• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর নগ্ন ভিডিও ধারণ, আটক ৬ 
ফরিদপুরে বয়লার বিস্ফোরণ, আহত ৩
ফরিদপুরের মধুখালীতে ব্রয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার আলতু খান জুট মিলের এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো. সাহাবুদ্দিন সরদার (৩১), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের ছেলে ফারুক শেখ (৩৩) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব শেখ (৪৬)। এদের মধ্যে ফারুক শেখ ও বিপ্লব শেখের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, বিস্ফোরণে আহতদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হচ্ছে। এ ব্যাপারে মধুখালী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিডার মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে আমাদের কোনো তথ্য জানা নেই। তবে আলতু খান জুট মিলে বিকট শব্দ শুনতে পেয়েছি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সবাইকে সার্জারি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আরটিভি/এএএ/এস
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিজয় দিবসে ফরিদপুরে সড়কে ঝরল ৩ প্রাণ
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু
ফরিদপুরের সালথায় জুবায়ের শেখ (২৪) নামে এক মাদক কারবারি ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মো. জাফর শেখ (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  মো. জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ। এ সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। এ সময় স্ট্রোক করে তিনি মারা যান। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, থানা পুলিশের একটি টিম নিয়ে দিয়াপাড়া গ্রামের জুবায়ের শেখ নামে এক মাদক কারবারিকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় আনা হয়। পরে খবর পেলাম ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। আরটিভি/এএএ/এআর 
ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক বন্ধু ও মোটরসাইকেল আরোহী খালিদ শেখ (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নাগারদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী। নিহতরা হলেন- শাওন মাতুব্বর (২৪) ও তাজিম সরদার (২২)। নিহত মোটরসাইকেল চালক শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতব্বরের ছেলে। আর তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে। এ দিকে আহত খালিদ শেখকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, মোটরসাইকেলে তিন বন্ধু শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার অকটেন ভরার জন্য ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের  সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিলেন। তারা ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত খালিদ শেখের অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়‌। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যান। পরে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে মারা যান শাওন মাতুব্বর। এ ঘটনায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ আরটিভি/এমকে
জেলের জালে ধরা বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল, দেখতে উৎসুক জনতার ভিড়
ফরিদপুরের আলফাডাঙ্গার দিকনগর এলাকায় মধুমতি নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় গ্যাভিয়েল বা ঘড়িয়ালের একটি বাচ্চা। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিকনগর ঘাটে জেলেরা ঘড়িয়ালের বাচ্চাটাকে নিয়ে আসলে তা দেখতে ভিড় জমান তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিকনগর এলাকার সুধাংশুসহ কয়েকজন জেলে মাছ ধরতে মধুমতি নদীতে জাল ফেলেন। শেষ রাতের দিকে জাল তুলতে গিয়ে জেলেদের চোখে পড়ে জালে আটকা একটি ঘড়িয়ালের বাচ্চা। এটিকে জেলেরা কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পাশে থাকা অন্য জেলেদের সহযোগিতায় ঘড়িয়ালটিকে নৌকায় তোলেন জেলেরা। পরে জেলেরা ঘড়িয়ালটি নিয়ে আসেন দিকনগর ঘাটে। অর্ধমৃত অবস্থায় ধরা পড়া এই প্রাণীটিকে দীর্ঘ সময় ডাঙ্গায় রাখার কারণে মারা যায়। পরে স্থানীয়রা প্রাণীটিকে মৃত অবস্থায় নদীতে ফেলে দেন। দিকনগর ঘাটে ঘড়িয়ালটিকে আনার পর জেলেদের জালে কুমির ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে সেটি একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। কেউ কেউ প্রাণীটির ছবি তুলে মধুমতি নদীতে কুমির ধরা পড়েছে লিখে ছড়িয়ে দেন ফেসবুকে। স্থানীয় জেলে সুধাংশু গণমাধ্যমকে জানান, এর আগেও তারা মধুমতি নদীতে কুমির ভাসতে দেখেছেন। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে মধুমতিতে কুমির ভেসে বেড়ানোর একটি ভিডিও ভাইরালও হয়েছে। দুপুরের দিকে ঘড়িয়ালটি মারা যায়। আরটিভি/এএএ   
বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল আলম আশিক মুন্সি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে সদরপুর বাজার এলাকার দর্জিগলির সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদ ওরফে ছিতু মুন্সির ছেলে। জানা যায়, আশিক বাড়ি থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আটরশির দিকে যাচ্ছিলেন। পথে সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক মহাসড়কে সদরপুর বাজারের দর্জিগলির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এস
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
জীবন দেব, তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমাদের আকাশের কালো মেঘ পুরোপুরি কেটে যায়নি। কালো শকুন থাবা মেলার চেষ্টা করছে এখনও। তবে মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলতে পারি,  জীবন দেব, তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে সবাই মিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি কল্যাণরাষ্ট্র গঠন করব। আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো হানাহানি থাকবে না। মন্দির পাহারা দেওয়ার দরকার হবে না। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামীতে যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর ওপর ভরসা রেখে মোকাবিলা করবো। আমরা দারুণ আশাবাদী যে আগামীতে একটি সোনালি বাংলাদেশ গঠন করা যাবে। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যাপারে অপবাদ- জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। ভাব এমন যেন, সব ঘরের জন্য আমরা পিতলের তালা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরদিন পুরুষদের ডেকে বের করে বাইরে থেকে তালা মেরে দেব যে তোমরা আর বের হতে পারবে না নারীরা যারা আছ। জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য আবদুল তাওয়াব, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহসান মাবুরুর ও সাবেক ডেপুটি জেনারেল সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ। আরটিভি/এমকে
ফরিদপুরে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় ওবায়দুর মোল্লা (৩৫) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে থানা পুলিশ ওবায়দুরকে গ্রেপ্তার করে।   গ্রেপ্তার ওবায়দুর বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।   থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) মরদেহ বাড়ির পাশের গমখেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদী হয়ে ঘটনার পরদিন বোয়ালমারী থানায় একই গ্রামের ওবায়দুর মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮। মামলায় চলতি বছরের ২৪ মার্চ ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।   জানা যায়, নিহত মনিরার স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরাকে হত্যা করে বাড়ির পাশের গমখেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর। আসামিকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালমারী থানার উপপরিদর্শক আ. লতিফ মণ্ডল জানান, হত্যা মামলায় ওবায়দুর অপরাধী হিসাবে শনাক্ত হয়। হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ বছর আত্মগোপনে ছিলেন আসামি। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওবায়দুরকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেপ্তারের পর বুধবার ফরিদপুর আদালতে পাঠানো করা হয়েছে। আরটিভি/এএএ/এস