অবশেষে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে (বিসিসিআই) এই ব্যাপারে চিঠি দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। যদিও এই চিঠির এখনও কোনও জবাব দেয়া হয়নি।
করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে ভারতে। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার দাপটে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানানো হয়।
যদিও দেশটিতে লকডাউন ঘোষণার পর তা স্থগিত হয়ে যায়। লকডাউনের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে টুর্নামেন্ট বাতিল হওয়ারও শঙ্কা দেখা যায়।
চলমান করোনা সঙ্কটে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে প্রাধান্যের বিষয় বলে জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে চলতি বছর ভারতে আইপিএল আয়োজন করা সম্ভব হবে কিনা সেটি এখনও অস্পষ্ট।
বোর্ড ইঙ্গিত দিয়েছিল, সরকার ইতিবাচক সাড়া দিলে ফাঁকা স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। এমনকি টুর্নামেন্ট সরিয়ে বিদেশের মাটিতেও বসতে পারে।
অন্যদিকে ভারতের তুলনায় অনেক কম আক্রান্ত আরব আমিরাতে। তাই আইপিএল আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে দলটিতে।
এমিরেটস ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশশির উসমানি জানিয়েছেন, আইপিএল এবং ইংল্যান্ডের হান্ড্রেড টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে তাদের কোনও সমস্যা নেই।
২০১৪ সালে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। সেই অভিজ্ঞতার দিক দিয়ে এবারও তারা সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন বলে দাবি এমিরেটস ক্রিকেট বোর্ডের এই কর্তার।
এর আগে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল আইপিএলের সম্পূর্ণ আসর।
ওয়াই