• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা গাড়ির (ইঞ্জিনচালিত অবৈধ যান) চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিনচালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এ সময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়িটির উপরে বসে ছিলেন। প্রতিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহোযোগী পালিয়ে যান। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরবারের কাছে হস্তান্তর করা হবে। আরটিভি/এমকে-টি
মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে নাশকতার মামলা, গ্রেপ্তার ২
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ঘুমের মধ্যেই কৃষককে ছোবল দিল বিষধর সাপ, এরপর যা হলো
নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কুটি মিয়া মোল্যা (৫৩) লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে।  জানা গেছে, কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর শনিবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আরটিভি/এএএ/এআর
লোহাগড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
নড়াইলের লোহাগড়ায় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালক ওই যুবকের নাম মো. রিফাদুল ইসলাম মিঠুন (৩৩)। শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার যশোর-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। এ সময় মোটরসাইকেলে থাকা নিহত রিফাদুলের মামা আজাদ শেখ (৫০) গুরুতর আহত হয়েছেন। নিহত রিফাদুল লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে। আহত আজাদের বাড়ি উপজেলার দোয়া-মল্লিকপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মোটরসাইকেলে ঢাকা থেকে লোহাগড়ার দিকে ফিরছিলেন রিফাদুল ও তার মামা আজাদ। রাতে লোহাগড়া উপজেলার কালনা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রিফাদুল ও তার মামা আজাদ ছিটকে পড়েন। এ সময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিফাদুলকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে
নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।   শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার পার-শালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।   মৃত শিশু ফাতেমা খানম উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মো.ফজলু রহমানের মেয়ে।   শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ দিন পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে /এআর
নড়াইলে গলায় রশি পেঁচিয়ে নারীর আত্মহত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় শিখা রাণী বিশ্বাস (৫০) নামে এক নারী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার পৌরসভা এলাকার কুন্দশী এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। মৃত শিখা রাণী বিশ্বাস লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকার বিজুস বিশ্বাসের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, শিখা রাণী বিশ্বাস নামে ওই নারী শারীরিক ও মানসিক নানান সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। এরপর ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   
নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে নড়াইল সদর হাসপাতাল চত্বরে এ অভিযোগ করেন স্বজনরা। ঘটনায় জড়িত ডাক্তার মিঠুন বিশ্বাসকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঘটনার সত্যতা স্বীকার করেছেন নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম।  স্বজনরা অভিযোগ করে জানান, লোহাগড়া উপজেলার শরসুনা গ্রামের পুলিশে কর্মরত ইকবাল শেখের মেয়ে ও তালবাড়িয়া গ্রামের নাইম শেখের স্ত্রী প্রসূতি শান্তাকে নিয়ে উপজেলার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করা হয়। কথা ছিল ভালো ডাক্তার দিয়ে তার সিজার করানো হবে। কিন্তু প্রত্যাশা ক্লিনিকের ডা. মিঠুন বিশ্বাস নিজে অ্যানেস্থেসিয়া দিয়ে তার সিজার করেন। সিজারে একটি মেয়ে সন্তান জন্ম নিলেও চিকিৎসকের ভুলের কারণে শান্তা অপারেশন থিয়েটারে মারা যান বলে অভিযোগ করেন তার স্বজনরা। কিন্তু মারা গেলেও কৌশলে তাকে অ্যাম্বুলেসে করে নড়াইল সদর হসপাতালে পাঠানো হয়। এ সময় শান্তার স্বজনরা লোহাগড়া থেকে ডা. মিঠুনকে সঙ্গে করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে উত্তেজিত জনতা ডা. মিঠুনকে ঘেরাও করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে সদর থানায় নিয়ে যান। এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ডাক্তারকে আটক করে এনেছি। যেহেতু ঘটনা লোহাগড়া থানার আওতায়, তাই লোহাগড়া থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।  বুধবার (১৭ জুলাই) সন্ধা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পট-এর সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শুভ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের ইমরান শেখের ছেলে। আহত বাকি তিনজন হলেন ধোপাদাহ গ্রামের লেফটন ফকিরের ছেলে রাব্বি ফকির (২০), ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের দরবেশ এর ছেলে কামাল (৪৫) ও তার স্ত্রী (৩৭)। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে শুভ শেখ ও তার বন্ধু রাব্বি ফকির নিজ বাড়ি ধোপাদাহ থেকে মোটরসাইকেলে লোহাগড়ার দিকে যাচ্ছিল, এ সময় নড়াইল-কালনা মহাসড়কের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুভ শেখ নামে একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা রাব্বি ফকির এবং অন্য মোটরসাইকেলে থাকা কামাল ও তার স্ত্রী গুরুতর আহত হন। আহত কামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।