• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
পাঁচবিবি সীমান্তে পড়েছিল বৃদ্ধের মরদেহ
জুতার ভেতর মিলল ৫ স্বর্ণের বার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫টি (৫.৮৩ গ্রাম) স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন এবং এই স্বর্ণ পাচারকারীকে আটক করেন।  আটককৃত পাচারকারী হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মাহাম্মদের ছেলে মো. বাবু (২৫)। জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে দিনাজপুরের হিলিগামী অরিন পরিবহনের বাসে কয়েকজন যাত্রী স্বর্ণের বারসহ সীমান্ত এলাকায় আসছে, এমন গোপন তথ্য পাওয়া যায়। সেই অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাগজানা সীমান্ত এলাকায় অভিযান শুরু করেন। অভিযানে অরিন পরিবহনের বাসে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তখন তার পায়ের জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকারীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আরটিভি/এএএ/এস
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত
স্ত্রীকে নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির হাতে গ্রেপ্তার
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর)  রাতে রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। পাঁচবিবি স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশন  অতিক্রম করার সময় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় । সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  আরটিভি/এএএ-টি
আন্দোলনে নিহত বিশালের মরদেহ ৭৩ দিন পর উত্তোলন
দাফনের ৭৩ দিন পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুরে পারিবারিক কবরস্থান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ বিশালের লাশ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। নিহত নজিবুল সরকার বিশাল (১৭) উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। তিনি পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট জয়পুরহাটে পাঁচুর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশাল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার। এ ঘটনায় নিহত বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জয়পুরহাট-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জন নামীয় ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন বলেন, আমরা আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য লাশের সুরতহাল প্রতিবেদন সম্পাদনের জন্য লাশ উত্তোলন করতে এসেছি। আসলে সেদিন কি ঘটেছিল ময়নাতদন্তে প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. শাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার তদন্ত ওসি মিজানুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার এস আই জাহাঙ্গীর আলম, পাঁচবিবি থানার এস আই মাসুম, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ অন্যরা। আরটিভি/এএএ
সীমান্তে আটক ভারতীয় নাগরিকের কাছে মিলল বাংলাদেশি এনআইডি
জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। আটক মিন্টু মন্ডলের কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, মিন্টু মন্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত। এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী গণমাধ্যমকে জানান, বিজিবির পক্ষ থেকে মিন্টু মন্ডলের নামে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এসএ
জয়পুরহাটে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী দাদাকে গ্রেপ্তার করা হয়েছে।   শনিবার (৫ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে দুস্থদের সরকারি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। র‌্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন ওয়াজেদ আলী। শুক্রবার তিনি এলাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বলেন, ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ আরটিভি/এমকে
জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেপ্তার
জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিশ্বাসপাড়ার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরির্দশক শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের ধানমন্ডি মহল্লার বাসিন্দা।  গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন ডান চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ একজন আসামি। জেলা  গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।  আরটিভি/এমকে-টি
রেলক্রসিংয়ে উঠে থেমে গেলো ট্রাক, অতঃপর... 
জয়পুরহাটে রেলক্রসিং পারাপারের সময় লাইনের ওপর থেমে যাওয়া একটি ট্রাকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রাকের সামনের ইঞ্জিনের অংশ দুমড়েমুচড়ে গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবির দিক থেকে আসা পানিকচুবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর উঠলে ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ওই সময় ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটিও চলে আসে। পরে ট্রাকের ড্রাইভারসহ লোকজন লাফিয়ে সেখান থেকে চলে যান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়। পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। এরপর রেলক্রসিংয়ের আইল্যান্ড অর্ধেক ফেলানো গেছে। আর অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতিতে এসে ট্রাকে ধাক্কা লাগে। এতে ট্রাকের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সেখানে ১০ থেকে ১৫ মিনিট সময় ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাট স্টেশনে পৌঁছায় এবং পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আরটিভি/এমকে/এসএ