রাজধানীর যাত্রাবাড়ী থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জিয়াউর রহমান মুন্না (২৫) ও মো. হাসান (১৯)।
অভিযানে নেতৃত্বদানকারী সহাকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ খলিলুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ শনির আখড়া এলাকায় অবস্থান করছে বলে নির্ভরযোগ্য তথ্য পায় ডিবি। এমন তথ্যের ভিত্তিতে শনির আখড়া ব্রিজের ঢাল সংলগ্ন আবেদীন ভবনের সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
কেএফ