• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
সাতক্ষীরায় আই ডায়াসপোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাড়ির সামনে ‘গান বাজানোয়’ প্রতিবন্ধী তরুণীকে পিটিয়ে হত্যা
সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ার অভিযোগে এক প্রতিবন্ধীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড়ে এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে একই এলাকার রেজাউল ইসলামের বুদ্ধিপ্রতিবন্ধী কন্যা চুমকি (২০) রাস্তা দিয়ে একটি স্পিকারে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন। এ সময় একরামুল হোসেনের ছেলে অভিযুক্ত ইলিয়াস হোসেন (২৭) তার বাড়ির সামনে জোরে গান বাজানোর অভিযোগে হাতুড়ি দিয়ে চুমকির মাথায় কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই চুমকির মৃত্যু হয়। ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে খবর দেয়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইলিয়াস, তার পিতা এবং মাতাসহ ৫ জনকে আটক করে।  সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মুজিদ জানান, নিহত চুমকিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।   এ বিষয়ে র‌্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মো. ফয়সাল তানভীর জানান, এ ঘটনায় কয়েকজন আটক করে নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের বিষয়ে জানানো হবে।  সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরটিভি/আইএম
ভোমরা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক  
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টি, দুর্ভোগ চরমে
পুকুরে ফেলে শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
খালের পাড়ে পড়ে ছিল নারীর মরদেহ
সাতক্ষীরায় লাঙ্গলের কর্মীর ওপর হামলা, আহত ১ 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর কর্মী আফজারুল হককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন : কয়েকটি ভোটকেন্দ্রে আগুন   আহতের স্বজনরা জানান, বিকেলে লাঙ্গল প্রতীকের জনসভা শেষ করে বাড়ি ফেরার পথে ঈগল প্রতীকের সমর্থকেরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে হাজির হন লাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ মহাজোট নেতাকর্মীরা। তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে   সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।