ব্রাহ্মণবাড়িয়া একটি বিড়ালের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদের ইউনিয়নের বরিশাল গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক জান্নাতুল মাওয়া।
বিজ্ঞাপন
আহতরা হলেন- সাবিকুন্নাহার (৩০), রামীম ভূইয়া (১০) ও খাদিজা (৫)। তারা সবাই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল মাওয়া বলেন, হাসপাতালে ৩ জন চিকিৎসা নিতে আসেন। তারা জানান, একটি বিড়াল তাদেরকে কামড়ায়। পরে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
তবে বিড়ালটি গৃহপালিত নাকি বাইরের তা জানা যায়নি বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরটিভি/এমকে