নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা প্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব শেখ ওই প্রামের ইমতিয়াজ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুই বংশ লস্কর বাড়ি ও শেখ বাড়িদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের সুইচগেট বাজার এলাকায় দুইপক্ষ সংঘর্ষে জড়ায়।
এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে শেখ বংশের তালেব শেখ নামে এক বৃদ্ধ গুরতর জখম হলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতেলে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ভ্যান ও মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এলাকার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ