ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ১২:১৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

১১ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কাখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন সরবরাহ শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ। 

সারকারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১শ' টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পুনরায় গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলনে নামেন কারখানার শ্রমিকরা। কয়েক দফায় মানববন্ধন করে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেয়া হয়। পরবর্তীতে গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর উৎপাদনে ফিরলো কারখানাটি।

বিজ্ঞাপন

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর আশুগঞ্জ ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |