একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৫ জুন ২০২৫ , ০৩:২৪ পিএম


একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ 
ছবি: আরটিভি

ফেনী জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন বিবি আমেনা নামের একজন গৃহবধূ। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। মা ও তিন নবজাতক সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিন সন্তানের জন্ম দেওয়া এই গৃহবধূ সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে প্রসববেদনা নিয়ে বেসরকারি রয়েল হাসপাতালে ভর্তি হন আমেনা। গাইনি বিশেষজ্ঞ ডা. নূরে আখতার সুমির তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে তার গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর পরিবারের সম্মতিতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে সফলভাবে অপারেশন সম্পন্ন করেন ডা. নূরে আখতার সুমি। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. আসিফ ইকবাল।

রয়েল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন—এটাই আমাদের বড় সার্থকতা। সবাই নবজাতকদের জন্য দোয়া করবেন।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission