• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টি, দুর্ভোগ চরমে

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২৪, ০৮:১৮
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টি, দুর্ভোগ চরমে
ছবি : সংগৃহীত

চলতি বর্ষা মৌসুমে ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় রেকর্ড ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জলাবদ্ধ হয়ে পড়েছেন সাতক্ষীরা পৌরসভার নিচু এলাকার বাসিন্দারা। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিপাতের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। অনেকের বাড়ির উঠানে জমে রয়েছে পানি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বৃষ্টিতে মারাত্মক জনভোগান্তি তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অবস্থা খুবই খারাপ। অনেকে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এ বিষয়ে জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাতক্ষীরা পৌরসভায় কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনিতেই পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা। তার ওপর বর্ষা মৌসুমে পানি জমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ নির্বিকার।’

এ দিকে সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ‘বুধবার রাত ৯টা পর্যন্ত সাতক্ষীরায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়দিনে আরটিভির বিশেষ নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’
শীতের মধ্যেই যেসব জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস
শীত ও বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
বায়ুদূষণে রাজধানীবাসীর দুর্ভোগ, ডেঙ্গুতে মৃত্যুর লম্বা সারি