• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে বাসের ধাক্কায় হারেজ মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।  নিহত হারেজ মোল্যা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গীলাতলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হারেজ মোল্যা নামের ওই বৃদ্ধ বাইসাইকেলে করে গীলাতলা থেকে এড়েন্দা এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার চালিত বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক বাসটি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।  এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, বসুপুটি এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। আরটিভি/এমকে-টি
ঘুমের মধ্যেই কৃষককে ছোবল দিল বিষধর সাপ, এরপর যা হলো
লোহাগড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নড়াইলে গলায় রশি পেঁচিয়ে নারীর আত্মহত্যা
নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে নড়াইল সদর হাসপাতাল চত্বরে এ অভিযোগ করেন স্বজনরা। ঘটনায় জড়িত ডাক্তার মিঠুন বিশ্বাসকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঘটনার সত্যতা স্বীকার করেছেন নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম।  স্বজনরা অভিযোগ করে জানান, লোহাগড়া উপজেলার শরসুনা গ্রামের পুলিশে কর্মরত ইকবাল শেখের মেয়ে ও তালবাড়িয়া গ্রামের নাইম শেখের স্ত্রী প্রসূতি শান্তাকে নিয়ে উপজেলার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করা হয়। কথা ছিল ভালো ডাক্তার দিয়ে তার সিজার করানো হবে। কিন্তু প্রত্যাশা ক্লিনিকের ডা. মিঠুন বিশ্বাস নিজে অ্যানেস্থেসিয়া দিয়ে তার সিজার করেন। সিজারে একটি মেয়ে সন্তান জন্ম নিলেও চিকিৎসকের ভুলের কারণে শান্তা অপারেশন থিয়েটারে মারা যান বলে অভিযোগ করেন তার স্বজনরা। কিন্তু মারা গেলেও কৌশলে তাকে অ্যাম্বুলেসে করে নড়াইল সদর হসপাতালে পাঠানো হয়। এ সময় শান্তার স্বজনরা লোহাগড়া থেকে ডা. মিঠুনকে সঙ্গে করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে উত্তেজিত জনতা ডা. মিঠুনকে ঘেরাও করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে সদর থানায় নিয়ে যান। এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ডাক্তারকে আটক করে এনেছি। যেহেতু ঘটনা লোহাগড়া থানার আওতায়, তাই লোহাগড়া থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।  বুধবার (১৭ জুলাই) সন্ধা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পট-এর সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শুভ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের ইমরান শেখের ছেলে। আহত বাকি তিনজন হলেন ধোপাদাহ গ্রামের লেফটন ফকিরের ছেলে রাব্বি ফকির (২০), ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের দরবেশ এর ছেলে কামাল (৪৫) ও তার স্ত্রী (৩৭)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে শুভ শেখ ও তার বন্ধু রাব্বি ফকির নিজ বাড়ি ধোপাদাহ থেকে মোটরসাইকেলে লোহাগড়ার দিকে যাচ্ছিল, এ সময় নড়াইল-কালনা মহাসড়কের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুভ শেখ নামে একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা রাব্বি ফকির এবং অন্য মোটরসাইকেলে থাকা কামাল ও তার স্ত্রী গুরুতর আহত হন। আহত কামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মাশরাফী
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় জেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আওয়ামী যুবলীগ লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. গাউছুল আজম মাসুমসহ অন্যান্য অতিথিরা। লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ।  সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সিকদার। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের মতামত নেওয়া হয়।
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত
নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। বুধবার (৩ জুলাই) রাত ১০টার পরে উপজেলার পাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে। মৃত নজির আহমেদ কাজীর ছেলে আহত কাজী ইমরান পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে খুলনায় কর্মরত আছেন। তিনি নিজ বাড়ি পাংখারচর গ্রামের কাজী পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসার পথে এই ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর জখম করেন। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তার এখনো জ্ঞান ফেরেনি, তার চিকিৎসা চলছে। স্থানীয় ইউপি সদস্য মো. রানা কাজী বলেন, স্থানীয় আধিপত্যের জেরে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ও রুবেল সরদারসহ আরও ১০ থেকে ১২ জন ইমরান আহমেদের ওপর হামলা চালায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয় কেউ কাছে আসতে সাহস পাইনি। ঘটনা ঘটিয়ে তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাজা বুলেট উদ্ধার করেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২  
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (৫ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে পরিবারের অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হন ওই স্কুলছাত্রী। নলদী এলাকায় বখাটেরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড় থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু ওই ছাত্রী মাটিতে পড়ে গেলে তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ওই বখাটেরা। স্কুলছাত্রী বাড়িতে এসে পরিবারকে এ কথা জানায়।  পরিবারের লোকজন লোহাগড়া থানায় অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ নলদী এলাকায় অভিযান চালিয়ে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তাদের শনাক্ত করেছে। পরে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মেহেদী হাসান বলেন, ‘ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।’
ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার হত্যা মামলার আসামি
নড়াইলের লোহাগড়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়াকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (২৫ মে) ভোরে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার হোহেনের ছেলে। জাকারিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মো. জাকারিয়া নামে ওই ব্যক্তিকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় গ্রেপ্তারের ভয়ে জাকারিয়া দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে এলে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) এফ এম হাসিবুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিজুর রহমান অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘গ্রেপ্তারের পর আসামিকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান।’