এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৮:৫৬ এএম


এমবাপ্পে
ছবি: এএফপি

লা লিগায় সবশেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের আন্তোনিয়ো ব্লাঙ্কোকে বিপজ্জনক ফাউল করে বসেন কিলিয়ান এমবাপ্পে। এই এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ফরাসি তারকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এই ফরাসি ফরোয়ার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তির কথা জানায়। ফলে আগামী রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পরের ম্যাচটিই কেবল খেলতে পারবেন না তিনি।

ম্যাচেন ৩৪তম মিনিটে এগিয়ে যাওয়ার চার মিনিট পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষের আন্তোনিয়ো ব্লাঙ্কোকে বিপজ্জনক ফাউল করে বসেন তিনি। রেফারি শুরুতে তাকে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির নিষেধাজ্ঞায় ওই ম্যাচে ডাগআউটে দায়িত্বে ছিলেন তার ছেলে ও সহকারী কোচ দাভিদে আনচেলত্তি। এমবাপ্পের এমন হঠকারিতায় হতাশা প্রকাশ করেন তিনি। ব্লাঙ্কোর পা ভেঙেও যেতে পারত।

বিজ্ঞাপন

নিজের ভুল বুঝতে পেরে ম্যাচের পর ব্লাঙ্কোর কাছে ক্ষমা চান এমবাপ্পে। আলাভেসের এই স্প্যানিশ ফুটবলারও তাকে ক্ষমা করে দেন। তিনি বলেন, সত্যি বলতে, চ্যালেঞ্জটা বেশ মারাত্মক ছিল, কিন্তু ফুটবলে এমন ঘটনা ঘটে। কিলিয়ান ক্ষমা চেয়েছে এবং এটাই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নেই।

লা লিগায় ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission