• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
ফরিদপুরে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় ওবায়দুর মোল্লা (৩৫) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে জেলার সদরপুর উপজেলার এলাকা থেকে থানা পুলিশ ওবায়দুরকে গ্রেপ্তার করে।   গ্রেপ্তার ওবায়দুর বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের ওয়াহেদ মোল্লার ছেলে।   থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের প্রবাসী আফসার মোল্যার স্ত্রী মনিরা বেগমের (৩০) মরদেহ বাড়ির পাশের গমখেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মনিরা বেগমের ভাই রবিউল মোল্যা বাদী হয়ে ঘটনার পরদিন বোয়ালমারী থানায় একই গ্রামের ওবায়দুর মোল্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৮। মামলায় চলতি বছরের ২৪ মার্চ ৩০২ ও ২০১ এর (৩৪) ধারায় ওবায়দুর মোল্যাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।   জানা যায়, নিহত মনিরার স্বামী প্রবাসে থাকার করণে ওবায়দুরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা চাচি-ভাতিজা। প্রেমের সম্পর্ক ফাটল ধরার জেরে ২০১৯ সালের ১৫ মার্চ মনিরাকে হত্যা করে বাড়ির পাশের গমখেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যান ওবায়দুর। আসামিকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালমারী থানার উপপরিদর্শক আ. লতিফ মণ্ডল জানান, হত্যা মামলায় ওবায়দুর অপরাধী হিসাবে শনাক্ত হয়। হত্যাকাণ্ডের পর থেকে পাঁচ বছর আত্মগোপনে ছিলেন আসামি। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওবায়দুরকে সদরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ফাঁসির আসামি ওবায়দুরকে গ্রেপ্তারের পর বুধবার ফরিদপুর আদালতে পাঠানো করা হয়েছে। আরটিভি/এএএ/এস
সাবেক এমপি নিক্সনের সহযোগী শামীম গ্রেপ্তার
দেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে: শামা ওবায়েদ
মোটরসাইকেলচাপায় প্রাণ গেল মা-মেয়ের 
স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের
নিক্সন চৌধুরীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করেন।  মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ। মামলায় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। জানা যায়, উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে রোববার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করে। এ দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনায় ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ওরফে বিটু মুন্সী। এ বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, রোববার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম। আরটিভি/এমকে
ট্রেনে বসা নিয়ে বাগবিতণ্ডা, বহিরাগতদের ডেকে হামলা চালালেন স্কুলশিক্ষক
ফরিদপুরের ভাঙ্গায় সিটে বসাকে কেন্দ্র করে ট্রেনের ভেতর দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার পুখুরিয়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে। বুধবার (৬ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী। স্টেশন সূত্র জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন এক নারী। ফরিদপুর রেলস্টেশন থেকে জাকির মোল্লা নামের এক শিক্ষক ও তার স্ত্রী ওঠেন। জাকির মোল্লা ট্রেনের সিট না পেয়ে ওই নারীকে একটু চেপে বসে স্ত্রীকে বসতে দেওয়ার অনুরোধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে শিক্ষক জাকির মোল্লার বাগবিতণ্ডা হয়। পরে জাকির মোল্লা বহিরাগতদের ফোন করে ডেকে হামলা করে। এতে দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। এ বিষয়ে জাকির মোল্লা গণমাধ্যমকে বলেন, ওই নারীকে চেপে বসে আমার স্ত্রীকে বসতে দিতে অনুরোধ করি। এ সময় আমাদের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তাই আত্মীয়-স্বজনরা শুনে হামলা করেছে। পুখুরিয়ায় আমার বহু আত্মীয়-স্বজন রয়েছেন। তারা এলাকার লাঠিয়াল বাহিনী। আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে তাদের এ পরিণতি হয়। এ ব্যাপারে ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী বলেন, শুনেছি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলস্টেশনে একটা মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। আরটিভি/এমকে
জাতীয় পার্টির অফিসে হামলার নিন্দা জানালেন রিজভী
জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে। এ সব হামলার ঘটনাকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তার বাড়ি-ঘর বা কার্যালয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগে সমর্থন করে না বিএনপি। সোমবার (৪ নভেম্বর)  ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।  রুহুল কবির রিজভী বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়। যে দলেরই হোক যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।  এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। আরটিভি/আইএম-টি  
মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়া আক্তার শিমু (২০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী প্রান্ত সরকার (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শিমু ঝিনাইদাহ সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামের মৃত কামাল মুন্সীর মেয়ে। তার স্বামী প্রান্ত সরকার রাজধানীর ভাটারা এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে। তারা দুইজন মোটরসাইকেলে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন বলে জানা গেছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক এম এ নোমান গণমাধ্যমকে জানান, উপজেলার সলিলদিয়া এলাকায় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় এক্সপ্রেসওয়ের গার্ডরেলের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সুমাইয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। পরে প্রান্ত সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এএএ
অটোরিকশাচালক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
ফরিদপুরে অটোরিকশাচালক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  রোববার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নওয়াব আলী মৃধা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার খাসকান্দি দীঘিরচালা গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে শাহিদ শেখ (৩৮) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনি গ্রামের মৃত হালিম শিকদারের ছেলে নজরুল সিকদার (৩৩)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাব্বি খান (২৩) সদর উপজেলার অম্বিকাপুর ধুলদি গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার বনি গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে হৃদয় হোসেন বাবুল (২৭) ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। অনেক রাত হলেও তিনি আর ওইদিন বাড়ি ফেরেননি। নিখোঁজের দুদিন পর কাজীরটেক এলাকায় বেড়িবাঁধের পাশ থেকে বাবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মামা দেলোয়ার হোসেন ফরিদপুর কোতয়ালি থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে শনাক্ত করে। পরে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নওয়াব আলী মৃধা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন। আরটিভি/এমকে
অবৈধভাবে মজুত করা চার হাজার বস্তা সার জব্দ
ফরিদপুর শহরের নদী বন্দর সিঅ্যান্ডবি ঘাট ও ধলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড় এলাকায় একটি গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা অবৈধভাবে মজুত করা ডিএপি কীটনাশক সার জব্দ করেন। এ সময় কার্গো এবং গোডাউন সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি কার্গোতে থাকা ১ হাজার ৬০০ বস্তা ও ধলার মোড়ের গোডাউনে থাকা ২ হাজার ৪০০ বস্তা সার জব্দ করা হয়েছে। গোডাউন সিলগালা করা হয়েছে। অভিযান কালে গোডাউন মালিককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে ফরিদপুর নৌ পুলিশের কর্মকর্তা মাসুদুল আহমেদ গণমাধ্যমকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা কার্গোতে খেয়াল রাখছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো মালামাল অপসারণ করতে দেওয়া হবে না। কার্গোতে থাকা মালামাল জব্দ করা হয়েছে।  আরটিভি/এএএ/এসএ