• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেনীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ২০:৪৯
ফেনীতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 
ছবি : আরটিভি

ফেনীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ৫০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

বুধবার (২৪ জুলাই) বিকেলে ফেনীর শহীদ মিনার চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ অনেকে।

নিজাম হাজারী বলেন, গত কয়েকদিনের কারফিউ ও নাশকতার কারণে নিরীহ অসহায় মানুষ কাজকর্ম না করতে পেরে কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। এটি মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ফেনীতে আমরা ৫০ হাজার নিরীহ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে, যাতে খেটে খাওয়া মানুষকে কষ্ট সহ্য করতে না হয়। সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। নাশকতাকারীদেরকে কোন ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, ফেনীতে গত কয়েকদিনে নাশকতার অভিযোগে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ফেনীর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা
ফেনীর মহিপাল বাস টার্মিনালের কাজ শুরু
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে নৌবাহিনীর সহায়তা