ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী।
নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা হেলপার মো. হায়দার আলী (৩২)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়। তারা এলে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমকে/এস