ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

অভিষেক ম্যাচেই লজ্জার রেকর্ড গড়লেন আইরিশ বোলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১১:০২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকটা দুঃস্বপ্নের মতোই হলো আয়ারল্যান্ডের পেসার লিয়াম ম্যাককার্থির জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই গড়েছেন লজ্জার এক রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে সবচেয়ে বেশি রান খরচ করা বোলার এখন তিনিই।

বিজ্ঞাপন

গতকাল সিরিজের তৃতীয় ম্যাচে লিয়াম ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৮১ রান, নিতে পারেননি কোনো উইকেটও। এর ফলে অভিষেক ম্যাচে সবচেয়ে খরুচে বোলার হিসেবে নাম উঠে গেছে তার।

ওভারে ওভার‌ যেভাবে রান দিয়েছেন লিয়াম, প্রথম ওভার ২১ রান (২ ছক্কা, ২ চার), দ্বিতীয় ওভার ২৪ রান (১ ছক্কা, ৩ চার), তৃতীয় ওভার ১৮ রান (৪ চার), চতুর্থ ওভার: ১৮ রান (২ ছক্কা, ১ চার)।

বিজ্ঞাপন

সর্বমোট ৮১ রান হজম করলেও তিনি এককভাবে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান খরচের রেকর্ডটি গাম্বিয়ার মুসা জোবার্তের দখলে, যিনি ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৯৩ রান।

আরও পড়ুন

এমন অভিষেক যে কোনো বোলারের জন্য দুঃস্বপ্ন। লিয়ামের জন্য এটি নিঃসন্দেহে একটি কঠিন শিক্ষা, ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |