ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ট্রফিতে পা তোলা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্শ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ , ০৬:০০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ওয়ানডে বিশ্বকাপ এবার ভারতে বসেছিল। গত ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরু হয়। এরপর রোববার (১৯ নভেম্বর) ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা উল্লাসের মধ্য দিয়ে পর্দা নামে বৈশ্বিক এই মহারণের। তবে রেকর্ড ষষ্ঠবার শিরোপা তোলার দিনে চরম বিতর্কের মুখে পড়ে অজিরা।

বিজ্ঞাপন

সদ্য জেতা সোনালী ট্রফিতে পা তুলে অজি তারকা মার্শকে বিশ্রাম নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্সই। এতে বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা। এ নিয়ে অস্ট্রেলিয়ার সংস্কৃতিও প্রশ্নের মুখে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের ক্রিকেটভক্তরাও মার্শের উপর ক্ষোভ ঝেড়েছেন। তাদের ভাষ্য, ট্রফিতে অপমান করতেই এমন কাজ করেছেন এই অজি ব্যাটার।

বিজ্ঞাপন

মার্শের এই কাণ্ডে ভারতের পেসার মোহাম্মদ শামিও কথা বলেছেন। তার দাবি, যে ট্রফিকে সবাই মাথায় তুলতে চায়, সে ট্রফির সঙ্গে এমন আচরণ মোটেও আনন্দের নয়।

এবার অবশেষে বিতর্কিত এই ছবি নিয়ে মুখ খুলেছেন মার্শ। ফাইনালের প্রায় ১২ দিন পর এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান টেলিভিশন সেনে মার্শের ভাষ্য, স্পষ্টতই সেই ছবিতে কোনো অসম্মান বোঝানো হয়নি। আমি এটি করতে খুব বেশি চিন্তা করিনি, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি না। যদিও সবাই আমাকে বলে যে এটি ছড়িয়ে গেছে। তাতে তেমন (অসম্মান) কিছু নেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |