ঢাকাSaturday, 28 June 2025, 14 Ashaŗh 1432

ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৮:৪৪ এএম


loading/img
ছবি : আরটিভি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের ১২৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার ডাকাতিয়ার বড় বাজারের আসমতের দোকান থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। 

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডাকাতিয়ার বড় বাজারের আসমতের দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের সরকারি চাল উদ্ধারসহ দুই জনকে হাতেনাতে আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করে ইউএনও।

সরকারি চাল উদ্ধার বিষয়ে ভালুকার ইউএনও আলীনূর জানান, দোকানের ভিতরে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের চাল সরকারি বস্তা পালটিয়ে প্লাস্টিকের বস্তায় চাল ভরে অন্য উপজেলায় নিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এ সময় চালসহ দুই কালোবাজারিকে আটক করা হয়েছে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |