• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে ৫০ রানে হারল বাংলাদেশ
  ৫০ রানের আক্ষেপ বাংলাদেশের ২৩: ৫০, জুন ২২ এরপর জাকের আলী ১ রান আউট হলে পিচে এসে ব্যাট চালাতে থাকেন রিশাদ হোসেন। তাকে সঙ্গ দেন রিয়াদ। ৯ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন রিশাদ। এতে ৬ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় রান। শেষ পর্যন্ত শেখ মাহেদীর ৫ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদের ১৫ বলে ১৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে বাংলাদেশ। এতে রানের ৫০ জয় পায় ভারত।     ফিফটির আক্ষেপ শান্তর ২৩: ২৫, জুন ২২ দলের বাকিরা যখন আশা যাওয়ার মিছিলে ব্যস্ত। তখন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শান্ত। তবে ফিফটি পাননি তিনি। ৩২ বলে ৪০ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শান্ত।     সাকিবের বিদায় ২৩: ১৫, জুন ২২ এদিন ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসানও। দলকে টানতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন তিনি। এক ছক্কার পর দ্বিতীয় বলেই ক্যাচ আউট হন সাকিব। পর পর তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বিপাকে ফেলে কুলদ্বীপ যাদব।   ব্যর্থ হলেন হৃদয়ও ২৩: ১০, জুন ২২ তামিমের বিদায়ে পর পিচে এসে থিতু হতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৬ বলে ৪ রান করে কুলদ্বীপের দ্বিতীয় শিকার হন এই টাইগার ব্যাটার। এতে ১২ ওভারে ৮০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।   লেগ বিফোরে শিকার তামিম ২২: ৫৫, জুন ২২ লিটনের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ব্যাটারও। ৩১ বলে ২৯ রান করে কুলদ্বীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।   পাওয়ার প্লেতে ৪২ রান  ২২: ৪৪, জুন ২২ পাওয়া প্লেতে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। লিটন আউট হলেও এক প্রান্ত আগলে রেখেছেন তানজিদ তামিম। তাকে সঙ্গ দিচ্ছেন শান্ত।     লিটনের বিদায় ২২: ৩৭, জুন ২২ বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে তানজিদ তামিম এবং লিটন দাস। দুজনের ব্যাট থেকে আসে ৩৫ রান। তবে ইনংস বড় করতে পারেননি লিটন। ১০ বলে ১৩ রান করে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার।   ১৯৬ রানে থামল ভারত ২২: ০৫, জুন ২২ শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ২৭ বলের অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে করতে হবে ১৯৭ রান।     রিশাদের দ্বিতীয় শিকার ডুবে ২১: ৫০, জুন ২২ বলে বলে রাউন্ডারি মেরে রান তুলে দল বড় এগিয়ে দিচ্ছিল শিভম ডুবে। তবে ১৮তম ওভারে রিশাদের বলে বোল্ড আউট হন তিনি। ২৪ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।     হার্দিক ও ডুবের ব্যাটে এগোচ্ছে ভারত ২১: ৪০, জুন ২২ পান্থের বিদায়ের পর ভারত শিবিরে হাল ধরেন শিভাব ডুবে এবং হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাটে করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। ১৬ ওভার ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৬ রান।   রিশাদের প্রথম আঘাত ২১: ২৫, জুন ২২ তানজিম সাকিবের জোড়া আঘাতে কোহলি এবং সূর্যকুমার শিকার হলেও এক প্রান্ত আগলে রাখেন পান্থ। মারকুটে মেজাজে রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। তবে ১২তম ওভারে রিশাদের বলে ক্যাচ আউট হন পান্থ।   তানজিম সাকিবের জোড়া আঘাত ২১: ১১, জুন ২২ রোহিতকে সাকিব ফেরালেও ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন বিরাট কোহলি। ৯তম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন শান্ত। অধিনায়কের ভরসার প্রতিদানও দিয়েছেন সাকিব। ওভারের প্রথম বলে কোহলিকে বোল্ড আউট করেন তিনি। ২৮ বলে ৩৭ রান করে কোহলি আউট হলে পিচে এসেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। তবে পরের বলেই এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন জুনিয়র সাকিব।   পাওয়ার প্লেতে ফিফটি ভারতের ২০: ৫৫, জুন ২২ বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হয় রোহিত এবং কোহলি। ১১ বলে ২৩ রান  করে রোহিত আউট হলেও ব্যাট চালাতে থাকেন কোহলি। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫৩ রান।   সাকিবের প্রথম আঘাত ২০: ৪৮, জুন ২২ ১৫ রান খরচ করার পর চতুর্থ ওভারে আবারও বোলিং আসেন সাকিব। প্রথম বলেই ছক্কা এবং তৃতীয় বলে বাউন্ডারি হজম করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এক বল পরেই রোহিতকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উইকেট এনে দেন তিনি। ১১ বলে ২৩ রান করেন রোহিত।   খরুচে সাকিবও ২০: ৩৯, জুন ২২ দ্বিতীয় ওভারে এসে সুবিধা করতে পারেনি সাকিব আল হাসানও। একটি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে ১৫ রান দেন এই টাইগার অলরাউন্ডার।   মাহেদীকে দিয়ে শুরু বাংলাদেশের ২০: ৩৫, জুন ২২ পেসাররা দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন স্পিনার শেখ মাহেদীর হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। প্রথম ওভারে ৮ রান খরচ করেন মাহেদী।   একাদশে নেই তাসকিন ২০: ১২, জুন ২২ এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলী। অন্যদিকে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।   একাদশ ২০: ০৫, জুন ২২ বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রিত বুমরাহ।    টস ২০: ০০, জুন ২২ আন্টিগায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।   স্বাগতম ১৯: ৫৫, জুন ২২ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।  
ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া
সুপার এইটে বাংলাদেশ
সুপার এইটের স্বপ্ন জিইয়ে রইল বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারল বাংলাদেশ
২ উইকেটের জয় বাংলাদেশের
  ২ উইকেটের জয় বাংলাদেশের ১০: ০৫, জুন ৮ শ্রীলঙ্কাকে অল্পতেই আটকে রেখে কাজটা আগেই সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ চাপে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ২ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা করলো লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ২ উইকেট এবং ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। বিস্তারিত : ২ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের    হতাশ করলেন তাসকিনও ০৯: ৫০, জুন ৮ রিশাদের মতিভ্রমের পর প্যাভিলিয়নে ফিরেছেন তাসকিনও। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন এই পেসার।  ১৩ বলে ১১ রান দরকার বাংলাদেশের।   বোল্ড রিশাদ ০৯: ৫০, জুন ৮ লড়াই চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৫ বলে ১২ রান দরকার বাংলাদেশের। থুশারার বল বোল্ড হয়েছেন রিশাদ।   শেষের রোমাঞ্চ, আউট সাকিব ০৯: ৪৭, জুন ৮ জয় থেকে বেশ খানিকটা দূরে বাংলাদেশ। পাতিরানার শর্ট বলে আপার কাট করতে গিয়ে থিকশানার হাতে দুর্দান্ত ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব। ১৪ বলে ৮ রানে থেমেছেন সাকিব। ১৮ বলে দরকার ১৪ রান।    প্যাভিলিয়নে লিটনও ০৯: ৩৭, জুন ৮ হৃদয়ের পথই অনুসরণ করলেন লিটন। এই দুই ব্যাটারকেই ফিরিয়েছেন হাসারাঙ্গা। ৯৯ রানের মাথায় পঞ্চম উইকেট হারিয়েছে লাল-সবুজেরা। ৩৮ বলে ৩৬ রান করে থামলেন লিটন। বাংলাদেশের দরকার ২৬ রান, বাকি ৩৫ বল।     তিন ছক্কার পর প্যাভিলিয়নে হৃদয় ০৯: ২৭, জুন ৮ ৬, ৬, ৬…আউট রীতিমত ম্যাজিক শো! পরপর তিন ছক্কা হাঁকালেন হৃদয়। তবে চতুর্থ বলেই এলবিডব্লু! তাতেই পরাস্থ হৃদয়। শেষ হাসি হাসারাঙ্গার। ২০ বলে ৪০ রান করে থামলেন। বাংলাদেশের দরকার ৩৪ রান, বাকি ৫০ বল।     দলীয় ৫০ ০৯: ০৯, জুন ৮ ইনিংসের নবম এসে দলীয় ৫০ রান পেরিয়েছে বাংলাদেশ। হাসারাঙ্গাকে ছক্কা হাঁকিয়ে ওভার শেষ করেছেন হৃদয়। এটিই ইনিংসের প্রথম ছক্কা।  বাংলাদেশ ৯ ওভারে ৫৮/৩।   পাওয়ারপ্লে শেষে ০৮: ৫৯, জুন ৮ শ্রীলঙ্কা—৫৩/২; বাংলাদেশ—৩৪/৩ চার দিয়ে পাওয়ারপ্লের শেষটা হয়েছে। এটা অন্তত ইতিবাচক!     তৃতীয় উইকেট নেই ০৮: ৫২, জুন ৮ বেশিক্ষণ টিকলেন না শান্তও। থুশার হাফভলি ডেলিভারিতে ড্রাইভটা ঠিকমত হয়নি শান্তর। এতে কাভারে ধরা পড়েন টাইগার দলপতি।     পঞ্চম ওভারে প্রথম চার ০৮: ৫০, জুন ৮ বলটি লিটনের নিয়ন্ত্রণে ছিল না। তাতেই এসেছে প্রথম বাউন্ডারি। কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি ছাড়িয়েছে বলটি।  ৫ ওভারে ২৮/২   বাউন্ডারি ছাড়া ৪ ওভার ০৮: ৪৯, জুন ৮ ইনিংসের চতুর্থ ওভার শেষে ২০ রান সংগ্রহ পেলেও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি টাইগাররা। ঠিক মতো কোনো টাইমিংও হচ্ছে না। টিকে থাকাই যেন লক্ষ্য। ৩ ওভারে ২০/২।     তানজিদ বোল্ড ০৮: ৩৯, জুন ৮ নুয়ান থুশারা বলটি বুঝতেই পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। তার ফুললেংথের ডেলিভারিতে ব্যাট চালিয়েছিলেন। তবে তা লাগেইনি। এতেই ভেঙেছে তার স্ট্যাম্প। এতে পরপর দুই ওভারে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৩ ওভারে ১৬/২।   প্রথম ওভারেই নেই সৌম্য ০৮: ২৯, জুন ৮ লক্ষ্যটা মোটে ১২৫/ এতে কিছুটা চাপ ছাড়াই মাঠে নেমেছিল টাইগাররা। তবে দুশ্চিন্তা টাইগারদের অফফর্ম টপ-অর্ডার। ডালাসেও সেটিই দেখা মিললো। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। ক্যাচ তুললেন মিড অনে। এতে প্রথম ওভারেই উইকেট হারালো বাংলাদেশ। ১ ওভারে ৩/১   শ্রীলঙ্কার পুঁজি ১২৪ ৮:১৮, জুন ৮ গুরুত্বপূর্ণ ম্যাচ খুব কমই এমন কামব্যাক করেছে বাংলাদেশ। বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে টাইগার বোলারদের রীতিমত চাপে রেখেছিল শ্রীলঙ্কার টপ-অর্ডার। তবে ইনিংসের নবম ওভারে টাইগারদের বোলারদের দুর্দান্ত কামব্যাকে পাল্টে যায় সবকিছু। শেষ ১০ ওভারে রীতিমত খাবি খেয়েছে লঙ্কানরা। রিশাদ-মোস্তাফিজের আগুনে বোলিংয়ে বড় পুঁজি দাঁড় করতে পারেনি শ্রীলঙ্কা। শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। ২০ ওভারে ১২৪/৯ বিস্তারিত : দুর্দান্ত বোলিয়ে লঙ্কানদের নাগালে রাখল টাইগাররা   ফের তাসকিনের আঘাত ৮:০১, জুন ৮ তাসকিনের বলে জায়গায় দাঁড়িয়ে কাট করতে চেয়েছিলে দাসুন শানাকা। তবে ঠিকঠাক মতো টাইমিং না হওয়ায় প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। এই ওভারে মোটে ৩ ওভার এসেছে। ১৮ ওভারে ১১৫/৭   রিশাদের তৃতীয় আঘাত ৭:৫৭, জুন ৮ এবার রিশাদের ফ্লাইট আর টার্নে পরাস্ত ধনাঞ্জয়া ডি সিলভা। এতে ১৭তম ওভারে এসে ষষ্ঠ উইকেট হারিয়েছে লঙ্কানরা।  ডালাসে উজ্জীবিত বাংলাদেশ। অন্যদিকে চাপে লঙ্কানরা। ১৭ ওভারে ১১২/৬     রিশাদের জোড়া আঘাত ৭:৪৭, জুন ৮ দলীয় ১০০ পেরোনোর পরই রিশাদকে স্লগ সুইপ করতে চেয়েছিলেন আসালাঙ্কা। তবে যুতসই ছিল না। এতে স্কয়ার লেগে সাকিবের হাতে ধরা পড়েছেন তিনি। বিশ্বমঞ্চে এটিই রিশাদের প্রথম উইকেট।  ঠিক পরের বলেই নিজের দ্বিতীয় শিকার পেয়েছেন রিশাদ। এবার আউটসাইড-এজড হয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এ ওভারে রিশাদ দিয়েছেন ৩ রান, নিয়েছেন ২ উইকেট। ১৫ ওভারে ১০৩/৫   শ্রীলঙ্কার ১০০ ৭:৪০, জুন ৮ আসালাঙ্কা ও ডি সিলভার জুটিতে দলীয় ১০০ পেরিয়েছে শ্রীলঙ্কা। লেগবাইয়ে আসা সিঙ্গেল থেকে ১৪তম ওভারের শেষ বলে ১০০ পেরিয়েছে দলটি। ১৪ ওভারে ১০০/৩।   ফের ওভারথ্রোয়ে চার ৭:৩১, জুন ৮ ব্যাকওয়ার্ড পয়েন্টে ঢেলে দিয়ে রান নিতে গিয়ে রানআউটের শঙ্কা তৈরি করেছিলেন আসালাঙ্কা। তবে সরাসরি লাগেনি রিশাদের থ্রো। এরপর ফের রান নিতে গিয়ে ফিরে আসেন এই ব্যাটার। এবার সৌম্যর থ্রো স্ট্যাম্পে আঘাত হানলেও বাউন্ডারি ছাড়িয়ে গেছে। এতে অতিরিক্ত খাত থেকে দ্বিতীয়বার ৪ পেয়েছে লঙ্কানরা।  ১২ ওভারে ৮৯/৩।   আক্রমণে রিয়াদ ৭:২১, জুন ৮ ষষ্ঠ বোলার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে আক্রমণে এনেছিলেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে এই ওভারে মোটে ৪ রান দিয়েছেন তিনি।  ১০ ওভারে শ্রীলঙ্কা ৭৪/৩   ফের মোস্তাফিজের আঘাত ৭:১৫, জুন ৮ বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে রীতিমত দুশ্চিন্তায় রেখেছিলেন নিশাঙ্কা। তবে মোস্তাফিজ ঝলকে শেষ পর্যন্ত তাকে ফিরিয়েছে বাংলাদেশ। ১ ছক্কা ও ৭ চারে ফিফটির কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি।   ওয়ারপ্লেতে ৫৩ ৭:০৭, জুন ৮ প্রথম ৬ ওভারে প্রায় ৮ দশমিক ৮৩ রান রেট শ্রীলঙ্কার। বিপরীতে দুই উইকেট পেয়েছে বাংলাদেশ।  পাওয়ারপ্লেতে চার বোলার—তানজিম, সাকিব, তাসকিন ও মোস্তাফিজকে আক্রমণে এনেছেন শান্ত।   মোস্তাফিজের উইকেট ৭:০৫, জুন ৮ আক্রমণে এসেই কামিন্দু মেন্ডিস ফিরিয়েছেন মোস্তাফিজ। মিডঅফে তানজিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটার।     সাকিবের খরুচে ওভার ৬:৫১, জুন ৮ দুই প্রান্ত থেকেই বোলিংয়ে পরিবর্তন এনেছিলেন শান্ত। তবে ইনিংসের পঞ্চম ওভারে এসে সাকিবের ওপর চড়াও হয়েছিলেন নিশাঙ্কা। চারটি বাউন্ডারি হাঁকান তিনি। পাঁচ ওভার শেষে ৮ বাউন্ডারির বিপরীতে একটি ছক্কা হাঁকিয়েছে লঙ্কানরা ৫ ওভারে ৪৮/১   তাসকিনের উইকেট ৬:৫১, জুন ৮ জোড়া চার হাঁকিয়ে তাসকিনকে স্বাগত জানিয়েছিলেন কুশল মেন্ডিস। তবে টাইগার এই পেসারের লেংথ ডেলিভারিতে ফাঁদে পড়েন। ইনসাইড-এজে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। শেষ পর্যন্ত তৃতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ৩ ওভারে ২৫/১     অন্যপ্রান্তে সাকিব ৬:৪৫, জুন ৮ তানজিমের পর আক্রমণে সাকিব আল হাসান। তার ওভারে ৮ রান তুলেছে লঙ্কানরা। এর মধ্যে ৪ রানই লঙ্কানদের উপহার দিয়েছে বাংলাদেশ। তানজিমের ওভার থ্রো থেকে ১ জায়গায় ৫ রান পেয়েছে তারা। ২ ওভারে ১৩/০   আক্রমণে তানজিম ৬:৩৯, জুন ৮ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবকে দিয়ে আক্রমণের শুরুটা করেছে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই বাউন্ডারি হাঁকান নিশাঙ্কা। তবে পরের ৪ বল দিয়েছেন মোটে ১ রান। ১ ওভারে ৫/০।   শ্রীলঙ্কা একাদশ ৬:০৯, জুন ৮ তিন বোলারের সঙ্গে পাঁচ অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন লঙ্কানরা। শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, মাতিশা পাতিরানা ও নুয়ান তুশারা।   বাংলাদেশ একাদশ ৬:০৫, জুন ৮ চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হয়নি তাসকিন আহমেদের। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ফিরেছেন এই পেসার। এদিকে নিজেদের বিশ্বকাপ অভিযানে আরেক পেসার শরিফুলের সার্ভিস পাচ্ছে না লাল-সবুজেরা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। একাদশ : তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।     টস ৬:০২, জুন ৮ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ শুরুতে সিম ও সুইং আশা করছেন তিনি।   স্বাগতম ৫:৫৮, জুন ৮ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।  
জিম্বাবুয়ের সান্ত্বনার জয়
  জিম্বাবুয়ের সান্ত্বনার জয় ১৩: ১৫, মে ১২ ঘরের মাঠে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করার দুর্দান্ত সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সান্ত্বনার জয়ে লজ্জা এড়ালো রোডেশিয়ানরা। এই জয়ে ৪-১ ব্যবধান শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিস্তারিত : বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বপ্ন ভেঙে জিম্বাবুয়ের সান্ত্বনার জয়     রাজার ফিফটি ১৩: ০৫, মে ১২ আগের ৬ ইনিংসে করেছিলেন মাত্র ৩৯ রান। এবার ফর্মে ফিরে হাফ-সেঞ্চুরি তুলে নিলেন রাজা। ২ ছক্কা ও ৫ চারে ৪১ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। ১৮ ওভারে জিম্বাবুয়ে ১৪৯/২     জুটি ভাঙলেন সাইফউদ্দিন ১২: ৪৮, মে ১২ একপ্রান্তে রাজা স্ট্রাগল করলেও অন্যপ্রান্ত ঠিকই রানের চাকা সচল রেখেছিলেন বেনেট। তবে এবার তাকে থামালেন সাইফউদ্দিন। তার শর্ট বলে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন এই ওপেনার। ফেরার আগে খেলেন ৪৯ বলে ৭০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ১৬ ওভারে জিম্বাবুয়ে ১২৬/২   মিতব্যয়ী সাকিব ১২: ৪৮, মে ১২ ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়েছেন সাকিব। বিপরীতে তার শিকার ১ উইকেট।  ১৪ ওভারে জিম্বাবুয়ে ১০৩/১   বেনেটের ফিফটি ১২: ৩৪, মে ১২ টাইগার বোলারদের সামনে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন বেনেট। ৩৬ বলে এই মাইলফলক পূর্ণ করেন তিনি। অধিনায়ক রাজাকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন এখন। ১২ ওভারে জিম্বাবুয়ে ৮৭/১   বেনেট-রাজার জুটিতে জিম্বাবুয়ের প্রতিরোধ ১২: ৩৪, মে ১২ সাকিব, মোস্তাফিজ, রিশাদ-ত্রয়ীতে বেশ চাপে পড়েছিল জিম্বাবুয়ে। ৬ ওভার হাত ঘুরিয়ে মোটে ১৩ রান দিয়েছিলেন তারা। তবে এবার রিশাদের ওপর চড়াও হলেন বেনেট। পানি পানের বিরতির পর রিশাদের ওভারে ১৬ রান তুলেছে সফরকারীরা। ১১ ওভারে জিম্বাবুয়ে ৭৮/১   অবশেষে ছক্কা... ১২: ২৫, মে ১২ সময়টা মোটেই ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের অধিনায়ক রাজার। আগের ৬ ইনিংসে মোটের ওপর ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে। সবশেষ ৬ ইনিংসে তার ব্যাটে আসেনি কোনো ওভার বাউন্ডারি। এবার সেই খরা কাটালেন তিনি।  সাইফউদ্দিনের শর্ট বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকালেন তিনি। এতে চাপ একটু হলেও কমেছে জিম্বাবুয়ের।  ১০ ওভারে জিম্বাবুয়ে ৬২/১   পাওয়ারপ্লেতে ৪১/১ ১২: ১০, মে ১২ পাওয়ারপ্লেতে ২ ওভার হাত ঘুরিয়ে মোটের ওপর ২ রান দিয়েছেন সাকিব। এরপরও ৬ ওভারে ৪১ রান তুলে নিয়েছে সফরকারীরা। অন্যদিকে ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩৩/৩।  পাওয়ারপ্লের শেষ ওভারটি করেন মোস্তাফিজুর রহমান। তিনিও মাত্র ২ রান দিয়েছেন। ৬ ওভারে ৪১/১   সাকিবের ব্রেক-থ্রু  ১২: ০৬, মে ১২ আগের ওভারে মোটে এক রান খরচায় চাপ তৈরি করেছিলেন সাকিব। বেনেটের সংগ্রাম অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখেছিলেন মারুমানি। এবার সাকিবের ওপর চড়াও হতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন এই ওপেনার। এতে ৩৮ রানে প্রথম উইকেট হারাল রোডেশিয়ানরা। সাকিবের আউট সাইট অফের ডেলিভারিতে তার স্টাম্প ভেঙেছেন জাকের আলী। ৫ ওভারে জিম্বাবুয়ে ৩৯/১   মেহেদীর খরুচে ওভার ১২: ০৪, মে ১২ আগের ওভারে মাত্র ১ রান দিয়েছিলেন সাকিব। তবে ইনিংসের তৃতীয় ওভারটি বেশ খরুচে করলেন শেখ মেহেদী। এই ওভারে তিন বাউন্ডারিতে ১৭ রান তুলেছে সফরকারীরা। ৩ ওভারে জিম্বাবুয়ে ২৭/০   দুই প্রান্তেই স্পিন ১১: ৫২, মে ১২ একপ্রান্তে মেহেদী আর অন্যপ্রান্তে সাকিবকে দিয়ে শুরু করেছেন টাইগার দলপতি। সাকিবের প্রথম ৪ বলে কোনো রান নেওয়ার সুযোগ পান্নি বেনেট। এই ওভারে মাত্র ১ রান দিয়েছেন সাকিব। ২ ওভারে জিম্বাবুয়ে ১০/০   টাইগারদের চ্যালেঞ্জিং পুঁজি ১১: ৩৫, মে ১২ দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন শান্ত-রিয়াদ। এই জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। তবে শান্ত-রিয়াদ প্যাভিলিয়নে ফিরলে ফের ধুঁকতে থাকে লাল-সবুজেরা। শেষ পর্যন্ত জাকের আলীর ১১ বলে ২৪ রানের ক্যামিওতে হোয়াইটওয়াশের মিশনে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টাইগাররা। ২০ ওভারে বাংলাদেশ ১৫৭/৬ বিস্তারিত : হোয়াইটওয়াশের মিশনে টাইগারদের চ্যালেঞ্জিং পুঁজি   ফিফটির পর প্যাভিলিয়নে মাহমুদউল্লাহ ১১: ২২, মে ১২ দলীয় বিপর্যয়ে ক্রিজে এসেছিলেন রিয়াদ। দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের ফিফটিও তুলে নেন। তবে এরপর আর ইনিংস লম্বা করতে পারেননি। মুজারাবানির বলে রাজার হাতে ক্যাচ দিয়ে ১ ছক্কা ও ৬ চারে ৫৪ রানে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।  ১৮ ওভারে বাংলাদেশ ১২৮/৬     মাইলফলকের পর আউট সাকিব ১১: ১৫, মে ১২ ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে ১ হাজার রান পূর্ণ করার পর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি সাকিব। মিডউইকেটে দারুণ ডাইভে সাকিবের ক্যাচ নেন ক্যাম্পবেল জুনিয়র। এতে ১৭ বলে ২১ রান করে সাকিবকে ফিরতে হলো। ১৭ ওভারে বাংলাদেশ ১২৪/৫     মাহমুদউল্লাহর ফিফটি ১১: ০৯, মে ১২ ইনিংসের ১৬তম ওভারে এসে ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি তুলে নিয়েছেন রিয়াদ। ১৫ রানে ৩ উইকেট হারানো পর দলীয় বিপর্যয় সামলে নিজের ফিফটি পূরণ করলেন রিয়াদ। সর্বশেষ ৫ ইনিংসে তার দ্বিতীয় ফিফটি এটি। ১৬ ওভারে বাংলাদেশ ১১৭/৪     দলীয় ১০০ রান পার ১১: ০৭, মে ১২ ইনিংসের ১৪তম ওভারে এসে দলীয় ১০০ পেরিয়েছে বাংলাদেশ। ১৫ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েছিলেন শান্ত-রিয়াদ। শান্ত ফিরলেও সাকিবকে সঙ্গে নিয়ে দলীয় রানের গতি বাড়াচ্ছেন রিয়াদ। ৪৭ রানে অপরাজিত রিয়াদ, অন্যদিনে এখনও খোলসবন্দী সাকিব।       ভাঙল শান্ত-রিয়াদ জুটি ১১: ০৩, মে ১২ ১৫ রানে ৩ উইকেট হারানোর পর ৬৯ রানের জুটি গড়েছিলেন শান্ত-রিয়াদ। যা চতুর্থ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তবে এরপরই সুইপ করতে গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন। ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ২৮ বলে ৩৬ রানে ফেরেন টাইগার দলপতি। ১২ ওভারে ৮৫/৪     রানের গতি বেড়েছে ১০: ৩৭, মে ১২ শান্ত-রিয়াদের জুটিতে বেড়েছে টাইগারদের রান তোলার গতি। ২৯ রানে শান্ত এবং ৩০ রানে ব্যাট করছেন রিয়াদ। ১০ ওভারে বাংলাদেশ ৭০/৩     চাপ সামলে পাল্টা-আক্রমণে মাহমুদউল্লাহ-শান্ত ১০: ৩৭, মে ১২ পরপর তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। তবে শুরুর সেই ধাক্কা সামলে ভিন্ন পথে দলকে এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ ও নাজমুল।  পাওয়ার প্লের পর সর্বশেষ ২ ওভারে ২২ রান তুলেছে এই জুটি। এতে ইনিংসের অষ্টম ওভারে ৫০ পেরিয়ে গেছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েছেন তারা। ৮ ওভারে বাংলাদেশ ৫৫/৩     পাওয়ারপ্লেতে ৩৩ ১০: ২৯, মে ১২ এবার যুতসই হলো না পাওয়ার প্লে। ৬ ওভারে মাত্র ৩৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। বিপরীতে খুইয়েছে ৩ উইকেট। শুরুর ধাক্কা সামলে দলীয় পুঁজি এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ-নাজমুল জুটি।  ৬ ওভারে বাংলাদেশ ৩৩/৩   রিয়াদের তিন বাউন্ডারি ১০: ২৫, মে ১২ বেনেটের প্রথম ডেলিভারিতেই প্যাভিলিয়নে ফেরেন হৃদয়। পরের বলটি ডট। এরপর টানা তিন চার হাঁকালেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত বেনেটের ওভারটিতে ১২ রান এসেছে। ৫ ওভারে বাংলাদেশ ২৭/৩   হতাশ করলেন হৃদয় ১০: ২১, মে ১২ দলীয় দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার তানজিদ (২) এবং সৌম্য (৭)। এবার তাওহিদ হৃদয়ও হতাশ করলেন দিনের শুরুতেই। বেনেটের বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন এই ব্যাটার। এতে ৪ দশমিক ১ ওভারেই ৩ উইকেট নেই বাংলাদেশের। ৪ ওভারে বাংলাদেশ ১৫/২     তানজিদের পথেই হাঁটলেন সৌম্য ১০: ১৫, মে ১২ তানজিদের পথেই প্যাভিলিয়নে ফিরলেন আরেক ওপেনার সৌম্য। এতে ৩ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারাল লাল-সবুজেরা।  বেনেটের শর্ট লেংথের অফ-স্টাম্পের বাইরে ডেলিভারিতে কাট করতে চেয়েছিলেন এই ওপেনার। তা ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ উঠে যায়। আর সৌম্যর আলগা শট সহজেই লুফে নেন উইলিয়ামসন। ৩ ওভারে বাংলাদেশ ৯/২     ফিরলেন তানজিদ ১০:০৭, মে ১২ ব্লেসিং মুজারাবানির ওভারের তৃতীয় বলে পুল করতে চেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক ব্যাট না লাগায় ওপরে উঠে গেছে বল। এতে দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। দলীয় ৯ রানের মাথায়ই প্যাভিলিয়নের পথ ধরলেন ওপেনার তানজিদ। ২ ওভারে বাংলাদেশ ৯/১     একাদশ ৯:৩৩, মে ১২ এই ম্যাচের একাদশে নেই তাসকিন আহমেদ, তানজিম হাসান ও তানভির ইসলাম। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, মেহেদী হাসান ও সাইফউদ্দিন। অন্যদিকে সফরকারীদের একাদশে একটি পরিবর্তন এসেছে। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস।  বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়,  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, জাকের আলী (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।   টস ৯:৩৩, মে ১২ টস হেরে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ।   স্বাগতম ৯:২৭, মে ১২ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। হোম অব ক্রিকেটে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।  
৫ রানে জিতল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর   বাংলাদেশ : ১৯ দশমিক ৫ ওভারে ১৪৩/১০ জিম্বাবুয়ে : ১৯ দশমিক ৪ ওভারে ১৩৮/১০     ৫ রানে জিতল বাংলাদেশ ২১:৪৫, মে ১০ শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল জিম্বাবুয়ের। ছিটকে যাওয়া এই ম্যাচের শেষ ওভারের প্রথম ৩ বলে ৭ রান তুলে নিয়ে জমিয়ে ফেলেছিল সফরকারীরা। তবে অলরাউন্ডার সাকিব আল হাসানের অভিজ্ঞতার আর নৈপুণ্যে কাছে শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা। শেষ পর্যন্ত ৫ রানে হেরেছে জিম্বাবুয়ে।     উড়ন্ত মোস্তাফিজে ম্যাচে ফিরল বাংলাদেশ ২১:২১, মে ১০ ১২ বলে ২১ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। চ্যালেঞ্জিং সমীকরণে হাতের নাগালে ম্যাচ নিয়ে গিয়েছিল সফরকারীরা। তবে মোস্তাফিজের নৈপুণ্যে ম্যাচে ফিরল বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে আক্রমণে এসে ফারাজ আকরামকে ফেরান এই পেসার। স্কয়ার লেগে ক্যাচ নেন তানজিদ।     উড়ন্ত ক্যাম্পবেলকে ফেরালেন সাকিব ২১:২১, মে ১০ বেশ খরুচে একটি ওভার করলেন সাকিব। তবে এই ওভারেই উড়ন্ত ক্যাম্পবেলকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের এই ওভার থেকে এসেছে ১৩ রান।   মোস্তাফিজের জোড়া আঘাত ২১:১০, মে ১০ তানজিম সাকিবের ওভারে দুই ছক্কা ও এক চারে ২০ রান তুলে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়েছিলেন ক্যাম্পবেল–বার্ল জুটি। তবে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই এই জুটি ভেঙে দেন মোস্তাফিজ। ইনিংসের ১৫তম ওভারে আক্রমণে এসে তৃতীয় বলে বার্ল এবং শেষ বলে জঙ্গিকে ফিরিয়েছেন কাটার মাস্টার।   তানজিমের খরুচে ওভার ২১:০০, মে ১০ প্রথম বলে ছক্কা, এরপর চার। পরের দুই বলে ৩ রান। এরপর ফের ছক্কা। সবমিলিয়ে ইনিংসের ১৩তম ওভারে ২০ রান দিয়েছেন তানজিম সাকিব।   জোড়া ক্যাচ মিস ২১:০০, মে ১০ রিশাদের ওভারে জোনাথন ক্যাম্পবেলের ক্যাচ ছেড়েছিলেন তাওহীদ। পরের ওভারেই রায়ার্ন বার্লের ক্যাচ ফেলেন উইকেটকিপার জাকের। তবে জাকেরের ক্যাচ বেশ সহজই ছিল। ১২ ওভারে ৪ উইকেটে ৬৭ রান   চাপে জিম্বাবুয়ে ২০:২১, মে ১০ রিশাদের বলে রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন মাদান্দে। তবে ঠিকঠাক টাইমিং হয়নি। এতে এলবিডব্লিউ হয়ে ১৮ বলে ১২ রানে ফিরেছেন এই ব্যাটার। এতে ভেঙেছে ২৫ রানের জুটি। ১০ ওভারে ৪ উইকেটে ৫৮ রান     মোস্তাফিজের ভালো শুরু ২০:২১, মে ১০ প্রথম পাওয়ার প্লেতে ৩৭ রান তুলেছে সফরকারীরা। ৩ উইকেট হারানোর বিপরীতে রান তাড়ায় খুব একটা ভালো জবাব দিতে পারছেন না সফরকারীরা। ষষ্ঠ ওভারে ৫ রান দিয়েছেন মোস্তাফিজ। ৬ ওভারে ৩ উইকেটে ৩৭ রান   সাকিবের উইকেট ২০:১৬, মে ১০ মারুমানিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরালেন সাকিব। সাকিবের বলে সুইপ করতে গিয়ে পারেননি এই ওপেনার। ১০ মাস ফিরে পঞ্চম ওভারের চতুর্থ বলেই উইকেট পেলেন দেশসেরা এই অলরাউন্ডার। ৫ ওভারে ৩ উইকেটে ৩৩ রান   দুর্দান্ত তাসকিন! ২০:১৬, মে ১০ প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারেও উইকেট নিয়েছেন তাসকিন। এই পেসারের দ্বিতীয় শিকার বনে ১০ বলে ১৭ রানে ফিরলেন রাজা। এর মধ্য দিয়ে ২৮ রানে ভাঙল রাজা এবং মারুমানির জুটি। ৪ ওভারে জিম্বাবুয়ে ২৮/২     সাকিবেরও ওপরও ঝড়াও ২০:১০, মে ১০ সাকিবের ওভারে জোড়া চার মেরেছেন মারুমানি। প্রায় ১০ মাস পর মাঠে ফিরে ৮ রান দিয়ে প্রত্যাবর্তন সাজালেন সাকিব।   তিন চারে শুরু রাজার ২০:০৭, মে ১০ ইনিংসের দ্বিতীয় ওভারেই তানজিমকে তিন বাউন্ডারি হাঁকিয়েছেন রাজা। এতে এক ওভারেই ১৪ রান দিয়েছেন তরুণ এই পেসার। ৭ বলে ১৬ রানে রাজা; অন্যপ্রান্তে ১ বলে ১ রানে অপরাজিত মারুমানি। ২ ওভারে জিম্বাবুয়ে ১৮/১     প্রথম ওভারেই তাসকিনের আঘাত ২০:০২, মে ১০  ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হেনেছেন তাসকিন।   হঠাৎ ব্যাটিং ধসে টাইগারদের মামুলি পুঁজি  ১৯: ৪৫, মে ১০ ওপেনিং জুটিতে ১০১ রান তুলে নেওয়ার পর স্বভাবতই ২০০ রানের প্রত্যাশা করেছিলেন টাইগার সমর্থকরা। তবে রীতিমত হতাশায় ডুবিয়েছেন টাইগার ব্যাটাররা। এরপর ৪২ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় বাংলাদেশ। এতে ফীকে হয়ে যায় বড় পুঁজির স্বপ্ন। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়েকে ১৪৪ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শান্তর দল।  বিস্তারিত পড়ুন : হঠাৎ ব্যাটিং ধসে টাইগারদের মামুলি পুঁজি    ৩২ রানে বাংলাদেশের ৮ উইকেট ১৯: ৩২, মে ১০ ওপেনিং জুটিতে ১০০ রান তুলে নেওয়ার পর স্বভাবতই ২০০ রানের প্রত্যাশা করেছিলেন মিরপুরের সমর্থকরা। তবে রীতিমত হতাশায় ডুবিয়েছেন টাইগার ব্যাটাররা। ৩২ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৮ ওভারে বাংলাদেশ ১৩৩/৫   ৯ বলের মধ্যে প্যাভিলিয়নে হৃদয়, সাকিব, নাজমুল ১৯: ২৫, মে ১০ শুরুটা সিকান্দার রাজার বলে তাওহীদ হৃদয়কে দিয়ে। এরপর একে একে ফিরেছেন সাকিব-শান্ত। ৯ বলের ব্যবধানে তিন ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম বলে সাকিবকে এবং ওভারের শেষ বলে শান্তকে ফিরিয়েছেন বেনেট। ১৬ ওভারে বাংলাদেশ ১৩০/৫     দুয়ো শুনলেন সাকিব ১৯: ২১, মে ১০ দীর্ঘ ১০ মাস পর টি–টোয়েন্টিতে ফিরেছিলেন সাকিব। তাই তাকে ঘিরে প্রত্যাশা একটু বেশিই ছিল। তবে ৩ বলের বেশি টিকতে পারেননি তিনি। বেনেটের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই প্যাভিলিয়নের পথ ধরেছেন। এতে সমর্থকদের দুয়োও শুনেছেন দেশসেরা এই ক্রিকেটার। ১৬ ওভারে বাংলাদেশ ১৩০/৫   ব্যর্থ হৃদয় ১৯:৫৯, মে ১০ সিরিজের প্রথম তিন ম্যাচেই উজ্জ্বল ছিলেন। সবশেষ ম্যাচেও তার ব্যাট থেকে হাফ-সেঞ্চুরি এসেছিল। এবার চতুর্থ ম্যাচে এসেছে সমর্থকদের হতাশ করলেন হৃদয়। রাজার বলে সুইপ করতে গিয়ে ডিপ-স্কয়ার লেগে বেনেটের তালুবন্দি হয়েছেন মিডল-অর্ডার এই ব্যাটার। ১৪ ওভারে বাংলাদেশ ১২১/৩   তানজিদের পথ ধরেই ফিরলেন সৌম্য ১৮:৫৯, মে ১০ টি–টোয়েন্টিতে তৃতীয়বার শতরানের জুটি গড়েছিল বাংলাদেশের ওপেনাররা। তবে এরপরই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার তানজিদ। তরুণ এই ওপেনার ফেরার পর আরেক ওপেনার সৌম্যও উইকেটে থিতু হতে পারেননি। ফেরার আগে ২ ছক্কা ও তিন চারে ৩৪ বলে ৪১ রানের ইনিংস সাজান সৌম্য। ১২ ওভারে বাংলাদেশ ১০৮/২   দলীয় ১০০ রানের পরই প্যাভিলিয়নে তানজিদ ১৮:৫৯, মে ১০ দীর্ঘদিন পর দুর্দান্ত এক ওপেনিং জুটি দেখলো হোম অব ক্রিকেট। ৬৬ ওভারেই দলীয় ১০০ রান পেরিয়ে যায় লাল-সবুজেরা। চলতি সিরিজে ৪ ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান ওপেনার তানজিদ। তবে দলীয় শত রানের পর আর উইকেটে টিকতে পারেননি তানজিদ। জঙ্গির বলে ক্যাম্পবেলের মুঠোবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৫২ রান।   তানজিদের ফিফটি ১৮:৩৩, মে ১০ চলতি সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে তানজিদ তামিমের। ফিফটি হাঁকিয়েই অভিষেক রাঙান। এবার চতুর্থ ম্যাচেও ফিফটি পেলেন তানজিদ। ৭ চার এবং এক ছক্কায় অর্ধশতকের দেখা পেয়েছেন তরুণ এই ওপেনার।     পাওয়ার প্লে'তে ৫৭ ১৮:৩৭, মে ১০ চলতি সিরিজে এটিই পাওয়ার প্লে–তে বাংলাদেশের সর্বোচ্চ রান।  এনগারাভারের এই ওভারে দুটি চার এসেছে। ২৭ বলে ৪০ রানে তানজিদ, অন্যপ্রান্তে ৯ বলে ৬ রানে অপরাজিত সৌম্য। ৬ ওভারে বাংলাদেশ ৫৭/০     ফের তানজিদের জোড়া চার  ১৮:৩৩, মে ১০ এবারও মুজারাবানির ওভারেও জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন তানজিদ। বড় রানের ইঙ্গিতও দিচ্ছেন এই ওপেনার।  ৫ ওভারে বিনা উইকেটে ৪২ রান।   মিরপুরে তামিম ঝড় ১৮:২৭, মে ১০ মিরপুরে রীতিমত ঝড় তুলেছেন তানজিদ! আগ্রাসী ব্যাটিংয়ে নাস্তানাবুধ করছেন সফরকারী বোলারদের।  ১৮ বলে তানজিদ ৩০ এবং ৬ বলে ২ রানে অপরাজিত সৌম্য   আগ্রাসী তামিম ১৮:২২, মে ১০ ইনিংসের প্রথম ওভারে এসেছিল মাত্র ৫ রান। তবে পরের দুই ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে নিয়েছেন টাইগার দুই ওপেনার। দ্বিতীয় ও তৃতীয় ওভারে নিয়েছেন ৭ ও ১২ রান। সফরকারীদের অধিনায়ক রাজার ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ। ভালো শুরু মুজারাবানির ১৮:১৭, মে ১০ এবারও ভালো শুরু পেলেন পেসার ব্লেসিং মুজারাবানি। এই ওভারে মাত্র ৭ রান দিয়েছেন তিনি। ২ ওভারে বাংলাদেশ ১০/০   স্পিনে শুরু ১৮:০৯, মে ১০ দেখেশুনে প্রথম ওভারে ব্যাট করলেন সৌম্য ও তানজিদ। ভালো লেংথে বল করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ও স্পিনার সিকান্দার রাজা। ১ ওভারে বাংলাদেশ ৩/০   ওপেনিংয়ে সৌম্য ১৮:০২, মে ১০ ইনিংস গোড়াপত্তনে লিটনের জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। অন্যপ্রান্তে তার সঙ্গী হয়েছেন তরুণ তানজিদ তামিম।   একাদশ ১৭:৪২, মে ১০ এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছে লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াল ও সাইফউদ্দিন। তাদের পরিবর্তে একাদশে যোগ হয়েছে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ : জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, সেন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম,  রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।   টস ১৭:৩০, মে ১০ সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।   স্বাগতম ১৭:২৫, মে ১০ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।    
দুই ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের
সংক্ষিপ্ত স্কোর   বাংলাদেশ : ২০ ওভারে ১৬৫/৫ জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৫৬/৯     ৯ রানের জয় বাংলাদেশের ১৮: ৪২, মে ৭ শেষ পর্যন্ত ওয়েলিংটন মাসাকাদজা ১৩ বলে ১৩ রান করে আউট হলেও, ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ফারাজ আকরাম। তবুও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের।  নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ।   ফারাজ আকরামের লড়াই ১৮: ২১, মে ৭ শেষ দিকে লুক জঙ্গুয়ে ২ রানে আউট হলে, ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ফারাজ আকরাম।   তানভীরের প্রথম শিকার ১৮: ০৩, মে ৭ মাদান্দের বিদায়ের পর ব্যাট চালাতে থাকেন জোনাথন ক্যাম্পবেল। তানভীরের বলে টানা দুই ছক্কা হাঁকান তিনি। তবে পরে বলে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি। ১০ বলে ২১ রান করেন তিনি।     মারুমানিকে ফেরালেন মাহমুদউল্লাহ ১৭: ৫৩, মে ৭ দলের উইকেটে মিছিলের দিনে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন মারুমানি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৬ বলে ৩১ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন।    রাজাকে ফিরিয়ে রিশাদের উল্লাস ১৭: ৪০, মে ৭ টানা দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে দলকে জেতানো লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন সিকান্ডার রাজা। তবে ব্যাটিংয়ে থিতু হওয়ার আগেই জিম্বাবুয়ের অধিনায়ককে সাজঘরে ফেরান রিশাদ। ৫ বলে ১ রান করেন তিনি।     পাওয়ার প্লেতে তিন উইকেট নেই জিম্বাবুয়ের ১৭: ২৯, মে ৭ পাওয়ার প্লের শেষ ওভারে ক্রেগ আরভিনকে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। এতে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ৩৩ রান তুলতে পারে সফরকারীরা।   সাইফউদ্দিনের পর সাকিবের আঘাত ১৭: ১৭, মে ৭ ম্যাচের পঞ্চম ওভারে একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিবের হাতে বল তুলে নেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ১১ বলে ১০ রান করা বেনেটকে সাজঘরে ফেরেন তিনি।   সাইফউদ্দিনের প্রথম আঘাত ১৭: ১০, মে ৭ চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন।   ১৬৫ রানের পুঁজি টাইগারদের ১৬: ৪০, মে ৭ শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪ বলে ৯ রান এবং রিশাদ হোসেনের ৪ বলের ৬ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।   হৃদয়ের পর জাকেরের বিদায় ১৬: ৩৩, মে ৭ নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে মুজারাবানির বলে বোল্ড আউট হন তিনি। এক বল পরেই জাকের কেউ একই ভাবে সাজঘরে ফেরান এই ডান হাতি পেসার। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের।   হৃদয়ের ফিফটি ১৬: ২২, মে ৭ দুর্দান্তভাবে ব্যাট করে ৩৪ বলে ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী।   হৃদয় ও জাকেরের ছক্কা ১৬: ০৬, মে ৭ তানজিদ তামিমের বিদায়ের পর কমে ছিল রানের গতি; তবে গতি বাড়াতে শুরু করেছে বাংলাদেশ। রাজার শেষ ওভারে একটি করে ছক্কা মেরেছেন হৃদয় ও জাকের।   ৬০ বলে ৬৩ রান ১৫: ৫৬, মে ৭ পরিস্থিতি পাল্টালেও পাল্টায় না বাংলাদেশের ব্যাটিং গতিবিধি।  সিরিজে প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারে ৬৭/২ দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ ওভারে ৬২/৩ এবার তৃতীয় ম্যাচে ১ রান বেশি তুলতে পেরেছে লাল-সবুজেরা।  ১০ ওভারে ৬৩/৩   অধৈর্য হয়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ ১৫: ৪৮, মে ৭ রানের গতি বাড়াতে গিয়ে বেশ অধৈর্য হয়ে উঠেছিলেন তানজিদ! ইনিংসের নবম ওভারে ফারাজ আকরামের শেষ ডেভিভারিতে ক্রিজ ছেড়ে এসে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন তানজিদ। তবে কাঙ্ক্ষিত ওভার বাউন্ডারি আসেনি। উল্টো ডিপ-মিড উইকেটে ধরা পড়েছেন এই ওপেনার।  ক্লাইভ মাদান্দের তালুবন্দি হয়ে ২২ বলে ২১ রানেই থামলো তার ইনিংস। এতে হৃদয়ের সঙ্গে তার ৩১ রানের জুটিও ভাঙল। ৯ ওভারে ৬০/৩   পাওয়ার প্লেতে ৪২/২ ১৫: ৩৫, মে ৭ ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে এসেছিলেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। তার ওভারের চতুর্থ বলটি খানিকটা পেছনের লেংথে পেয়ে কাউ কর্নার দিয়ে ওভার বাউন্ডারি বানালেন ওপেনার তানজিদ। এটিই ইনিংসের প্রথম ছক্কা ১৪ বলে ১৫ রানে তানজিদ এবং ৩ বলে ৪ রানে অপরাজিত হৃদয়। ৬ ওভারে ৪২/২   শান্তও ব্যর্থ ১৫: ১৮, মে ৭ আগের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন লিটন। এবার সতীর্থের পথই অনুসরণ করলেন টাইগার দলপতি শান্ত। এক বাউন্ডারিতে ৬ রানেই থামলো শান্তর চট্টগ্রাম অধ্যায়। তাকে ফিরিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা।   ফের ব্যর্থ লিটন ১৫: ১৮, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থতার বৃত্তেই কাটা পড়েছিলেন লিটন। তবে তার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সহকারী কোচ নিক পোথাসও তাকে ঘিরে আশার কথা শুনিয়েছিলেন। চট্টগ্রাম থেকে মিরপুর; সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উইকেটকিপার এই ব্যাটার। এবার তৃতীয় ম্যাচেও ভাগ্য সহায় হলো না এই ওপেনারের। মন্থরগতির এক ইনিংসে ব্যক্তিগত ১২ রানে ফিরলেন প্যাভিলিয়নে। তাকে ফিরিয়েছেন মুজারাবানি। ৩ দশমিক ৪ ওভারে ২২/১   মুজারাবানিরও ভালো শুরু ১৫: ১৩, মে ৭ আগের ওভারে দুই বাউন্ডারিতে বাংলাদেশ ১০ রান তুলে নিলেও পরের ওভারেই টাইগার দুই ওপেনারকে চাপে ফেলেছেন জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি। এই ওভারে মাত্র দুই রান দিয়েছেন তিনি। ২ ওভারে ১২/০   ভালো শুরু ১৫: ০৬, মে ৭ বাউন্ডারি হাঁকিয়েই ইনিংসের গোড়াপত্তন করেছেন ওপেনার লিটন দাস। একই ওভারে বাউন্ডারির দেখা পেয়েছেন আরেক ওপেনার তামিমও। তবে ওভারের শেষ দিকে ভুল বোঝাবুঝিতে রান আউটের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে লং অনে থাকা সিকান্দার রাজা সময়মতো বল লুফে না নিতে পারায় বেঁচে গেছে বাংলাদেশ। ১ ওভারে ১০/০   পরিষ্কার আকাশ ১৪: ৪৯, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে আজ বেশ পরিষ্কার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ। চট্টগ্রামে রৌদ্রও রয়েছে। তাই এমন আমেজে নিজেদের ঝালিয়ে নিতে পারেন টাইগার ব্যাটাররা।   একাদশ  ১৪: ৩৬, মে ৭ সিরিজ জয়ের মিশনে একাদশে জোড়া পরিবর্তন এনেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানের পরিবর্তে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম এবং শরীফুল ইসলামের জায়গায় পেসার তানজিম হাসান সাকিব খেলবেন। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মিশনে সফরকারীদের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। একাদশে জায়গা পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম। বাদ পড়েছেন এনগারাভা ও এনদোলভু। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে একাদশ : জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।     টস ১৪:৩১, মে ৭ সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতেছিলেন। তবে এবার সিরিজ জয়ের মিশনে টস ভাগ্য সহায় হয়নি লাল-সবুজের দলপতির।  টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। এতে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন টাইগার ব্যাটাররা।   স্বাগতম ১৪:২৭, মে ৭ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।  
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের
সংক্ষিপ্ত স্কোর   জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৩৮/৭ বাংলাদেশ : ১৭ ওভারে ১২৮/৪       জয়ের পথে হাঁটছে বাংলাদেশ ২১:৪৫, মে ৫ জাকেরের বিদায়ের পর হৃদয়কে সঙ্গ দেন মাহমুদউল্লাহ। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগোতে থাকে বাংলাদেশ     বোল্ট আউট হলেন জাকের ২১:২৮, মে ৫ এদিন ইনিংস বড় করতে পারেননি জাকের আলিও। ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এনগারাভার বলে বোল্ট আউট হন এই তরুণ ব্যাটার।   আবারও খেলা শুরু ২১:১৫, মে ৫ ১০-১৫ মিনিট বিরতির পর আবারও মাঠে গড়াই বাংলাদেশের ব্যাটিং ইনিংস। এ সময় টাইগার শিবিরের হাল ধরেন তাওহীদ হৃদয় এবং জাকের আলী।   তৃতীয় দফায় খেলা বন্ধ ২১:০০, মে ৫ টাইগারদের দ্বিতীয় ম্যাচে যেনো লুকোচুরি খেলা শুরু করেছে বৃষ্টির । টানা তিন দফায় খেলা বন্ধ রয়েছে।     শান্তর পর লিটনের বিদায় ২০:৫৫, মে ৫ নবম ওভারের তৃতীয় বলে শান্তর বিদায়ের পর নিজেকে ধরে রাখতে পারেননি লিটনও। দুই বল পরেই শান্তর দেখানো পথে হাঁটেন এই টাইগার ওপেনার। ২৫ বলে ২৩ রান করেন তিনি।   অল্পতেই শান্তর বিদায় ২০:৫০, মে ৫ তামিমের বিদায়ের পর লিটনকে সঙ্গ দেন নাজমুল হাসান শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি টাইগার দলপতি। ১৫ বলে ১৬ রান করে জঙ্গিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।   বৃষ্টির লুকোচুরি ২০:২৫, মে ৫ নবম ওভারে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। তবে এবারেও কয়েক মিনিটে মধ্যে শুরু হয় খেলা। লিটন এবং শান্ত ব্যাটে জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ।   তানজিদ তামিমের বিদায় ২০:২৫, মে ৫ দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে বাংলাদেশ। তবে পাওয়ার প্লের শেষ ওভারে বেনেটকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তানজিদ তামিম। ১৯ বলে ১৮ রান করেন তিনি। এতে ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪১ রান তোলে টাইগাররা।     বৃষ্টির বাঁধা ২০:২০, মে ৫ আগের ম্যাচে টানা দুই দফা বৃষ্টিতে কারণে খেলা বন্ধ করা হয়। এই ম্যাচেও তার ব্যাতিক্রম নয়। ম্যাচের ষষ্ঠ ওভারে প্রথম বলে হানা দেয় বৃষ্টি। এতে ম্যাচ থেকে দ্রুত উঠে আসে ক্রিকেটাররা। তবে কয়েক মিনিট পড়ে আবারও খেলা শুরু হয়।   ভালো শুরু টাইগারদের ২০:০৫, মে ৫ সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন আগের ম্যাচে রান না পাওয়া লিটন কুমার দাস। তাকে সঙ্গ দেন তানজিদ তামিম দুজনের ব্যাটে ভর করে তিন ওভার ২৩ রান তোলে টাইগাররা।     জিম্বাবুয়ের লড়াকু পুঁজি ১৯:৪০, মে ৫ ক্যামফেলের বিদায়ের পর ৩ বলে ২ রান করে আউট হন লুক জঙ্গি। তবে শেষ ওভারে ১৭ রান তোলেন বেনেট। শেষ পর্যন্ত তার ২৯ বলের অপরাজিত ৪৪ রানে ভর করে ১৩৮ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।   ফিফটির আক্ষেপ অভিষিক্ত ক্যামফেলের ১৯:৩০, মে ৫ দল যখন ব্যাটিং বিপর্যয়ে, তখন বেনেটকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত জনাথন ক্যামফেল। তবে ফিফটির কাছে থেকে ফিরতে হয় এই বাঁহাতি ব্যাটারকে। ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।   মাহেদীর প্রথম শিকার আরভিন ১৯:১০, মে ৫ প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও নিজের তৃতীয় ওভারে প্রথম শিকার করেন শেখ মাহেদী। ১৬ বলে ১৩ রান করে আউট হন ক্রেগ আরভিন।   রিশাদের জোড়া আঘাত ১৮:৫০, মে ৫ দশম ওভারে রিশাদের হাতে বল তুলে দেন অধিনায়ক শান্ত। এরপর বলেই সিকান্ডার রাজাকে আউট করে শান্তর আস্থার প্রতিদান দেন এই তরুণ লেগ স্পিনার। রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে লিটনের হাতে তালুবদ্ধ হন রাজা। এক বল পরেই স্লিপে ক্যাচ তুলে দেন ক্লাইভ মানদান্দে। ২ বলে শূন্য রান করেন তিনি।   তাসকিনের পর সাইফউদ্দিনের আঘাত ১৮:৪০, মে ৫ অষ্টম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাইফউদ্দিন। ৩০ বলে ১৭ রান করা জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরান এই পেসার।   পাওয়া প্লেতে ১ উইকেটে ২২ রান ১৮:৩০, মে ৫ টাইগারদের আগুনে বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে মাত্র ২২ রান তুলতে পারে জিম্বাবুয়ে।   তাসকিনের প্রথম আঘাত ১৮:২০, মে ৫ তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। উইকেট না পেলেও ৩ রান খরচ করেন এই টাইগার পেসার। ওভারের শেষ তাদিওয়ানসি মারুমানিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।   ২ রান দিয়ে শরিফুলের শুরু ১৮:০৭, মে ৫ প্রথম ওভারে মাত্র দুই রান দিয়ে ভালো শুরু করে টাইগার পেসার শরিফুল ইসলাম।   একাদশ ১৭:৪৫, মে ৫ বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, আইস্লে এনডলোভু, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, তাদিওয়ানসি মারুমানি, জনাথন ক্যামফেল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।   টস ১৭:৩৩, মে ৫ ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটিতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।    স্বাগতম ১৭:২৬, মে ৫ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজ দিয়েই কাগজে-কলমে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২১ দেখায় ১৪ জয় টাইগারদের।  
তানজিদ নৈপুণ্যে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
সংক্ষিপ্ত স্কোর জিম্বাবুয়ে : ২০ ওভারে ১২৪/১০ বাংলাদেশ : ১৫ দশমিক ২ ওভারে ১২৬/২     তানজিদ নৈপুণ্যে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের ২২: ৩০, মে ৩ ভাগ্যকে রীতিমত সহায় করেই মাঠে নেমেছিলেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। অভিষেক ম্যাচে গুনে গুনে তিনবার ‘জীবন’ পেয়েছেন এই ওপেনার। শেষ পর্যন্ত তানজিদের ৪৭ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। বিস্তারিত : জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের   আবারও ‘জীবন’ পেলেন তানজিদ ২২: ০২, মে ৩ অভিষেক হাফ-সেঞ্চুরির পর ফের জীবন পেলেন তানজিদ। এনগারাভার খাটো লেংথের বলে পুল করেছিলেন। তবে ঠিকমতো খেলতে পারেননি। স্কয়ার লেগে বল আকাশে উঠলেও তা লুফে নিতে পারেননি কেউই। এতে অভিষিক্ত ম্যাচে তৃতীয়বার জীবন পেলেন তানজিদ। ১২ ওভারে বাংলাদেশ ৯১/২     অভিষেকেই ফিফটি তানজিদের ২২: ০২, মে ৩ জোড়া জীবন পাওয়ার সু্যোগ কাজে লাগিয়ে অভিষেকেই ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তানজিদ তামিম। ২ ছক্কা ও ৬ চারের মারে ৩৬ বলে ৫০ পূর্ণ করেন তিনি।   ১১ ওভারে বাংলাদেশ ৭৯/২   ফিরলেন শান্ত ২১: ৫২, মে ৩ লুক জংওয়ের করা ইনিংসের দশম ওভারে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন টাইগার দলপতি। কিন্তু ঠিকঠাক ব্যাটে না লাগায় শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন। এতে ১ বাউন্ডারিতে ২৪ বলে ২১ রানে ফিরলেন শান্ত। ৯ দশমিক ২ ওভারে ৫৭/২   ৫০ পেরিয়ে শান্তরা ২১: ৪৩, মে ৩ বৃষ্টি শেষে ফের শুরু হয়েছে খেলা। এই সময়ে দলীয় ৫০ পেরিয়েছে বাংলাদেশ।  ২৬ বলে ৩০ রানে তানজিদ এবং ২০ বলে ১৯ রানে ব্যাট করছেন নাজমুল। ৮ ওভারে ৫২/১   থেমেছে বৃষ্টি ২১: ৩৩, মে ৩ চট্টগ্রামে বৃষ্টি থেমেছে। মাঠের কাভারও সরানো হয়েছে। পুনরায় ৯টা ৪০ মিনিটে শুরু হবে খেলা। তবে ওভার কাটা পড়েনি।   ফের বৃষ্টি ২১: ১৭, মে ৩ চট্টগ্রামে আবারও হানা দিয়েছে বৃষ্টি। এতে খেলা বন্ধ। মাঠ কাভারে ঢাকা হয়েছে। ৭ দশমিক ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে শান্তর দল। ফলে ডি/এল নিয়মে ১ রানে এগিয়ে টাইগাররা।   দুবার ‘জীবন’ পেলেন তানজিদ ২১: ০৫, মে ৩ চট্টগ্রামে বৃষ্টি শেষে ফের শুরু হয়েছে খেলা। এরপর ব্যাটিংয়ে নেমেই জোড়া জীবন পেয়েছেন ওপেনার তানজিদ।  চতুর্থ ওভারে মুজারাবানিকে পুল করতে চেয়েছিলেন এই ওপেনার। তবে ঠিকঠাক টাইমিং না হওয়ায় আকাশে উঠে বল। তবে তা লুফে নিতে পারেননি মাদান্দে। সতীর্থের সঙ্গে সংর্ঘষে ক্যাচ মিস করেন এই কিপার। এরপর ওভারের শেষ বলে তানজিদের ক্যাচ ছেড়ে দেন দলপতি রাজা।  ৪ ওভার শেষে ১২/১   থেমেছে বৃষ্টি ২০: ৪৩, মে ৩ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি থেমেছে। সরানো হয়েছে কাভারও। মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়েছেন, রাত ৮টা ৫৫ মিনিটে খেলা শুরু হবে। তবে কোনো ওভার কাটা হয়নি।   বৃষ্টিতে বন্ধ ম্যাচ ২০: ২১, মে ৩ এনগারাভার করা তৃতীয় ওভার শেষেই চট্টগ্রামে নেমেছে বৃষ্টি। এতে খেলা আপাতত বন্ধ আছে। ৮ বলে ৩ রানে তানজিদ এবং অন্যপ্রান্তে ৭ বলে ৪ রানে অপরাজিত নাজমুল। ৩ ওভারে ১০/১   উইকেট বিলিয়ে দিলেন লিটন ২০: ১৪, মে ৩  রীতিমত উইকেট বিলিয়েই দিলেন ওপেনার লিটন। ইনিংসের প্রথম ওভারে দেখেশুনে ৫ রান তোলেন লিটন ও তানজিদ। তবে পরের ওভারের দ্বিতীয় বলেই বোল্ড অভিজ্ঞ লিটন। রিচার্ড এনগারাভারের গুড লেংথের ডেলিভারি প্যাডের ফাঁক গলে আঘাত হানে লিটনের স্ট্যাম্পে।     বিশ্বকাপ প্রস্তুতি মিশনে টাইগারদের লক্ষ্য ১২৫ ১৯:৫৫, মে ৩ শঙ্কা ছিল টাইগার বোলারদের দাপটের দিনে অল্পতেই গুটিয়ে যাবে জিম্বাবুয়ে। তবে সেই শঙ্কা রীতিমত দুঃস্বপ্নে রূপ দিয়েছে রোডেশিয়ানদের লোয়ার-অর্ডার। অষ্টম উইকেটে মাসাকাদজা ও মাদান্দের অবিচ্ছিন্ন জুটিতে ১২২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। বিস্তারিত : বিশ্বকাপ প্রস্তুতি মিশনে টাইগারদের লক্ষ্য ১২৫     ইয়র্কার এবং উইকেট! ১৯: ৪৪, মে ৩ এবার সাইফউদ্দিনের ইয়র্কারে বোল্ড মুজারাবানি। ক্রিজে আছেন জিম্বাবুয়ের শেষ জুটি মাসাকাদজা ও এনগারাভা।     ১৯ ওভারে ৮ উইকেটে ১১৮ ১৯: ৪২, মে ৩ ইনিংসের ১৯তম মারমুখী ব্যাটিংয়ে ইঙ্গিত দিয়েছিলেন মাসাকাদজা। তবে তাসকিনের দারুণ এক ইয়র্কারে পরাস্থ হন তিনি। এর মধ্য দিয়ে অষ্টম উইকেটে তার সঙ্গে মাসাকাদজার ৭৫ রানের জুটিও ভাঙল। ৩৯ বলে ৪৩ রানে ফিরলেন মাদান্দে।   ১০০ পার জিম্বাবুয়ের ১৯:৪০, মে ৩ শঙ্কা ছিল লজ্জার রেকর্ড গড়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার। তবে অষ্টম উইকেটে মাসাকাদজা ও মাদান্দের অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটিতে দলীয় ১০০ পেরিয়েছে তারা। ১৮ ওভার শেষে ১০৯/৭   জিম্বাবুয়ের প্রতিরোধ ১৯:৩৯, মে ৩ টপ-অর্ডারের ব্যর্থতার দিনে চমক দেখিয়েছে লোয়ার-অর্ডার। অষ্টম উইকেটে ৪৮ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ওয়েলিংটন মাসাকাদজা ও ক্লাইভ মাদান্দে।  মাদান্দে ২৯ রানে এবং ১১ রানে ব্যাট করছেন মাসাকাদজা।   ক্যাচ মিসের আক্ষেপ ১৯:১০, মে ৩ রিশাদের ওভারে মিড-অফে ক্যাচ তুলেছিলেন মাসাকাদজা। দৌড়ে ডাইভ দিয়েও সেটিকে লুফে নিতে পারেননি মাহমুদউল্লাহ। ১২ ওভারে ৭ উইকেটে ৬৪   ৫০ পেরোল জিম্বাবুয়ে ১৯:০৭, মে ৩ ১১ ওভারে ৫৬/৭ ইনিংসের ১১তম আক্রমণে এসেছিলেন শরীফুল। তবে এবারও টাইগার দলপতি হতাশায় ডুবিয়েছেন এই পেসার। উইকেটের দেখা পাননি। বিপরীতে এই ওভারে ৭ রান দেন তিনি।  চাপে পড়া রোডেশিয়ানদের টেনে তুলছেন মাসাকাদজা ও মাদান্দেকে।   সর্বনিম্ন স্কোরের পথে হাঁটছে জিম্বাবুয়ে ১৮:৪৯, মে ৩ আবারও উইকেট! ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসে লুক জঙ্গিকে ফিরিয়েছেন সাইফউদ্দিন। লং অনে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জঙ্গি। এতে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক দল। চট্টগ্রামে আজ যেন সর্বনিম্ন স্কোরের পথেই হাঁটছে জিম্বাবুয়ে। এই ফরম্যাটে তাদের সর্বনিম্ন স্কোর ৮২। চলতি বছরই শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ দশমিক ১ ওভারে গুটিয়ে গিয়েছিল তারা। আজও নতুন লজ্জার রেকর্ডের শঙ্কা জাগাচ্ছে সিকান্দার রাজার দল।   আবারও জোড়া উইকেট! ১৮:৪৩, মে ৩ রীতিমত অবিশ্বাস্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ যেন উইকেটের বৃষ্টি পড়ছে।  ইনিংসের সপ্তম ওভারে এসে ফের জোড়া উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। এতে ৯ বলের ব্যবধানে ৫ উইকেট হারাল সফরকারীরা। প্রথম বলে উইলিয়ামস এবং পরের বলেই বার্লকে ফেরান তাসকিন। রানের খাতা খোলার আগেই ফেরেন তারা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও দেখেশুনে সেই বলটি ছেড়ে দেন লুক জঙ্গি। ৭ ওভারে ৩৮/৬   জোড়া উইকেট খোয়ালো সফরকারীরা ১৮:৩৭, মে ৩ পরপর দুই বলে ২ উইকেট পেল বাংলাদেশ। রান আউটের ফাঁদে পড়ে কাটা পড়লেন ব্রায়ান বেনেট। ১৫ বলে ১৬ রান করে ফেরেন বেনেট।  এরপর ক্রিজে নেমেই প্যাভিলিয়নে ফেরেন সিকান্দার রাজাও। রোডেশিয়ানদের অধিনায়ককে টিকতে দেননি শেখ মেহেদি। তাকে সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। আর প্রথম স্লিপে কোনো ভুল করেননি লিটন। চোখের পলকে ১ উইকেটে ৩৬ থেকে ৪ উইকেটে ৩৬ রানে সফরকারীরা।     ফিরেই সাইফউদ্দিনের উইকেট ১৮:২৪, মে ৩ ১৮ মাস পর ফিরেই চট্টগ্রামে ম্যাজিক দেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন। পঞ্চম ওভারে তাকে আক্রমণে এনেছিলেন শান্ত। তার ফুল লেংথের সুইংয়ে রীতিমত খাবি খেয়েছেন অভিষিক্ত গাম্বি। শর্ট ফাইন লেগে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। জিম্বাবুয়ে : ৫ ওভারে ৩৬/২   আক্রমণে তাসকিন ১৮:২৩, মে ৩ ইনিংসের চতুর্থ ওভারে এসে বোলিংয়ে পরিবর্তন এনেছেন টাইগার দলপতি। আক্রমণে এসেছেন তাসকিন। বাউন্স আর পেসে এই ওভারে মাত্র ৫ রান দিয়ে শুরুটা করলেন তিনি। ৪ ওভারে ৩১/১   টানা তিন বাউন্ডারি ১৮:১৭, মে ৩ ব্যক্তিগত দ্বিতীয় ওভারটা মোটেই ভালো কাটলো না শরীফুলের। তার এই ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন ব্রায়ান বেনেট। শরিফুলের এই ওভার থেকে ১৩ রান তুলে নিয়েছে রোডেশিয়ানরা।   মেহেদীর আঘাত ১৮:১০, মে ৩ দুর্দান্ত এক ডেলিভারি! তাতেই পরাস্থ আরভিন।  বাঁহাতি আরভিনের বিপক্ষে স্পিনার মেহেদীকে আক্রমণে এনেছিলেন শান্ত। এতে সুফলও পেয়েছে লাল-সবুজ শিবির। মেহেদীর দ্বিতীয় বলেই উড়ে যায় ওপেনার ক্রেগ আরভিনের অফ স্টাম্পের বেলস। মাপা লেংথের বলে সামনে পায়ে একটু জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন আরভিন। তবে ব্যাটে না পাওয়ায় রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। ২ ওভারে ১৩/১     চারে শুরু গাম্বির ১৮:০৩, মে ৩ ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়েই আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হলো জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বির। একই ওভারে আরও একটি চার হাঁকিয়েছেন এই ওপেনার। শরীফুলের হাফ ভলিতে মাপা শটে তুলে নেন ৮ রান। ১ ওভার শেষে জিম্বাবুয়ে ৮/০    মেঘলা চট্টগ্রাম ১৭:৩৯, মে ৩ বন্দরনগরীর আকাশ আজ মেঘলা। এর সঙ্গে বাতাশও বইছে। এ ছাড়া উইকেটে ঘাসও রয়েছে। একাদশ ১৭:৩৩, মে ৩ বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।   তানজিদের অভিষেক ১৭:৩২, মে ৩ গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। ইতোমধ্যেই ১৫টি ওয়ানডে ম্যাচও খেলে ফেলেছেন। তবে টি–টোয়েন্টিতে অভিষেকের প্রহর গুনছিলেন বাঁহাতি এই ওপেনার। চট্টগ্রামে সেই অপেক্ষা ঘুচল। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের কাছ বুঝে নিলেন টি–টোয়েন্টি ক্যাপ।   টস ১৭:৩১, মে ৩ পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।   স্বাগতম ১৭:২৫, মে ৩ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজ দিয়েই কাগজে-কলমে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০ দেখায় ১৩ জয় টাইগারদের। অতীত পরিসংখ্যানকে পুঁজি করে ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচটা জয় পেতে চায় নাজমুল শান্তর দল। আর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটা জয় দিয়ে শুরু করতে চায় বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়েও।  
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ২৫ ওভারে ১০২/৬   ডি সিলভার পর মেন্ডিসও ব্যর্থ ১৭:০৫, এপ্রিল ১ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক ডি সিলভা। ৭ বলে ১ রানে হাসানের চতুর্থ শিকার হন এই ডান হাতি ব্যাটার। এরপর ৯ রানে কামিন্দু মেন্ডিসকে আউট করেন খালেদ আহমেদ।   মাদুশকার পর চান্দিমালের বিদায় ১৬:৪৪, এপ্রিল ১ মাদুশকার বিদায়ের পর ৭ বলে ৯ রান করে আউট হন চান্দিমাল। এবারেও দলের উইকেট  শিকারী হাসান। অভিষেক ম্যাচের পঞ্চম উইকেট শিকার করেন তিনি। দলীয় ৭২ রানে চার উইকেট হারিয়েছে লঙ্কানরা। মাদুশকাকে ফেরালেন হাসান মাহমুদ ১৬: ৩৬, এপ্রিল ১ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সঙ্গে নিয়ে লঙ্কান শিবিরে হাল ধরেন নিশান মাদুশকা। দুজনের ব্যাটে ভর করে দলীয় ফিফটি পূরণ করে লঙ্কানরা। ৪৫ বলে ৩৪ রান করে আউট হন মাদুশকা। হাসানের দ্বিতীয় শিকার হন তিনি। কুশল মেন্ডিসও বোল্ড ১৫: ৩৬, এপ্রিল ১ করুনারত্নের পর ক্রিজে নেমেছিলেন কুশল মেন্ডিস। এবার ডানহাতি এই ব্যাটারও বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে চেয়েছিলেন। ঠিকঠাক টাইমিং না হওয়ায় ২ রানে ফিরলেন এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ২ উইকেটে ১৫ রান শ্রীলঙ্কার।   করুনারত্নেকে হারাল শ্রীলঙ্কা ১৫: ১৬, এপ্রিল ১ যেভাবে খেলতে চেয়েছিলেন, সেভাবে বলটি উঠেনি। ব্যাটের নিচের অংশে লেগে ঢুকেছে স্টাম্পে। অভিষিক্ত হাসানের বলে বোল্ড হয়েচ ফিরেছেন করুনারত্নে। ১২ রানে প্রথম উইকেট হারাল সফরকারীরা।    ফের ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ১৫: ১৬, এপ্রিল ১ ৩৫৩ রানে এগিয়ে ছিল লঙ্কানরা। চাইলে বাংলাদেশকে ফলো-অন করাতে পারতো তারা। তবে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। চা-বিরতি শেষেই ব্যাট হাতে নেমেছেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা ও দিমুত করুনারত্নে।   ১৭৮ রানে থামল বাংলাদেশ ১৪: ৫৬, এপ্রিল ১ আসিতার বলে বোল্ড হয়েছেন খালেদ। এতে ১৭৮ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে ৩৫৩ রানে এগিয়ে থাকল শ্রীলঙ্কা। এখন চাইলেই স্বাগতিকদের ফলো-অন করাতে পারবে সফরকারীরা।   ফার্নান্দোর তৃতীয় শিকার ১৪: ৪৫, এপ্রিল ১ ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন মুমিনুল হক। তবে এবার তাকেও থামতে হলো।  ফার্নান্দোর ফুললেংথের বলে এলবিডব্লু হয়েছেন সাবেক এই দলপতি। রিভিউ নিয়ে আম্পায়ার্স কলে কাটা পড়েছেন তিনি। বাংলাদেশের বাকি আর মাত্র ১ উইকেট।   ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ ১৪: ২৯, এপ্রিল ১ জীবন পেয়েও কাজে লাগাতে পারেনি মিরাজ। অল্প সময়ের মধ্যেই ফিরেছেন ড্রেসিং রুমে। এতে ১৬৫ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ল বাংলাদেশ। জায়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের আর্ম ডেলিভারি ভুল লাইনে ডিফেন্ড করেন মিরাজ। সেটি প্যাডে লাগে তার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই অলরাউন্ডার। ৬২ ওভারে বাংলাদেশ ১৬৫/৮। ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ১৬৭ রান।   আরেকটি ক্যাচ মিস ১৪: ১০, এপ্রিল ১ বল মোকাবিলায় ধৈর্য ধরে রাখতে পারছিলেন না মিরাজ। তাই জয়াসুরিয়াকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে হাঁকাতে চেয়েছিলেন। যা ক্যাচ উঠেছিল। শর্ট কাভারে দীর্ঘ সময় পেয়েও সহজ ক্যাচ ফেলে দেন সাদিরা সামারাবিক্রমা।  বাংলাদেশ ১৫৫/৭, ৩৭৬ রানে পিছিয়ে   ফিরলেন দিপুও ১৩: ৪৬, এপ্রিল ১ ৭ রানে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তবে বেশিক্ষণ আর স্থায়ী হলেন না। লাহিরু কুমারার বলে স্কয়ারড আপ হয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।  ফলে উইকেট সপ্তম হারাল বাংলাদেশ। স্কোর ১৪৮/৭, প্রথম ইনিংসে পিছিয়ে ৩৮৩ রানে। ফলো-অন এড়াতে চাই আরও ১৮৩ রান।   অল্পের জন্য বাঁচলেন দিপু ১৩: ০৭, এপ্রিল ১ ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন তাইজুল-জাকির। তবে ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি সেগুলো। এবার বেঁচে গেলেন শাহাদাতও।  জয়াসুরিয়াকে ড্রাইভ করতে গিয়ে ফিরতি ক্যাচ তুলেছিলেন এই ব্যাটার। নাগালের মধ্যেই ছিল, তবে রাখতে পারেননি তিনি। এতে ৭ রানে জীবন পেলেন শাহাদাত।  বাংলাদেশ ৫০ ওভারে ১৪১/৬, ৩৯০ রানে পিছিয়ে    চিরচেনা ব্যর্থতায় লিটন ১৩: ০৭, এপ্রিল ১ এবারও ব্যর্থ লিটন। তবে কিছুটা পার্থক্য আছে। এবার প্রথম না, তৃতীয় বলে আউট হয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। প্রথম বলটি দেখেশুনে ডিফেন্ড করেছিলেন। পরের বলেই হাঁকান বাউন্ডারি। এরপর লেংথ খানিকটা কমিয়ে দিয়েছিলেন ফার্নান্দো। সেটা বুঝতে পারেননি লিটন। ডেকে এনেছেন মহাবিপদ। খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুশল মেন্ডিসের হাতে। এতে ৪ বলের মধ্যেই সেরা দুই ব্যাটারকে হারাল বাংলাদেশ।   সাকিব এলবিডব্লু ১২: ৫৯, এপ্রিল ১ সাকিবের বিদায়ে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। আসিতা ফার্নান্ডোর ভেতরের দিকে ঢোকা বল লাইন মিস করেন সাকিব। বাকি গল্পটা এলবিডব্লু। এরপর রিভিউতেও বদলাল না রড টাকারের সিদ্ধান্ত।  বল ট্র্যাকিং দেখিয়েছে, আম্পায়ার্স কল। এতে বাঁচল বাংলাদেশের রিভিউ। তবে ঠিকই উইকেট হারাল লাল-সবুজেরা।  বাংলাদেশ ১২৬/৫, পিছিয়ে ৪০৫ রানে।   প্রথম সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৩ উইকেট ১২: ০৭, এপ্রিল ১ চট্টগ্রামে তৃতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। তবে এরপরই দুই উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় টাইগার শিবির। প্রথম ঘণ্টার মতো পরের ঘণ্টায়ও ৩০ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় উইকেট জিইয়ে রাখলেও দ্বিতীয় ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে চাপে শান্তর দল। তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৪১ ওভারে বাংলাদেশ ১১৫/৪। ফলো-অন এড়াতে আরও ২১৭ রান করতে হবে ৪১৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক।   ২ ওভারে ২ উইকেট ১১: ৪৭, এপ্রিল ১ প্রথমে শান্ত! পরের ওভারে তাইজুলও। এতে পরপর দুই ওভারে ২ উইকেট হারাল বাংলাদেশ। ওপেনার জাকিরের মতো বোল্ড হয়েছেন নাইটওয়াচম্যান তাইজুল।  ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন তাইজুল। তবে ব্যাটের কোনায় লেগে লেগ স্ট্যাম্পে আঘাত করে বল। এতে ৬৬ বলে ২২ রানে সমাপ্তি ঘটে তাইজুলের ইনিংসের। ৩৭ ওভারে ১০৬/৪, ৪২৫ রানে পিছিয়ে বাংলাদেশ।   দ্রুতই ফিরলেন শান্ত ১১: ৩২, এপ্রিল ১ ব্যর্থতার ধারা বজায় রেখে দ্রুতই ড্রেসিং রুমের পথ ধরলেন নাজমুল হোসেন শান্ত। জায়াসুরিয়ার ফুল লেংথ ডেলিভারি অন ড্রাইভে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছেন টাইগার দলপতি। আউট হওয়ার আগে ১১ বলে করেছিলেন স্রেফ ১ রান। এতে চলতি সিরিজের তিন ইনিংসেই দুই অঙ্ক ছোঁয়ার আগে থামলেন শান্ত। ৩৬ ওভারে বাংলাদেশ ১০১/৩   প্যাভিলিয়নে জাকির ১১: ২৪, এপ্রিল ১ বেশ ভালোই বোলিং করছিলেন বিশ্ব ফার্নান্ডো। সেটারই পুরস্কার পেলেন। তার নৈপুণ্যে ফিফটির পরপরই থামলেন জাকির। এতে দিনের প্রথম উইকেট হারাল বাংলাদেশ, এতে তাইজুলের সঙ্গে ভাঙল তার ৪৯ রানের জুটি।  ৯৬/২, ৪৩৫ রানে পিছিয়ে বাংলাদেশ   জাকিরের অর্ধশতক ১১: ১৭, এপ্রিল ১ লঙ্কানরা রিভিউ হারানোর পরপরই ফিফটি তুলে নিয়েছেন জাকির। বিশ্ব ফার্নান্ডোকে চার মেরে ৯৭ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। অভিষেকে সেঞ্চুরির মাঠেই ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেলেন এবার।  বাংলাদেশ ৯০/১, ৪৪১ রানে পিছিয়ে   শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ ১১: ০৪, এপ্রিল ১ জাকির-তাইজুলের প্রতিরোধ ভাঙতে গিয়ে নিজেদের প্রথম রিভিউ হারাল শ্রীলঙ্কা। জাকিরের কট-বিহাইন্ডে রিভিউ নিয়ে কোনো লাভ হয়নি সফরকারীদের। ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারিতে জাকিরের ব্যর্থ ড্রাইভ উইকেটরক্ষকের গ্লাভসে যেতেই জোরাল আবেদন। তবে তাতে সাড়া দেননি ফিল্ড আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, বল ও ব্যাটের মাঝে স্পষ্ট দূরত্ব ছিল। মূলত জাকিরের ব্যাট মাটিতে আঘাত করার শব্দেই বিভ্রান্ত হন লঙ্কানরা।  দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে বাংলাদেশ। ৩০ ওভারে ৮৫/১। জাকির ৪৯* ও তাইজুল ৮*।   অল্পের জন্য বাঁচলেন জাকির ১০: ৩২, এপ্রিল ১ তৃতীয় দিনের ষষ্ঠ ওভারেই কঠিন পরীক্ষায় পড়েছিলেন জাকির। কুমারার অফ স্টাম্পের লেংথ ডেলিভারি আলতোভাবে জাকিরের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যায়। এরপর সামনে এগিয়ে বল ধরেন দ্বিতীয় স্লিপে থাকা কামিন্দু মেন্ডিস। তবে অল্পের জন্য ঘটেনি বিপদ।  শঙ্কা থাকায় টিভি আম্পায়ারের কাছে যায় বিষয়টি। রিপ্লেতে দেখা যায়, হাতে জমা পড়ার আগেই বল মাটি স্পর্শ করেছে। ২২ ওভারে বাংলাদেশ ৭২/১; জাকির ৪২* ও তাইজুল ৩*   ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশ ০৯: ৫৭, এপ্রিল ১  শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৩১ বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫ ওভারে ৫৫/১ বাংলাদেশের জন্য কাজটা কতটা কঠিন হবে, তা দ্বিতীয় দিনের স্কোরকার্ডই আভাস দিচ্ছে।   নাইটওয়াচম্যান তাইজুলকে নিয়ে তৃতীয় দিন শুরু করবেন জাকির। ২৮ রানে অপরাজিত এই ওপেনার, অন্যদিকে ৯ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তাইজুল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো স্বাগতম।   সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) : ০৯: ৫৬, এপ্রিল ১ শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৩১ বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫ ওভারে ৫৫/১ (জয় ২১, জাকির ২৮*, তাইজুল ০*; ভিশ্ব ৩-১-১২-০, আসিথা ৪-০-২১-০, কুমারা ৪-৩-৪-১, জায়াসুরিয়া ৪-১-১৩-০)