মোংলায় সড়কে ফেলে যুবদল কর্মীসহ ৩ জনকে কুপিয়ে জখম

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৫:৫৬ পিএম


মোংলায় যুবদল কর্মীসহ ৩ জনকে কুপিয়ে জখম
ফাইল ছবি

বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার পূর্ব পাশের সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত যুবদল কর্মী রাহাত হোসেন মুন্নাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মুন্নার বাড়ি মোংলা পৌর শহরের গিয়াস উদ্দিন সড়কে। তিনি মৃত জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইনগর এলাকার এনামুল, রাজিব ও সোহেলসহ কয়েকজন যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল মুন্নার। সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা হলেও পরদিন দুপুরে এলোপাথাড়ি হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মুন্না, এব্রাহিম, রাশেদ ও হোসেনসহ ৫–৬ জন বন্ধু মিলে পৌরসভার পাশে সড়কে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ২৫–৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে মুন্না গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে রাশেদসহ আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মুন্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকেই শহরে অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে। আহত যুবদল কর্মীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission