• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
নবান্ন উৎসবে কালাইয়ে মাছের মেলা
শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
জয়পুরহাটের কালাইয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লাহ প্রামাণিকের ছেলে। নিহত শাহিনুরের বোন সুমনা আক্তার জানান, তারা সাত বোন এক ভাই। তাদের মধ্যে সবার ছোট শাহিনুর। তিনি এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের অপালা পাড়ায় জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। আজকে ভোরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সড়কের ওপর মরদেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আরটিভি/এএএ/এসএ
কালাইয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ট্রান্সফরমার চোর নিহত
ফসলের খেত থেকে মরদেহ উদ্ধার