ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ১২ জন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার রাগামারা রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বুধবার (২৫ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মোবারক হোসেন
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে যান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা, ফায়ার সার্ভিস কর্মী ও ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ চালান। ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যান। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মোবারক হোসেন বলেন, দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আরটিভি/এমকে/এআর