টাঙ্গাইলের ঘাটাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ফুফাতো ভাই মিন্টুর ছুরিকাঘাতে খুন হয়েছেন মামাতো ভাই নাজমুল ইসলাম।
সোমবার (২৭ মে) সকালে উপজেলার লক্ষ্মীন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ মিন্টুকে আটক করেছে।
নিহত নাজমুলের বাবা আবুল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ দিন ভাগ্নে মিন্টু ৪ হাজার ৩০০ টাকা ধার নেয় ছেলে নাজমুল ইসলামের কাছ থেকে। আজ সকালে লক্ষ্মীন্দর এলাকায় আবেদ আলি মার্কেটের খায়রুলের দোকানে মিন্টুকে বসে থাকতে দেখে পাওনা টাকা চায় নাজমুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে নাজমুলকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া জানান, ঘটনার পরপরই মিন্টুকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।