• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ১৫:২৬
বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড
প্রফুল্ল কুমার মন্ডল। ছবি : সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত প্রফুল্ল কুমার মন্ডল (৭০) নামে এক আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫নং চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অপরাধে তাকে এ শাস্তি দেওয়া হয়।

প্রফুল্ল কুমার চরবানিয়ারি গ্রামের মৃত আদিত্য কুমার মন্ডলের ছেলে। তিনি চিতলমারী উপজেলাধীন চরবানিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

জানা যায়, এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা প্রফুল্ল কুমারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস।

তিনি বলেন, ‘চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে প্রফুল্ল কুমার মণ্ডল নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া কোথাও কোনো সমস্যা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
ময়মনসিংহে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেপ্তার
মেয়ে ও এপিএসসহ আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোরেলগঞ্জে এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ