ঢাকা

শাস্তি পেলেন ঋষাভ পান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৩:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

হেডিংলি টেস্টের তৃতীয় দিনে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বল ছুড়ে মারার ঘটনায় শাস্তি পেয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষাভ পান্ত। আইসিসি তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনা ঘটে খেলার তৃতীয় দিনে। ৬১ ওভারের পর ভারতীয় পেসার বুমরাহ বল পরিবর্তনের আবেদন করেন, যা প্রথমে আম্পায়ার গাফফানি গ্রহণ করেননি। পরে পান্তও একই অনুরোধ করেন আরেক আম্পায়ার পল রাইফেলের কাছে। কিন্তু বলের আকার ঠিক আছে জানিয়ে তা নাকচ করে দেন রাইফেল। এতে পান্ত ক্ষুব্ধ হয়ে বল ছুড়ে দেন।

এই আচরণ আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী লেভেল ১ অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে পান্ত দোষ স্বীকার করে নেওয়ায় শুনানি হয়নি। ফলে ম্যাচ ফি কেটে নেওয়া হয়নি, তবে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, এই টেস্টের শেষ দিনে ভারতের দরকার ১০ উইকেট, আর ইংল্যান্ডের দরকার ৩৫০ রান। ম্যাচ শেষ হওয়ার আগে পান্তের এই শাস্তি ঘিরে ক্রিকেটপাড়ায় চলছে আলোচনা।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |