• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আশুগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩
আশুগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
নিহত সোহেল মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে খুন হয়েছেন সোহেল মিয়া (৩৫) নামে এক যুবক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জমির রাস্তা নিয়ে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সঙ্গে চাচা আবুল কাশেম মিয়ার ছেলে খলিল মিয়া, মাঈনউদ্দিন ও আলমগীরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোকন মিয়ার পরিবারের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে সোহেল মিয়াকে আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া বেদম প্রহার করেন।

এতে সোহেল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে গেছেন। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু-বাছুর নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
‘এক বাপের বাচ্চা হয়ে থাকলে সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’
আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার 
ভাইয়ের হাতে ভাই খুন, ঘাতক র‍্যাবের হাতে গ্রেপ্তার