• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাঙ্গামাটির সীমান্ত সড়কে পিকআপ খাদে, নিহত ১

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ১৫:২৬
রাঙ্গামাটির সীমান্ত সড়কে পিকআপ খাদে, নিহত ১
ছবি : সংগৃহীত

পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার নির্মাণাধীন সীমান্ত সড়কে একটি পিকআপ খাদে পড়ে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও ২ জন।

মঙ্গলবার (২৮ মে) রাতে বিলাইছড়ি-শুক্কছড়ি ৪ কিলোমিটার এলাকার পশ্চিমে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত নবী হোসেন (২৮) হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে।

এ ছাড়া গুরুতর আহতদের মোহাম্মদ কালামিয়া (৪০) এবং অপরজন মোহাম্মদ ইয়াসিন দুইজনই একই এলাকার বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে শুক্কুছড়ির ৪ কিলোমিটার নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়। আর দুজন গুরুতর আহত হন।

বুধবার (২৯ মে) সকালে রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালে তিনজন রোগী আনা হলে একজনকে মৃত পাওয়া যায়। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং হতাহতদের উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পর্যটকবাহী জিপ, আহত ১০ 
৫ ডিসেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন
রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১