হেফাজতে ইসলামের আল্টিমেটাম, সেই সহকারী অধ্যাপককে বদলি

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ১১:৪১ এএম


হেফাজতে ইসলামের আল্টিমেটাম, সেই সহকারী অধ্যাপককে বদলি
সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন। ছবি: আরটিভি

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে) সকালে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানা গেছে।  

বিজ্ঞাপন

এর আগে, রোববার হেফাজতে ইসলামের ‘৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের’ আল্টিমেটাম দেওয়ার পরদিন তাকে বদলি করা হয়েছে। 

নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তার একটি সংগঠন রয়েছে। এ ছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামে একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণ ও শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম। একাধিক প্রতিবাদ সমাবেশ ও স্বারকলিপি প্রদান করে।

রোববার নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সদস্যরা বেলা ১১টায় শহরের শিক্ষা চত্বরে প্রতিবাদ সভা করে। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামী নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নূরপুরী। বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার উপদেষ্টা আল্লামা বশির উদ্দিন, সিনিয়র সহসভাপতি মুফতি রশিদ আহমেদ, মুফতি রবিউর ইসলাম, সহসভাপতি প্রিন্সিপাল আব্দুল নূর, মাওলানা ইলিয়াছ শেরপুরী, মাওলানা ওলিউল্লাহ, দপ্তর সম্পাদক মুফতি নুরুল হুদা, মাওলানা হেফাজত নেতা সাদেকুর রহমান সিদ্দিকী, মাওলানা ছলিমুল্লাহ আজিজ, মুফতি আব্দুল বাছেদ, মাওলানা  আশরাফ হোসেন ভূঁইয়া, মাওলানা খোরশেদ আলম মক্কী, নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, মোজাহিদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্বারকলিপি দেন। এ সময় তারা শিক্ষক নাদিরা ইয়াসমিনকে ৪৮ ঘণ্টার মধ্যে বদলির আল্টিমেটাম দেন। এতে প্রশাসন ব্যর্থ হলে জেলায় যে কোনো অঘটনের জন্য প্রশাসন দায়ী থাকবে বলে উল্লেখ করেন তারা। আল্টিমেটামের পরদিন সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে নাদিরা ইয়াসমিনকে বদলি করা হয়। 

বিজ্ঞাপন

হেফাজতের আল্টিমেটামের মুখে কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে বদলির আদেশের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক।’

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission