ঢাকাWednesday, 13 August 2025, 29 Shrabon 1432

ভারতের হারের জন্য ‘দায়ী’ মোদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ০৫:১৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বার্মিংহামের ইংলিশদের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে খেলতে নেমেছিল ভারতীয়রা।৬০ রানে হারের পর নানা সমালোচনার মধ্যে পড়তে হয়েছে বিরাট নেতৃত্বাধীন দলটিকে। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারের জন্য দায়ী করা হয়েছে। 

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে ভারতের অ্যাওয়ে জার্সিতে কমলা রং থাকবে, সেটি আগেই ঘোষণা করা হয়েছিল। তখন থেকেই এ নিয়ে বিতর্ক শুরু হয়। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় পতাকা ও প্রতীক কমলা বা গেরুয়া রংয়ের।

বিরোধী দল কংগ্রেস ও সমাজবাদী পার্টি জানিয়ে ছিল, মোদির জন্যই ভারতের জার্সিতে কমলা রং নির্ধারণ করা হচ্ছে। 

বিজ্ঞাপন

সমাজবাদী পার্টির শীর্ষনেতা আবু আজমি সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে সেই সময় দায়ী করে বলেন, মোদি গোটা ভারতকে কমলা রংয়ে রাঙাতে চান। এসময় দাবি করা হয়, বিজেপির প্রভাবেই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) কমলা জার্সি বেছে নিতে বাধ্য হয়।

পুরো বিশ্বকাপজুড়ে নীল রংয়ের হোম জার্সি পরলেও প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে কমলা জার্সি পড়তেই মাথা নত করে মাঠ ছাড়ে ২০১১ সালের চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দাবি করেছেন, গেরুয়া জার্সির কারণেই হারতে হয়েছে ধোনি-কোহলিদের। 

বিজ্ঞাপন

পিপলস ডেমোক্রেটিক পার্টির এই নেত্রী টুইট পোস্টে বলেন, আর কেউ কুসংস্কার না মানলেও আমি অন্তত মেনে চলি। আমার মনে হয় জার্সি পরিবর্তনের কারণেই ভারতের টানা জয় আটকে দিয়েছে।

বিজ্ঞাপন

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |