নাফিস ইকবালের করোনাজয়
করোনাজয় করেছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। একই সঙ্গে আক্রান্ত হওয়া মা, দুই সন্তান ও গৃহপরিচারিকা সুস্থ হয়ে উঠেছেন। নাফিস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের প্রভাব শুরু হওয়ার পর থেকে পরিবার নিয়ে চট্টগ্রামে নিজ বাসভবনে অবস্থান করছিলেন ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান।
জুনের ১৩ তারিখ নাফিস ও তার পরিবারের সদস্যদের করোনা আক্রান্তের খবরটি সামনে আসে। বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে সবাই।
নাফিস টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাতিজা ও বর্তমান অধিনায়কের তামিম ইকবালের বড় ভাই।
এদিকে করোনামুক্ত হয়েছেন বাম-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। সেরে উঠেছেন তার বাবা ও মা। ঘরেই চিকিৎসা নেয়ার পর বুধবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে তাদের।
ওয়াই
মন্তব্য করুন
ভারতের ২ ক্রিকেটার নিষিদ্ধ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ভারতের দুই ক্রিকেটার।
ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
জানা গেছে, বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনও সন্দেহজনক তালিকায় রয়েছে। আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
বিসিসিআইয়ের এমন খবর জানার পর আইপিএলের নিয়মিত মুখ মানীশ, দীপককে আর এই আসরে দেখা যাবে না। দল না পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ৩ ক্রিকেটারেরও।
আগামী ২৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি।
আরটিভি/এসএপি/এস
আইপিএল নিলাম / আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় পান্থ
এবারে আইপিএলের মেগা নিলামের আগে থেকে গুঞ্জন ছিল বেশ কয়েকটি দল ঋষভ পান্থকে নিয়ে আগ্রহ দেখাবে। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হলো। তবে শেষ পর্যন্ত পান্থকে দলে নিতে পেরেছে লখনৌ সুপার জায়ান্ট।
রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আর যেখানে ২৭ কোটি রুপিতে পান্থকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দাবি খেলোয়াড় হলেন পান্থ।
২ কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠে ছিলেন পান্থ। শুরুতে তাকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে থাকেন লখনৌ। এই দুই দলের লড়াইয়ে লখনৌ বিজয়ী হলেও, দ্বিতীয় ধাপে পান্থকে দলে নিতে মাঠে নামে সানারাইজার্স হায়দরাবাদ। এখানেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে লখনৌ।
কিন্তু তার জন্য দলটিকে খরচ করতে হয়েছে ২৭ কোটি রুপি। যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। সুতরাং আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পান্থ।
গত আসরের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবারে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস। এর একজন পরেই নিলামে ওঠা পান্থের নাম। সেখানেই জাতীয় দলের সতীর্থকে পিছনে ফেলেছেন তিনি।
আরটিভি/এসআর-টি
ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা
কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
শনিবার (২৩ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা।
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল, বিপরিতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জিতে দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেরাটা দিতে পারেনি সেলেসাওরা।
এদিকে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আগামীকাল (সোমবার) শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এর আগে একই ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচে ইকুয়েডরকে ৭-১ গোলে হারায় আর্জেন্টিনা। আবার কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে।
আরটিভি/এসআর-টি
২৭১ রানের জবাবে মাত্র ৭ রানে অলআউট, লজ্জার রেকর্ড
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার দেওয়া ২৭১ রাতের জবাবে দলটি মাত্র ৭ রানে অলআউট হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড।
রোববার (২৪ নভেম্বর) রাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নাইজেরিয়া।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রান করে নাইজেরিয়া। সর্বোচ্চ ৫৩ বলে ১১২ রান করেন ওপেনার সেলিম সালাউ। এ ছাড়া সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। শেষ দিকে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন আইজাক ওকপে।
জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে আইভোরি কোস্ট। মাত্র ৪৫ বল খেলে দলটি অলআউট হয়েছে ৭ রানে। এরমধ্যে সর্বোচ্চ ৪ রান করেন দলটির ওপেনার উয়াত্তারা মোহামেদ। এ ছাড়া তিনজন করেন ১ রান করে। বাকি ৬ ব্যাটার ডাক মেরেছেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আইভরি কোস্টের। এখন পর্যন্ত আফ্রিকার দলটি দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাজেভাবে। এর আগে সিয়েরা লিওনের কাছে আইভরি কোস্ট হেরেছিল ১৬৮ রানে।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা এতদিন ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার। দুটি দলই অলআউট হয়েছিল ১০ রানে।
আরটিভি/আরএ/এস
আইপিএল নিলামের তালিকায় মোস্তাফিজের পরে রিশাদ, সাকিব কত নম্বরে?
ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। টুর্নামেন্টটির ১৮তম আসরকে সামনে রেখে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় বসেছে মেগা নিলাম।
রোববার (২৪ নভেম্বর) নিলামের প্রথম দিনে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে দল পেয়েছে ৭২ জন। যার মধ্যে ২৪ জন বিদেশি ক্রিকেটার।
প্রথম দিনে বাংলাদেশি ক্রিকেটারদের নাম ডাকা না হলেও অনেকেই ভেবেছিল আজ দ্বিতীয় দিনের শুরুতেই নাম উঠতে পারে টাইগার ক্রিকেটারদের। কিন্তু প্রথম দিনে লাঞ্চের আগেই নাম ওঠেনি সাকিব-মোস্তাফিজদের।
আইপিএলের এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটার ১২ জন। নিলামের প্রথম দিনে বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে। ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে ৮৪ জনকে প্রথম দিনে নিলামে তোলা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে এই ৪৪০ জনের সবাইকে নাও ডাকা হতে পারে।
এই তালিকায় মোস্তাফিজ আছেন ১৮১ নম্বরে, তার পরে ১৮৭ নম্বরে আছেন রিশাদ হোসেন। এরপর লিটন (২৪৭), তাওহিদ হৃদয় (২৯৮), তাসকিন আহমেদ (৪০৯) এবং সাকিব আল হাসান রয়েছে ৪৩৯ নম্বরে।
এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ (৪৪০), শরিফুল ইসলাম (৪৪৪), তানজিম সাকিব (৪৪৭), মেহেদী হাসান (৪৭৫), হাসান মাহমুদ (৪৮২) এবং ৪৮৫ নম্বরে রয়েছে নাহিদ রানা।
দুই ধাপেই বাংলাদেশি খেলোয়াড়দের নাম থাকতে পারে। এই ডাকাডাকি তখনই বন্ধ হয়ে যাবে, যখন ১৩২ জন কেনা হয়ে যাবে অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে, তার নিশ্চয়তা নেই।
কারণ, ৫৭৭ জনের মধ্যে থাকা ১২ বাংলাদেশিদের ৮ জনের নামই ক্রমিক নম্বরে ৪০০ উপরে। এত দূর পর্যন্ত হাঁকডাকের আগেই দলগুলোর স্কোয়াড পূর্ণ অথবা টাকা শেষ হয়ে যেতে পারে।
আরটিভি/ এসআর
আইপিএল নিলাম / দল পেলেন না মোস্তাফিজ
আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছিল চেন্নাই। আর নিলাম থেকেও তাকে দলে নেয়নি কোনো দল।
রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। সোমবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে নাম ওঠানো হয় মোস্তাফিজের। কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
এর আগে ২০১৬ সালে আইপিএল ক্যারিয়ার শুরু হয় এই টাইগার পেসারের। সেবার হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ফিজ।
এরপর দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলস এবং চেন্নাইয়ের হয়ে খেলেছেন ফিজ। গত আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। শিকার করেছিলেন ১৪ উইকেট।
আরটিভি/এসআর-টি
সাকিব-মোস্তাফিজকে দলে না নেওয়ায় আইপিএল বয়কটের দাবি ভক্তদের
আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৮তম আসর। এর আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মেগা নিলাম। যেখানে দল পাননি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। যার ফলে আইপিএলকে বয়কটের ডাক দিয়েছিলেন ভক্তরা।
সোমবার (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠে সাকিব ও মোস্তাফিজের। কিন্তু তাদের দলে নিতে আগ্রহ দেখাননি কোনো ফ্র্যাঞ্চাইজি।
দেশের সেরা দুই তারকা ক্রিকেটারের দল না পাওয়াটা সহজভাবে নেয়নি তাদের ভক্তরা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএলের দলগুলোর সমালোচনা করতে শুরু করে বাংলাদেশি ভক্তরা। এবারের আইপিএল না দেখার ঘোষণা দিয়েছেন তাদের ভক্তরা।
২০১১ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। পরের আসরে কালকাতাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন। এরপরই আইপিএলে নিয়মিত হয়ে ওঠেন এই তারকা ক্রিকেটার। সেই সময় বাংলাদেশি দর্শকরা আইপিএল দেখতো সাকিবকে সমর্থন জানানোর জন্য।
এদিকে ২০১৬ সালে আইপিএলে নাম লেখান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর টাইগার ভক্তরা দুইভাগে ভাগ হয়ে এই দুই ক্রিকেটারকে সমর্থন জানাতেন। সাকিব মাঝে দুই আসর না খেললেও ভালো খেলে টুর্নামেন্টে নিয়মিত হয়ে ওঠেন মোস্তাফিজ।
১৮তম আসরের মেগা নিলামে বাংলাদেশকে থেকে মোট ১২ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। যেখানে সাকিব-মোস্তাফিজসহ ছিলেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ তানজিম হাসান, শেখ মাহেদী ও লিটন দাস।
বাকিরা দল না পেলেও সবার চোখ ছিল সাকিব ও মোস্তাফিজের উপর। কারণ, দুজনেরই টুর্নামেন্টটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দল পাননি কেউই।
নিলামের তালিকায় সাকিবের নম্বর ৪৩৯ হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষাও করেছিল তার ভক্তদের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েছে তারা। দলগুলোর আছে কিনা সেটা জানাতো দূরের কথা, বিশ্বসেরা এই অলরাউন্ডারের নাম্বার আসলে তা পাশ কাটিয়ে চলে যান সঞ্চালক।
আগের আসরগুলোতে ক্রিকেটারদের এনওসি নিয়ে ঝামেলা করলেও, এবার নিলামের দুই দিন আগেই বিসিবি জানিয়েছিল ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ পাবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে শুধু নাম উঠেছিল মোস্তাফিজ ও রিশাদের। কিন্তু কোনো দলই তাদের আগ্রহ দেখায়নি।
আরটিভি/এসআর