জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫টি (৫.৮৩ গ্রাম) স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন এবং এই স্বর্ণ পাচারকারীকে আটক করেন।
আটককৃত পাচারকারী হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মাহাম্মদের ছেলে মো. বাবু (২৫)।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে দিনাজপুরের হিলিগামী অরিন পরিবহনের বাসে কয়েকজন যাত্রী স্বর্ণের বারসহ সীমান্ত এলাকায় আসছে, এমন গোপন তথ্য পাওয়া যায়। সেই অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাগজানা সীমান্ত এলাকায় অভিযান শুরু করেন।
অভিযানে অরিন পরিবহনের বাসে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তখন তার পায়ের জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকারীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এএএ/এস