• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

কসবা সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১৬:২৭
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

এর আগে, সোমবার বিকেলের দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আহতরা হলেন, নেত্রকোণার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।

তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো. আজিজুল ইসলাম।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে প্রাণ গেল যাত্রীর 
পরীক্ষা চলাকালে অসুস্থ ৩০ ছাত্রী, যা বলছে কর্তৃপক্ষ