• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর নগ্ন ভিডিও ধারণ, আটক ৬ 
এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।  বুধবার (১ জানুয়ারি) ভোরে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক নুরুল আলম (২৬) এবং তার সহযোগী ঝিনাইদহ জেলার তেঁতুলবাড়িয়া এলাকার রফিকুল মালিথার ছেলে আব্দুল কাদের মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঢাকা যাচ্ছিল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এলে ট্রাকের একটি চাকা ফেটে যায়। ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল আলম ও তার সহযোগী আব্দুল কাদের মিয়া মারা যান। এই ঘটনায় আহত হন বাসের অন্তত ৫ যাত্রী। খবর পেয়ে টহলে থাকা হাইওয়ে পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাইওয়েতে দায়িত্বরত পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এএএ
বিজয় দিবসে ফরিদপুরে সড়কে ঝরল ৩ প্রাণ
মোটরসাইকেলচাপায় প্রাণ গেল মা-মেয়ের 
নিক্সন চৌধুরীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ট্রেনে বসা নিয়ে বাগবিতণ্ডা, বহিরাগতদের ডেকে হামলা চালালেন স্কুলশিক্ষক
মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়া আক্তার শিমু (২০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী প্রান্ত সরকার (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শিমু ঝিনাইদাহ সদর উপজেলার গাননি মাধবপুর গ্রামের মৃত কামাল মুন্সীর মেয়ে। তার স্বামী প্রান্ত সরকার রাজধানীর ভাটারা এলাকার আলাউদ্দিন সরকারের ছেলে। তারা দুইজন মোটরসাইকেলে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন বলে জানা গেছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক এম এ নোমান গণমাধ্যমকে জানান, উপজেলার সলিলদিয়া এলাকায় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় এক্সপ্রেসওয়ের গার্ডরেলের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সুমাইয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। পরে প্রান্ত সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এএএ
চলন্ত বাস উল্টে গেল মহাসড়কে, সুপারভাইজার নিহত
ফরিদপুরের নগরকান্দায় মহাসড়কের ওপর চলন্ত যাত্রীবাহী বাস উল্টে মারা গেছেন বাসের সুপারভাইজার। এ সময় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম। নিহত ওই বাস সুপারভাইজারের নাম রাজন বেপারী। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি বাস গজারিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ৩ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সেপটিক ট্যাংক থেকে ৪০ হাজার ডলার উদ্ধার
৪০ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না চোরের। ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ ওই চোরকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া ডলার। শুক্রবার (২৪ মে) সকালে পুলিশ অভিযান চালিয়ে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে মেহেদী হাসান তামিমকে (২৭) আটক করেছে।  এ সময় তামিমের দেওয়া তথ্যমতে, তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে ডলারগুলো উদ্ধার করে। এ ঘটনায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।  এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই মনির হোসেন বলেন, ‘মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় তামিম। কাজ করার এক ফাঁকে ইঞ্জিনিয়ারের ছোট ভাই অস্ট্রেলিয়ায় থাকেন। তাকে পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার (ইউএস) ডলার। যা বাংলা টাকায় প্রায় ৪৭ লাখ টাকা।’  তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গায় পালিয়ে আসেন। পরে তৌহিদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কলম কিনতে গিয়ে গাড়িচাপায় স্কুলছাত্রের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় কলম কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসিন শেখ বাপ্পী (৯)। সোমবার (২০ মে) ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। শেখ বাপ্পী ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের চুমুরদী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে চুমুরদী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের খোকন শেখের ছেলে। পরিবারের বরাতে পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ডে কলম কিনতে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে গাড়িচাপায় গুরুতর আহত হয় ইয়াসিন শেখ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আহতাবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মৃত্যু হয়।
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফরিদপুরের ভাঙ্গায় নেশাগ্রস্ত এবং বিকৃত স্বভাবের স্বামী দীপের সংসার ছাড়তে মশলা বিক্রেতার মেয়ে প্রিয়ন্তী সাহা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে ভাঙ্গা উপজেলা পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। জানা গেছে, প্রিয়ন্তীর স্বামী দীপ একজন শিল্পপতির ছেলে। আর প্রিয়ন্তীর বাবা কুমারেশ সাহা ভাঙ্গায় ফুটপাতের পাশে মশলা বিক্রি করে সংসার চালান। সংবাদ সম্মেলনে  প্রিয়ন্তী জানান, আমার বাবা-চাচাদের অনেক লোভ দেখিয়ে আমাকে বিয়ে করে দীপ। আমার বাবা সুখের কথা ভেবে আমাকে বিবাহ দেন ভাঙ্গা বাজারের ধনাঢ্য ব্যবসায়ী রবিন সাহার ছেলে দীপের সঙ্গে। বিবাহ হয় গত ২৬ ফেব্রুয়ারি। হিন্দু ধর্মের রীতি-নীতিতে অনেক কিছু করতে হয়, যা দীপ প্রথম রাতেই বিবাহ সম্পন্ন না করে নেশায় আসক্ত হন। সে আমাকে একা রেখে নেশা করতে বাসা থেকে বেরিয়ে যায়, ফিরে আসে ভোররাতে। তাই নেশাগ্রস্ত স্বামীর সঙ্গে কোনোভাবেই আমার সংসার করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন স্ত্রী প্রিয়ন্তী। তিনি জানান, তাকে জোর মদপান করতে হতো। মদ না খেলে শারীরিক নির্যাতন চালিয়ে টয়লেটের মধ্যে আটকে রাখত। এছাড়া আমার ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে সে সেটা চেঞ্জ করে বিভিন্ন অশ্লীল ছবি ফেসবুকে ছেড়ে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। এ নিয়ে আমি ভাঙ্গা থানায় অভিযোগ করেছি। প্রিয়ন্তীর মা শিখা সাহা জানান, নেশাগ্রস্ত ছেলে দীপ আমার মেয়ে প্রিয়ন্তীর জীবনটা বিপন্ন করে ফেলেছে। ছেলে যে এমন নেশাগ্রস্ত তা জানলে কিছুতেই তার কাছে বিয়ে দিতাম না মেয়েকে। এছাড়া দীপের পরিবার অনেক ভয়ভীতি দেখাচ্ছে। আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রিয়ন্তীর চাচা গোপাল সাহা জানান, নেশাগ্রস্ত ছেলের কাছে আমার ভাতিজি মেধাবী শিক্ষার্থীকে প্রিয়ন্তীকে বিয়ে দেওয়ার পর তার জীবনটা বিপন্ন করে ফেলেছে। আমরা এর বিচার চাই।   দীপের চাচা রাজকুমার সাহা জানান, আমার ভাইয়ের একমাত্র ছেলে দীপ। আমরা অনেক আনন্দ করে বিয়ে করিয়েছিলাম, কিন্তু দীপ মানসিকভাবে কিছুটা অসুস্থ। মনে করেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে।  এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ বলেন, দীপের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পেয়েছি। দীপ তার স্ত্রীকে দিয়ে মদপানসহ বিভিন্ন অনৈতিক কাজ করাতে জোর করত। পরে তার স্ত্রী প্রিয়ন্তীকে আমরা উদ্ধার করে ওর বাবা-মায়ের হাতে দিয়েছি। এরপরও স্বামী দীপ কোনো অন্যায় করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজ সন্তানের মৃত্যুর খবর শুনে মারা গেছেন এক মা।  শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নিহত স্কুলছাত্র হাসিব মোল্যার (১৮) পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, নিহত হাসিবের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদীতে। নিখোঁজের একদিন পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ছেলের মরদেহ পাওয়া গেছে শুনে মারা যান তার মা হেলেনা বেগম (৪৫)। হাসিব মোল্যা পূর্ব সদরদীর বাস্তখোলা গ্রামের ফরহাদ হোসেন মোল্যার ছেলে। তবে হাসিবের পরিবার জীবিকার তাগিদে দীর্ঘ বছর ধরে ঢাকার ডেমরার সারুলিয়া নামক এলাকায় বসবাস করে আসছেন। বাবা ফরহাদ হোসেন ডেমরা এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। হাসিব ডেমরা এলাকার একটি স্কুলে দশম শ্রেণির ছাত্র।  এ ঘটনায় শোকে স্তব্ধ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভা এলাকার ছিলাধরচর বাস্তুখোলা গ্রামে নিহতদের স্বজনরা। এ ব্যাপারে হাসিবের চাচা মো. বিপ্লব মোল্যা বলেন, ঈদের নামাজ পড়তে বন্ধুদের নিয়ে বাসা থেকে বের হয় হাসিবুল। এরপর হাসিবুল মোল্যা আর বাসায় ফেরেনি। তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ ছিল। হাসিবকে তার বন্ধুরা ডেকে নিয়ে হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।   এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ডেমরার একটি খাল থেকে হাসিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ইতোমধ্যে এ সংক্রান্ত কিছু সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছি। সেখানে দেখা গিয়েছে হাসিবসহ তিন বন্ধু মিলে মদ নিয়ে ঘুরছেন। পরে একটি বাড়িতে গিয়ে তিন বন্ধু মিলে মদ পান করেন। ওই রাতেই কাউকে না বলেই হাসিব বাড়ি থেকে বের হন। রাস্তা দিয়ে হেঁটে একটি ব্রিজে বসেন।  ওসি আরও বলেন, সেখান থেকে খালের পানিতে পড়ে হাসিবের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপাতত থানাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।