• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের বাঁশঝাড় থেকে নুর আলম নামে (২৩) এক যুবকের ঝুলন্ত মরদেহ থেকে উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বুজরুক গ্রামের একটি কবরস্থানের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  নিহত নুর আলম বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে।  স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর থেকে তিনি বাসা থেকে চলে যান। তারপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। বুধবার সকালের দিকে বুজরুক গ্রামেরই এক বৃদ্ধ মহিলা বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে যান। প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।  জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, আমরা বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।  আরটিভি/এমকে
জয়পুরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত
স্ত্রীকে নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে গ্রেপ্তার
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু
আন্দোলনে নিহত বিশালের মরদেহ ৭৩ দিন পর উত্তোলন
সীমান্তে আটক ভারতীয় নাগরিকের কাছে মিলল বাংলাদেশি এনআইডি
জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। আটক মিন্টু মন্ডলের কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, মিন্টু মন্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত। এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী গণমাধ্যমকে জানান, বিজিবির পক্ষ থেকে মিন্টু মন্ডলের নামে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এসএ
জয়পুরহাটে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী দাদাকে গ্রেপ্তার করা হয়েছে।   শনিবার (৫ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে দুস্থদের সরকারি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। র‌্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন ওয়াজেদ আলী। শুক্রবার তিনি এলাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ আরটিভি/এমকে
জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেপ্তার
জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিশ্বাসপাড়ার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরির্দশক শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের ধানমন্ডি মহল্লার বাসিন্দা।  গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন ডান চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ একজন আসামি। জেলা  গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।  আরটিভি/এমকে-টি
রেলক্রসিংয়ে উঠে থেমে গেলো ট্রাক, অতঃপর... 
জয়পুরহাটে রেলক্রসিং পারাপারের সময় লাইনের ওপর থেমে যাওয়া একটি ট্রাকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রাকের সামনের ইঞ্জিনের অংশ দুমড়েমুচড়ে গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবির দিক থেকে আসা পানিকচুবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর উঠলে ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ওই সময় ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটিও চলে আসে। পরে ট্রাকের ড্রাইভারসহ লোকজন লাফিয়ে সেখান থেকে চলে যান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়। পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। এরপর রেলক্রসিংয়ের আইল্যান্ড অর্ধেক ফেলানো গেছে। আর অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতিতে এসে ট্রাকে ধাক্কা লাগে। এতে ট্রাকের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সেখানে ১০ থেকে ১৫ মিনিট সময় ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাট স্টেশনে পৌঁছায় এবং পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আরটিভি/এমকে/এসএ
কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিএসএফকে রুখে দিলো বিজিবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। তবে এবারও বিএসএফকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার প্রেক্ষিতে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বৈঠকে বসে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান আর রাতে কাঁটাতারের বেড়া দেন। এভাবে দুটি সাব-পিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলেছেন। পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েক দিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। অথচ নিয়ম হলো, সীমান্তের ১৫০ গজের মধ্যে কেউ এ ধরনের বেড়া নির্মাণ করতে পারবে না। তবুও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালালে স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এ ঘটনায় রোববার দুপুরে ২৮০ মেইন পিলারের ১৫ নম্বর সাব-পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে।  তবে বৈঠক শেষে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হাটখোলা বিওপির কমান্ডার সাইদুল বারী। স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে শনিবার তারা বাধা দেন। আজ সকালে বিএসএফ আবার কাজ শুরু করে। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সঙ্গে বৈঠক করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যাবে না। কিন্তু তারা সেটি মানছে না।’ এ বিষয়ে ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আর তারা কাজ করবে না বলে জানিয়েছে। যে অংশে কাজ করেছে সেটি তারা তুলে নিয়ে যাবে।’ উল্লেখ্য, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে বিজিবির বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হন বিএসএফ সদস্যরা। আরটিভি/এমকে
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০   
জয়পুরহাটের সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।  রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জয়পুরহাট -হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।  আহতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম (৩০), নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০), সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন (৪৩), ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬), কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫),কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪) কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০), হাসান আলী (৩৬), এমরান হোসেন (২৮)।  এ বিষয়ে ওসি হুমায়ুন কবির বলেন, ‘এবি পরিবহন নামের বাসটি হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাস টার্মিনালে যাচ্ছিলো। পথে জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।   তিনি বলেন, ‘এতে কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’ আরটিভি/এমকে/এআর