করে ইংল্যান্ডের মঈন আলী, পাকিস্তানের বাবর আজমসহ বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি মিরাজ, নাহিদ রানারা গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।  

যুক্তরাষ্ট্রে সুপার বোল এ ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ জানিয়ে এক নিরাপত্তাকর্মী আজীবনের জন্য নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য সুদান এবং ফিলিস্তিনের পতাকা হাতে ছিল তার ব্যতিক্রমী উদ্যোগ।   

সহানুভূতির কণ্ঠে নারী টেনিস তারকা কোকো গফ বললেন গাজার মানুষের দুঃখের কথা। তহবিল সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞাপন

বিশ্বের নামী ক্রীড়াবিদদের মধ্যে ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টন এবং রেসলিং তারকা  দ্য রক থেকে জনসন প্রশ্ন তুলেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি যেভাবে কড়া অবস্থান নেয়া হয়েছিল, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে তেমন ন্যায়বিচার কোথায়? বিশ্ব ক্রীড়াবিদদের এই একাত্মতা দেখিয়ে দিচ্ছে খেলার মাঠ শুধু বিনোদনের জন্য নয়, বিশ্ব বিবেক জাগ্রত করারও এক বড় মঞ্চও হচ্ছে খেলার মাঠ।  

 

আরটিভি/ এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |