• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

কালাইয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ট্রান্সফরমার চোর নিহত

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ মে ২০২৪, ১৬:০২
জয়পুরহাটের কালাইয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মিটার চোর নিহত
ছবি : সংগৃহীত

গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (২৭ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী।

রোববার (২৬ মে) জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর ও শেখপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত চুরি করতে আসা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া তরুণের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলছেন, ওই যুবক গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তাই বৈদ্যুতিক পোলের নিচে তার মরদেহ পড়েছিল।

এ বিষয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কালাই সাব জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক বলেন, ‘একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে চলেছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৈদ্যুতিক পোলের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।’

এ বিষয়ে কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়া দাগ রয়েছে। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে জব ফেয়ারের মাধ্যমে প্রবাসী কর্মী নির্বাচন
জয়পুরহাটে এক ঘণ্টার পুলিশ সুপার শিক্ষার্থী রোজা
নবান্ন উৎসবে কালাইয়ে মাছের মেলা
জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২