ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে আ.লীগ নেতার বাড়ি নির্মাণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০১:৫৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে কাজ করার অভিযোগ উঠেছে মনিয়ন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হুমায়ূন চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তাই অতিরিক্ত পুলিশ এলাকায় অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন।

জানা যায়, সোমবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ির কাজ শুরু করেন ওই আওয়ামী লীগ নেতা ও তার লোকজন। যদিও মামলা থাকায় আত্মগোপনে থেকেই নির্দেশনা দিচ্ছেন তিনি। এ অবস্থায় স্থানীয়রা আইনের প্রতি সম্মান রেখে বাঁধা দিলে তা অমান্য করে কাজ শুরু করেন ওই নেতার লোকজন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার মনিয়ন্দ মৌজার শিকারমুড়া এলাকায় বসতবাড়ির জমি নিয়ে ইকবাল চৌধুরীর সঙ্গে হুমায়ূন চৌধুরীর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা আদালতে চলমান থাকায় চলতি বছরের ১ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত শান্তিশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন। 

এ দিকে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ শুরু করেন হুমায়ূন ও তার লোকজন। এ ঘটনায় ইকবাল মিয়া আখাউড়া থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, আমরা আদালতের আদেশ পেয়েছি। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |