• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
নড়াইলে ছিনতাই হওয়া আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই
নড়াইলে কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনেরা। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।  ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম ছাব্বির শেখ (২৫)। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে আরবি পড়ে রঘুনাথপুরে নিজ বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষার্থী নাসিম শেখ। চাঁদপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  পরে গত ২৬ সেপ্টেম্বর নাসিম শেখকে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে বিজ্ঞ আমলি আদালতে পিটিশন দাখিল করেন মা তানিয়া সুলতানা জোনাকি। চলতি সাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করেন। একপর্যায়ে গতকাল শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বিরকে গ্রেপ্তার করে।  এ সময় তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের পথ আটকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা।  কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া ওই আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  এর আগে গত ২৩ নভেম্বর নড়ল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক আসামি বিল্লাল শেখকে (৫০) হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছিল স্বজনরা। পরে গত ৬ ডিসেম্বর গাজীপুর নগরের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আরটিভি/এএএ   
ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার
কালিয়ায় ওয়ানশুটার গানসহ যুবক গ্রেপ্তার
অর্থাভাবে গুলিবিদ্ধ সিফায়েতের ওষুধ কিনতে পারছে না পরিবার
নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র আসুয়াতের
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পার হলেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত। এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজবাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) সাধারণ ডায়েরি (জিডি) করে।  এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নববধূর শ্লীলতাহানি 
স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বখাটেদের হাতে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক নববধূ (১৯)।  শনিবার (২২ জুন) নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দুজনকে আসামি করে কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী নারী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্বামীর সঙ্গে ঘুরতে বের হন ওই নারী। তারা উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় অসংখ্য মৎস্য ঘেরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী নারীর এক আত্মীয়ের মৎস্য ঘেরে অবস্থানকালে সেখানে অনধিকার প্রবেশ করেন চাঁচুড়ী গ্রামের মোশারফ হোসেন মোল্যার ছেলে এলাকার চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত আহাদ মোল্যা (৩৫) ও একই গ্রামের মহিদুল মুসাল্লির ছেলে রানা মুসল্লি ওরফে ফেলা (৩০)। বখাটেরা ভুক্তভোগী নারীর স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা করে ধরে দূরে নিয়ে আটকে রেখে মারধর করেন ও হত্যার হুমকি দেন। পরে আহাদ মোল্যা ওই নারীকেও চড়-থাপ্পড় মেরে শ্লীলতাহানি করেন। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালানো হয়। সঙ্গে থাকা স্বর্ণালংকার, আইফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বখাটেরা ঘটনাস্থল ত্যাগ করে।  এ ঘটনা থানা পুলিশকে না জানানোর জন্য বখাটে আহাদ মোল্যার ভাই স্থানীয় প্রভাবশালী মাতব্বর আশরাফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে ভুক্তভোগী নারীর স্বামী গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন।  তিনি জানান, তাদের হুমকিতে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে।  এ বিষয়ে কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘নিজেকে ও তার স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির বর্ণনা দিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী দুজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা উৎঘাটনে মাঠে পুলিশের টিম কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ অভিযোগ দায়ের করা হয়েছে।’ এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সংশ্লিষ্ট থানায় খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নড়াইলে আওয়ামী লীগ নেতাকে গুলি
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার (১০ মে) সন্ধ্যায় লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। মোটরসাইকেলে করে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী
নড়াইলে ৯ বছরের শিশু সুফিয়া ধর্ষণও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৬ মে) নিহতের গ্রাম কালিয়ার কাঞ্চনপুরে তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী এসব কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন।  এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   এই কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে নিহত সুফিয়ার শোকার্ত স্বজন সহপাঠীসহ সর্বস্তরের মানুষ স্থানীয় বারইপাড়া কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। সুফিয়া এই বিদ্যালয়েরই দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সমবেত সকলে পরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে সামিল হন। এ সময় সবার হাতে ছিল সুফিয়া ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি সংবলিত ব্যানার ফ্যাস্টুন। অন্তত ৪০ মিনিট স্থায়ী মানববন্ধনে বক্তারা হৃদয় বিদারক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণ ও খুনে জড়িতদের অবিলম্বে শনাক্তের দাবি জানিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এ দিকে ঘটনায় জড়িতদের শনাক্তে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে পুলিশ।  এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো বুধবার (১ মে) সকালে ইটভাটা শ্রমিক বাবার জন্য ভাত নিয়ে নিজেদের কাঞ্চনপুরে গ্রামেরই সুপার ব্রিকসে যায় ৯ বছরের শিশু সুফিয়া। বাবাকে ভাত পৌছে দিতে পারলেও সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি সুফিয়ার। পথিমধ্যে নির্জন এলাকায় তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করতে নবগঙ্গা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন সুফিয়াদের গ্রামের ৩ কিলোমিটার দূরে ইসলামপুরে নদী থেকে তার ভাসমান মরদহে উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে।
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু শেখ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্ৰামে এ ঘটনা ঘটেছে।  এ সময়ে মাহাবুর শেখ (৪০) নামের অপর এক  শ্রমিক আহত হয়েছেন। নিহত বাচ্চু শেখ কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের ম‌ৃত সাহেব শেখের ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াগ্রামের নজির ফকিরের বাড়িতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। আজ সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশত রড বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন তারা। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন। আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
নড়াইলে খুনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নড়াইলে ক্ষেতমজুর ইসরাফিল মোল্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকাবাসী ও নিহতের স্বজনরা চাঁচুড়ি বাজারে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে যোগ দিতে এ দিন নিহতের নিজ গ্রাম কৃষ্ণপুর, চাঁচুড়িসহ আশপাশের কয়েক গ্রামের নারীপুরুষ নির্বিশেষে নিহতের স্বজন ও এলাকাবাসী চাঁচুড়ি বাজারে সমবেত হয়। পরে সবার অংশ গ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারিরা শ্লোগানে শ্লোগানে, খুনিদের ফাঁসির দাবি তোলে। মিছিলটি চাঁচুড়ি বাজার ঘুরে চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সবাই সেখানে সড়কে হাতেহাত ধরে সামিল হন মানববন্ধনে। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা, নিরিহ ক্ষেতমজুর ইসরাফিল মোল্যার খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। বক্তরা এ সময় আরো বলেন, হত্যারকান্ডে জড়িতরা বাদীকে নানাভাবে মামলা তুলে নিতে ও সাক্ষী না দিতে হুমকি দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে তারা নিরাপত্তা চেয়েছেন। প্রসঙ্গত, এলাকার দুই পক্ষের মধ্য বিরোধ পূর্ণ একটি মাছের ঘেরে শ্রম বিক্রি করতে গেলে প্রতিপক্ষের রোষানলে পড়ে  ৪ ফেব্রুয়ারি হত্যাকান্ডের শিকার হন ক্ষেতমজুর ইসরাফিল মোল্যা। এ হত্যাকান্ডে নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ২১ জনের নামে কালিয়া থানায় হত্যা মালা দায়ের করেন। এদের মধ্যে দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে, ৬ জন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে, অন্যরা পলাতক রেয়েছে।