সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (২৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত আফজাল হোসেন বড়বিলা গ্রামের শেখ আইয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবান জেলা সদর ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে সুরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, আফজাল ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। আজই তার ছুটির শেষ দিন ছিল। দুপুর ১টার দিকে তিনি ঘরে ফ্যান চালাতে চেষ্টা করেন। ওই সময় অসাবধানবসত বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।