ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (১ জানুয়ারি) ভোরে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক নুরুল আলম (২৬) এবং তার সহযোগী ঝিনাইদহ জেলার তেঁতুলবাড়িয়া এলাকার রফিকুল মালিথার ছেলে আব্দুল কাদের মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঢাকা যাচ্ছিল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এলে ট্রাকের একটি চাকা ফেটে যায়। ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল আলম ও তার সহযোগী আব্দুল কাদের মিয়া মারা যান। এই ঘটনায় আহত হন বাসের অন্তত ৫ যাত্রী। খবর পেয়ে টহলে থাকা হাইওয়ে পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাইওয়েতে দায়িত্বরত পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এএএ