ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জার্মানিকে হারিয়ে নেশনস লিগে তৃতীয় ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০১:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে আসর শেষ করল ফ্রান্স। রোববার (৮ জুন) স্টুটগার্টে অনুষ্ঠিত ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে কিলিয়ান এমবাপ্পে ছিলেন ম্যাচের নায়ক।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৫তম মিনিটে চুয়ামেনির পাস থেকে নিখুঁত শটে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে জার্মানি একটি গোল করলেও ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়। 

৮৪তম মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় মাইকেল ওলিসেযার অ্যাসিস্টও এমবাপ্পের। গোলরক্ষকের মুখোমুখি হয়েও নিজে না মেরে সতীর্থকে গোলের সুযোগ করে দেন ফরাসি তারকা।

বিজ্ঞাপন

বল দখল, শট ও পাসিংয়ে এগিয়ে থাকলেও জার্মানি কার্যকারিতায় পিছিয়ে পড়ে। ফ্রান্সের ১৫ শটের ৮টি ছিল লক্ষ্যে, জার্মানির ২০ শটের মধ্যে মাত্র ৬টি। লং পাসে ফরাসিরা ছিল কার্যকর (৩২ বনাম ১৮)। দুই দলের গোলরক্ষকই ভালো সেভ করেন। বিশেষ করে টের স্টেগেন না থাকলে হার আরও বড় হতে পারতো।

আরও পড়ুন

এই জয়ে দিদিয়ের দেশঁর দল টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে। আর ইউরোকে সামনে রেখে আত্মবিশ্বাসে বড় ধাক্কা খেয়েছে জার্মানি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |