রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ ও জেএসএস এই দুই দলের মধ্যে সকাল ৮টা থেকে থেমে গোলাগুলি চলে। এতে একজন নিহত ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।
নিহতের নাম রিপেল চাকমা। তিনি ইউপিডিএফ’র এরিয়া কামান্ডার ছিলেন। এছাড়াও আহত হয়েছেন- শিশু প্রজ্ঞা চাকমা (৫) ও মরত চাকমা। অন্যজনের নাম জানা যায়নি।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শুনেছি সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি নামক এলাকায় ইউপিডিএফ ও জেএসএস গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ নিহত হয়েছে কিনা সেটি জানা সম্ভব হয়নি। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
আরটিভি/এএএ