মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান মারা গেছেন

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৮:০১ পিএম


মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান আর নেই
ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক শাহজাহান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বিজ্ঞাপন

বুধবার (১১ জুন) ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার স্ত্রী, আত্মীয়–স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক শাহজাহান খান জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় মাদারীপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলা শহরের পানিছত্র এলাকায়।

শাহজাহান খান দীর্ঘ ৪ বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ অসুস্থ হয়ে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার গণমাধ্যমকর্মী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

সাংবাদিক শাহজাহান খান দৈনিক ইত্তেফাক ছাড়াও স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘ ৫৫ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রেখেছেন। এর জন্য গত তিন বছর আগে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেন। 

প্রবীণ গুণী এই সাংবাদিকের মৃত্যুতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission