পুকুরে ফেলে শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
সাতক্ষীরায় দেড় মাস বয়সী কন্যাশিশুকে পুকুরে ফেলে হত্যা করেছে পাষণ্ড মা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার রইচপুর গ্রামে। ঘাতক ওই মায়ের নাম সুরাইয়া ইয়াসমিন (২৮)। তিনি রইচপুরের মুসা শেখের স্ত্রী বলে জানা গেছে। এ ঘটনায় সদর থানা পুলিশ সুরাইয়াকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম।
এ বিষয়ে সুরাইয়ার মা মাহমুদা ইয়াসমিন বলেন, ‘আমার মেয়ে দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত। রোববার দুপুরে তিনি তার দেড় মাস বয়সী কন্যাশিশুকে পার্শ্ববর্তী পুকুরে ছুড়ে ফেলে। পরে বাচ্চাটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং সুরাইয়াকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. সেলিম মোল্ল্যা বলেন, ‘আসামি সুরাইয়াকে মানসিকভাবে বিকারগ্রস্ত বলা হলেও আসলে তাকে সুস্থ বলে মনে হয়েছে। কন্যাশিশু হত্যার কথা সুরাইয়া স্বীকার করেছেন। তাকে জেলহাজতে পাঠানো হবে।’
এ বিষয়ে ওসি মহিদুল ইসলাম বলেন, ‘মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মন্তব্য করুন