ঢাকাThursday, 07 August 2025, 23 Shrabon 1432

শান্তর চোট নিয়ে যা জানালেন বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৪:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের আগে দুশ্চিন্তার নাম হয়ে উঠেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার কলম্বোতে অনুশীলনের সময় স্লিপ ক্যাচিংয়ে ডান হাতের আঙুলে চোট পান তিনি। তবে আশার খবর, দ্বিতীয় টেস্টে মাঠে নামতে কোনো বাধা নেই বলে জানালেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত’র অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে সিমন্স বলেন, শান্ত ফিট আছেন এবং ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। চোট গুরুতর নয়, ওকে পাওয়া যাবে।

এর আগেও সফরের শুরুতে অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন শান্ত। ব্যান্ডেজ নিয়েই গল টেস্ট খেলেছিলেন এবং দুই ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ড্র এনে দেন। তার সেই পারফরম্যান্সের কারণে দ্বিতীয় টেস্টে টাইগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বুধবার (২৫ জুন) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার শেষ টেস্ট মাঠে গড়াবে। শান্তর খেলা নিশ্চিত হওয়ায় টাইগার শিবিরে স্বস্তির হাওয়া। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |